ফেসবুকের থিম পরিবর্তন এবং Background color change করার নিয়ম

কিভাবে ফেসবুক থিমের রঙ পরিবর্তন করব – ফেসবুকের থিম পরিবর্তন করুন – আমরা সকলেই জানি Facebook এর default background color blue. আপনি কি জানেন যে আপনি আপনার ফেসবুক একাউন্ট এর থিম colour নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন।

শুনে থাকলেও হয়তো জানেন না কিভাবে Facebook এর background color change করতে হয়।

তাই আজকে এই পোস্টের মাধ্যমে আমরা জানব কিভাবে ফেসবুক থিম পরিবর্তন করতে হয়।

ফেসবুক world এর সবচেয়ে বেশি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকের শুরু থেকেই লক্ষ্য করলে দেখা যায়, ফেসবুকের থিমের রং ব্লু।

যদি আপনি নীল রঙে বিরক্ত বোধ করেন এবং নিজের পছন্দের ফেসবুক থিম ব্যবহার করতে চান। তবে আজকের এই পোস্টটি মনযোগ সহকারে সম্পুর্ণ পড়ুন।

কারণ আজকের এই পোস্টে আমি আপনাদের সঙ্গে ফেসবুক থিম পরিবর্তনের কয়েকটি পদ্ধতি বলবো।

যে পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি মোবাইল এবং কম্পিউটার এর মাধ্যমে খুব সহজে ফেসবুকের থিমের রঙ পরিবর্তন করতে পারবেন।

আরও পড়ুন : কিভাবে নতুন ফেসবুক আইডি চালু করতে হয়।

How to Change Facebook Theme OR Background Colors- কিভাবে ফেসবুক থিম পরিবর্তন করতে হয়

ইন্টারনেটে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে কম্পিউটার এর সাহায্যে Facebook theme অথবা background color পরিবর্তনের নিয়ম ভালো ভাবে বলা হয়েছে।

কিন্তু এখন পর্যন্ত কোন সাইটে Mobile থেকে কিভাবে ফেসবুকের থিম পরিবর্তন করতে হয় সেই বিষয়ে কোন ভালো article আমার নজরে আসেনি।

আরও জানুন : কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় – ফেসবুক পেজ খোলার নিয়ম।

তাই আজকে এই পোস্টে মোবাইল এবং কম্পিউটার এর সাহায্যে ফেসবুক থিম কিভাবে চেঞ্জ করতে হয় তা বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

কম্পিউটার দিয়ে ফেসবুক Background color চেঞ্জ করার নিয়ম

কম্পিউটার বা ডেস্কটপে আমরা সাধারণত গুগল Chorme এবং Mozilla Firefox Browsers ব্যবহার করে থাকি। আজকে Google Chrome browser এর সাহায্যে ফেসবুকের থিম পরিবর্তন বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার পদ্ধতি গুলো আলোচনা করা হল।

আমরা যে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করি, সেই ক্রোম ব্রাউজারে একটি ক্রোম এক্সটেনশন ডাউনলোড করে, সেখানে আমরা কিছু সেটিংস করে ফেসবুকের ব্যাকগ্রাউন্ড রঙ পরিবর্তন করতে শিখব।

নীচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি আপনার FB account এর ব্যাকগ্রাউন্ডের রঙ পরিবর্তন করতে পারবেন।

Step 1. প্রথমে Chrome Web store এ যান, সেখানে গিয়ে সার্চ বক্সে ” Facebook Color Change ” লিখে সার্চ করুন।

Step 2. সার্চ করার পরে আপনার সামনে অনেক গুলো অপশন আসবে। যদি আপনি Facebook background color change করতে চান তবে “ Facebook color Changer” এবং ফেসবুকের থিম পরিবর্তন করতে চাইলে “ Facebook theme Changer ” Select করে Add to Chorme বাটনে ক্লিক করুন।

Step 3. তারপরে আপনার সামনে একটি pop up page open হবে,সেখানে “Add Extension ” বাটনে ক্লিক করুন।

Step 4. ক্লিক করার পরে 200 থেকে 400 KB এর মধ্যে একটি সফটওয়্যার ডাইনলোড হবে।

ডাইনলোড হয়ে যাওয়ার পরে একটা নতুন পেজ open হবে এবং একটা মেসেজ show করবে,সেখানে কিছু change না করে “Finish ” বাটনে ক্লিক করবেন।

Step 5. Finish বাটনে ক্লিক করার পরে Facebook open করে লগইন করুন।

ফেসবুকে লগইন করার পরে ফেসবুকের url box এর ডানদিকে একটা Facebook icon থাকবে সেখানে ক্লিক করুন।

Step 6. Facebook icon এ ক্লিক করার পরে একটা Arrow page খুলবে, সেখানে অনেক গুলো অপশন থাকবে। আপনি আপনার পছন্দের color এবং theme select করে ফেসবুক থিম রঙ এবং Facebook background color change করতে পারবেন।

উপরে দেওয়া পদ্ধতি গুলো অনুসরণ করে কম্পিউটার এর মাধ্যমে ফেসবুক থিম এবং ব্যাকগ্রাউন্ড রঙ চেঞ্জ করতে পারবেন।

আরও পড়ুন : সেরা ৮ টি ফ্রি ফেসবুক পেজ প্রমোট করার নিয়ম।

মোবাইল দিয়ে ফেসবুকের থিম পরিবর্তন করার নিয়ম

এতক্ষণ আমরা জানলাম কম্পিউটার এর সাহায্যে কিভাবে Facebook id এর Background color change করতে হয়। এখন আমরা মোবাইল এর মাধ্যমে থিম এবং color change করার পদ্ধতি জানব।

Android smartphones এর সাহায্যে Background color এবং থিম চেঞ্জ করার জন্য নিচে দেওয়া প্রয়োজনীয় step গুলো অনুসরণ করুন –

Step 1. প্রথমে নিজের মোবাইলে play store open করে “Maki” Facebook & Messenger in one Application টি ডাউনলোড করে install করুন।

Step 2. ইন্সটল করার পরে নিজের ফেসবুক একাউন্টে লগইন করে নিজের পছন্দমতো যেকোনো থিম ব্যবহার করতে পারবেন।

এই application এর মাধ্যমে Facebook Messenger কে ও নতুন রূপে সাজাতে পারবেন।

এই application এ ফেসবুক থিম ও background color change এর সঙ্গে সঙ্গে আরও অনেক গুলো features রয়েছে।

উপরে দেওয়া প্রয়োজনীয় বিষয়গুলো অনুসরণ করে মোবাইল এবং কম্পিউটার এর সাহায্যে আপনি আপনার ফেসবুকের থিম পরিবর্তন এবং background color চেঞ্জ করতে পারবেন।

আশাকরি পোস্টটির মাধ্যমে আপনি আপনার ফেসবুক থিম এবং background color চেঞ্জ করতে পেরেছেন। যদি post টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই social মিডিয়াতে বন্ধুদের সঙ্গে share করতে ভুলবেন না।

আরও জানুন :

ইমেইল কিভাবে লিখতে হয়।

টুইটার একাউন্ট ব্যবহারের সেরা ২০ টি টিপস

জানুন কিভাবে ফেসবুক আইডি ডিলিট করতে হয়।


Discover more from HelpWB

Subscribe to get the latest posts sent to your email.

1 thought on “ফেসবুকের থিম পরিবর্তন এবং Background color change করার নিয়ম”

Leave a Comment

error: Content is protected !!