ইউটিউব চ্যানেল ডিলিট, YouTube Channel Delete 2025 – আজকের টিউটোরিয়ালের টাইটেল দেখে আশাকরি বুঝতে পেরেছেন আজকে আমরা YouTube channel Delete করার নিয়ম গুলো বিস্তারিত ভাবে আলোচনা করব।
যদি YouTube এর কথা বলা হয় তবে আমরা সকলেই জানি YouTube পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় video sharing website এবং second largest search engine. যেখানে লক্ষ লক্ষ ভিডিও আপলোড করা হয় এবং অনেকে ইউটিউবে ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।
YouTube এ যেকোনো লোক Channel Create করে video upload করতে পারে এবং YouTube এর মাধ্যমে Movies, Video songs, Education video,Technology অর্থাৎ যেকোনো ক্যাটেগরির ভিডিও দেখতে পারে।এমনকি এখন ইউটিউব offline video দেখার জন্য svae অপশন ও দিয়েছে।
ইউটিউব চ্যানেল ডিলিট করার অনেক গুলো কারন থাকতে পারে, তবে YouTbe channel খোলার মতো ইউটিউব চ্যানেল বন্ধ করাও খুব সহজ, চলো দেখে নেওয়া যাক kivabe Youtube Channel Delete korte hoy?
ইউটিউব চ্যানেল ডিলিট বা বন্ধ করার উপায় – How to delete YouTube channel?
ইউটিউব চ্যানেল বন্ধ বা ডিলিট করার এই পোস্টে আমরা আজকে দুটো বিষয় আলোচনা করবো।
- কেন আপনি YouTube channel delete করবেন?
- ইউটিউব চ্যানেল ডিলিট করার নিয়ম।
YouTube Channel ডিলিট বা বন্ধ করার কারণ?
ইউটিউব চ্যানেল তৈরি করে ইনকাম করার জন্য YouTube Policy এবং Guidelines মেনে চলতে হবে। যদি ইউটিউবে এমন ভিডিও আপলোড করেন যা ইউটিউব গাইডলাইন মেনে চলে না সেই চ্যানেলে আপনি মনেটাইজেশন চালু করতে পারবেন না।যদি আপনার সাথে এমন হয়ে থাকে তবে সেই চ্যানেল বন্ধ করে দেওয়া উচিত।
এছাড়াও যদি আপনি অনেক গুলো চ্যানেল খুলে থাকেন এবং সঠিকভাবে চ্যানেল menage করতে না পারেন। তবে এই সব channel delete করে দেওয়া ভালো।
ইউটিউব চ্যানেল ডিলিট করার নিয়ম।
এখন আমরা আজকের টিউটোরিয়ালের মূল আলোচ্য বিষয় YouTube Channel delete করার পদ্ধতি বিস্তারিত ভাবে জানব। ইউটিউব চ্যানেল বন্ধ করার উপায় গুলো নিম্নে step by step তুলে ধরা হল –
তার আগে জানিয়ে রাখি যদি আপনি মোবাইলের মাধ্যমে চ্যানেল ডিলিট করতে চান, তবে অবশ্যই আপনার মোবাইলে ইন্সটল Chrome browser open করে Desktops version on করবেন।
Step 1: Log in your YouTube Channel
প্রথমে নিজের কম্পিউটার বা মোবাইলে Chrome browser open করে, YouTube এর অফিসিয়াল ওয়েবসাইট youtube.com গিয়ে নিজের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে চ্যানেলে log in করুন।
Step 2: Click on Profile icon & Setting
তারপর ডানপাশের একেবারে উপরের দিকে “Profile icon” অপশনে ক্লিক করুন।ক্লিক করার পরে অনেক গুলো অপশন আসবে তার মধ্যে “Setting” অপশনে ক্লিক করুন। নিচে দেওয়া ছবির মতো।
Step 3: Go To Advanced Settings
Setting অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হবে নিচে দেওয়া ছবির মতো। এখানে বাম পাশের একেবারে নিচের দিকে “Advanced Settings” অপশনে ক্লিক করুন।
Step 4: Tap on Delete Channel
Advanced setting অপশনে ক্লিক করলে advanced setting page খুলে যাবে। নিচে দেওয়া Screenshots এর মতো। এখানে “Delete Channel” অপশনে ক্লিক করুন।
Step 5: Verify google password
Delete channel অপশনে ক্লিক করার পরে আপনাকে একাউন্ট ভেরিফাই করতে হবে। এর জন্য ইমেইল পাসওয়ার্ড দিয়ে Next বাটনে ক্লিক করুন।
Step 6: Remove YouTube content
তারপর যে পেজ ওপেন হবে সেখানে দুটো অপশন থাকবে। I want to hide my content এবং I want to permanently delete my content. যেহেতু আপনি second অপশন সিলেক্ট করে নিচে দেওয়া ছবির মতো কাজ গুলো করুন।
- প্রথমে বক্সে টিক করুন,
- 2nd “Delete My Content” অপশনে ক্লিক করুন।
তারপর একটি pop-up page খুলবে।এখানে নিজের Channel Name লিখে “Delete my content” অপশনে ক্লিক করুন।
তারপরে একটি মেসেজ দেখাবে যে কয়েক মিনিটের মধ্যে আপনার চ্যানেল ডিলিট করে দেওয়া হবে।এবং চ্যানেলে যদি বেশি content থাকে তবে ইউটিউব চ্যানেল পারমানেন্টলি ডিলিট হতে দুই দিন প্রযন্ত সময় লাগতে পারে।
আশাকরি আপনি বুঝতে পেরেছেন kivabe YouTube channel delete korte hoi এবং উপরে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করে আপনি খুব সহজে নিজের ইউটিউব চ্যানেল ডিলিট করতে পারবেন।
যদি আপনি এই টিউটোরিয়ালটি পড়ে উপক্রিত হয়ে থাকেন, তবে অবশ্যই সোশ্যাল মিডিয়া সাইটে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আরও পড়ুন :