গুগল একাউন্ট কিভাবে খুলবো –Hello friends, HelpWB তে সবাই কে স্বাগত জানাই। আজকে আমরা জানব কিভাবে একটি নতুন গুগল একাউন্ট খুলতে হয়। plusgoogle হল গুগলের নিজের Service. গুগল আইডি খোলার জন্য কেবল মাত্র একটা ইমেইল আইডির প্রয়োজন ।
এখনো অনেক বন্ধু আছে যারা জানে না গুগল একাউন্ট খোলার নিয়ম । তাই তারা search করতে থাকে, কিভাবে google account khulbo, গুগল একাউন্ট খোলার পদ্ধতি, গুগল আইডি খোলার নিয়ম, কিভাবে Google plus account খোলা যায় ইত্যাদি। তাই সেই সব বন্ধুদের কথা ভেবে আজকে আমরা জানব কিভাবে আমি আমার গুগল অ্যাকাউন্ট তৈরি করব।
আজকের এই পোস্টের মাধ্যমে আমরা যে বিষয় গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয় গুলো নিচে তুলে ধরা হলো –
How to create a new google ID ||কিভাবে একটি নিউ গুগল একাউন্ট খুলবো ।
Google Plus কি?
Google+ হলো গুগলের একটা Service বা Google এর একটা নিজের property. আসলে Google+ id হলো facebook এর মতো social networking site, যেখানে আমরা বন্ধুদের সঙ্গে connect হয়ে থাকি। যদি আপনার কোনো Online business থাকে অথবা আপনি online work করেন তবে আপনার Google plus এ account থাকা দরকার।
গুগল একাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন :
- নিউ গুগল আইডি খোলার জন্য একটা computer সংগে Internet connection থাকতে হবে (mobile দিয়ে গুগল আইডি create করতে পারবেন )।
- একটা জিমেইল একাউন্টের প্রয়োজন।
যদি এখন পর্যন্ত আপনি আপনার gmail id create না করে থাকেন, তবে নিচে দেওয়া links এ click করে জেনেনিন
কিভাবে বিনামূল্যে জিমেইল একাউন্ট খোলা যায়।
Google+ account কিভাবে খোলা যায় :
কিভাবে Google+ account create করতে হয় বা গুগল একাউন্ট খোলার নিয়ম গুলো নিচে step by step তুলে ধরা হলো। তার আগে একটা কথা বলছি জিমেইল আইডি কে সাধারণত গুগল একাউন্ট বলা হয়ে থাকে।
Step 1: প্রথমে আপনাকে Google+ এর Officials website যেতে হবে, official website এ যাওয়ার পরে নিজের Gmail id দিয়ে log in করতে হবে।
Step 2: তারপর আপনার সাামনে একটা নতুন page খুলবে ,সেখানে কিছু id আসবে যাদের কে আপনি follow অথবা add করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা add করতে পারবেন। তারপরে contin এ click করুন।
Step 3: Continue button এ Click করার পর আবারও একটা নতুন page খুলবে । সেখানে আপনাকে নিজের profile সম্মন্ধে লিখতে হবে।
- Photo upload করার জন্য upload image এর link এ click করুন .
- তারপরে আপনি কোথায় work করেন তা লিখতে হবে।
- তারপর আপনি কোন post এ আছেন তা পুরন করবে।
- কোন school থেকে study করেছেন and কত সালে pass করেছেন।
- তারপর আপনাকে আপনার home town এর নাম লিখতে হবে৷
- Finally Finish buttan এ click করতে হবে।
যখন আপনি finish button এ click করবেন , তখনই আপনার google ➕ accounts create হয়ে যাবে। এখন আপনি আপনার পছন্দের Google account use করতে পারবেন।
আশাকরি কিভাবে গুগল একাউন্ট খুলতে হয় post টি আপনার ভালো লেগেছে যদি হা তাহলে বন্ধুদের সঙ্গে গুগল একাউন্ট খোলার পদ্ধতি টি share করতে ভুলবেন না।
আরও পড়ুন :
১। কিভাবে Facebook Password change করতে হয় – ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম।
২। জিমেইল আইডি খোলার নিয়ম – Gmail id কিভাবে খুলতে হয়
৩। 6 টি উপায়ে ফেসবুক থেকে আয় করুন
৪। ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি – জানুন কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে হয়
Nice
কিভাবে গুগুল একাউন্ট খোলো