About Us

Hello বন্ধুরা helpwb.com এর পক্ষ থেকে সবাই কে স্বাগত জানাই। এই ব্লগে প্রতি দিন ইন্টারনেট, টেকনোলজি, অনলাইনে টাজা ইনকাম, সোসাল মিডিয়া, এন্ড্রয়েড অ্যাপ, প্রয়োজনীয় সফটওয়্যার, বিভিন্ন প্রকারের প্রযুক্তি knowledge এবং প্রয়োজনীয় টিপস এবং Tricks সম্পুর্ণ বাংলা ভাষায় share করা হয়।

HelpWB ওয়েবসাইটে কেবলমাত্র ওইসব বিষয় গুলো শেয়ার করা হয়, যে বিষয় গুলো মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগে।

আমি যখন নতুন ব্লগ তৈরি করার কথা চিন্তা করেছিলাম, তখন ইন্টারনেটে Technology এর সাথে সম্পর্কিত বিষয় গুলো সার্চ করতে শুরু করি। সার্চ করে দেখতে পেলাম বেশির ভাগ ইনফরমেশন ইংরেজি এবং হিন্দি ভাষায় রয়েছে। বাংলা ভাষায় সেরকম ভালো ব্লগের সংখ্যা অনেক কম।

সুতরাং আমাদের ভারত এবং বাংলাদেশে বসবাসকারী বাঙালিদের এই বিষয় গুলো সঠিকভাবে বোঝার জন্য অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। তাই এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য একটি খাঁটি বাংলা ব্লগ খোলার চিন্তা করি। এই চিন্তা ভাবনা থেকেই helpwb.com এর জন্ম হয়।

এই ওয়েবসাইটে আপনি প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত সব তথ্য পেয়ে যাবেন। একই সাথে, আমরা মাঝে মাঝে প্রতিটি articles কে update করেতে থাকি, যাতে আমাদের লিখিত কোনও articles পুরানো না হয়।

HelpWB এর গুরুত্বপূর্ণ বিষয় হল, এখানে প্রতিটি article বিস্তারিত ভাবে আলোচনা করা হয়ে থাকে, যার ফলে আপনাকে অন্য জায়গা যাওয়ার প্রয়োজন নেই।এই Bangla blog সাইটে নিম্ন লিখিত বিষয় গুলো বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।

Blogging, Make money online, Social media, Youtube, Apps Review, Tips and Tricks, Computer Tricks, Internet Tricks, and Latest Technology.

তারপর ও যদি কোন বিষয়ে আপনার জানার ইচ্ছে করে কিন্তু আমাদের সাইটে খুঁজে না পেয়ে থাকেন, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। helpwb.com ছাড়া আমাদের আরও একটি হিন্দি ব্লগ mathsmell.in রয়েছে যেখানে হিন্দি ভাষায় ম্যাথম্যাটিকস শিখতে পারবেন।

About Founder/Author,

আমি মোহা: রাজিকুল ইসলাম ( রাসেল), helpwb.com বাংলা ব্লগ এর সংস্থাপক ও লেখক।

আমাকে নতুন নতুন Technology এর সাথে সম্পর্কিত বিষয়গুলি শিখতে এবং অন্যকে এই Technology গুলো শেখাতে ভালো লাগে । আমি আপনাকে অনুরোধ করছি আপনি এইভাবে আমার পাশে থাকুন এবং আমি আপনার জন্য মাঝে মাঝে নতুন নতুন Technology এর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি বিস্তারিত আলোচনা করবো ।


Discover more from HelpWB

Subscribe to get the latest posts sent to your email.

error: Content is protected !!