কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করব – ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম : ফেসবুক একটি আসক্তি। আপনি কি ফেসবুকের আসক্তি থেকে মুক্তি পেতে চান? হতে পারে অনেক সময় আপনি নিজের ফেসবুক আইডি নষ্ট করার চেষ্টা করেছেন। আপনি কি পারমানেন্টলি আপনার ফেসবুক বন্ধ করার কথা চিন্তা করছেন, চিন্তার কোন কারন নেই।
আজকে আমরা এই পোস্টে ফেসবুক আইডি নষ্ট করার উপায় গুলো বিস্তারিত ভাবে আলোচনা করব।
ফেসবুক এমন একটি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট, যেখানে যাদের সামান্য ইন্টারনেটের Knowledge আছে, তাদের সকলের ফেসবুক একাউন্ট রয়েছে।
আমরা সকলেই জানি ফেসবুকে Original ফেসবুক অ্যাকাউন্ট এর তুলনায় ফেসবুক fake একাউন্ট বেশি আছে। বন্ধুদের সঙ্গে হাসি মজা করার জন্য আমরা নকল Facebook অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু কিছু দিন পরে ব্যবহার করা বন্ধ করে দিয়ে থাকি। আমি আপনাদের কে suggest করব ওই ফেসবুক আইডি ডিলিট করে দিতে।
এছাড়াও অনেক বন্ধু আছে যারা নতুন নতুন Facebook accounts create করে, কিন্তু তারা ভালো ভাবে accounts খুলতে পারেনা আবার কেউ খুলতে পারলেও নিজের পছন্দের নাম select করতে পারে না।
তাই তারা একটার পর একটা নতুন accounts খুলতে থাকে। তারা যখন নিজের ভুল বুঝতে পারে। তখন original id রেখে বাকি Facebook account permanently delete করতে চাই। কিন্তু তারা জানেনা কিভাবে Facebook accounts permanently delete করতে হয়।
এই সব নতুন ফেসবুক ইউজারস রা গুগল সার্চে, সার্চ করতে থাকে ফেসবুক আইডি নষ্ট করার উপায়, ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম, ফেসবুক একাউন্ট ডিলিট করব কিভাবে এবং ফেসবুক আইডি বন্ধ করার নিয়ম ইত্যাদি ইত্যাদি।
এই সব নতুন বন্ধুদের কথা ভেবে আজকের এই পোস্টে আমরা জানব কিভাবে স্থায়ীভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করতে হয়।
এই পোস্টে ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম গুলো step by step বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে।
তাই আমি আপনাদের পোস্টটি সম্পুর্ণ পড়তে বলবো। পুরো পোস্টটি পড়ার পরে আশাকরি ফেসবুক আইডি নষ্ট করার জন্য অন্য কোন article পড়তে হবে না। এবং আপনা কে ফেসবুক আইডি নষ্ট করার উপায় অন্য সাইটে খুজতে ও হবে না।
কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করতে হয় – ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম
আপনার ফেসবুক বন্ধ করার অনেক গুলো কারন থাকতে পারে, উদাহরণ হিসেবে বলা যায় – হতে পারে আপনি আপনার privacy নিয়ে চিন্তিত অথবা আপনি সোশ্যাল মিডিয়ায় যে সময় নষ্ট করছেন সেই সময় বাঁচিয়ে অন্য কোন কাজে সময় দিতে চান। ফেসবুক বন্ধ করার যে কোন কারণ থাকুক না কেন ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম খুবই সহজ।
যদি আপনি আপনার Facebook id permanently ডিলিট করার সিদ্ধান্ত নিয়ে থাকেন । তার আগে আমি আপনাকে কিছু বলছি যে গুলো অবশ্যই ফেসবুক আইডি ডিলিট করার আগে জানা উচিৎ।
- ফেসবুক ডিলিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক আপনার আইডি ডিলিট করে না, ডিলিট request করার বেশ কিছু দিন পর ডিলিট করে। যদি এই টাইম পিরিয়ডের মধ্যে ফেসবুকে লগ ইন করেন। তবে ফেসবুকের তরফ থেকে একাউন্ট বন্ধ করার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়।
- ফেসবুক একাউন্ট পারমানেন্টলি ডিলিট করে দিলে, আপনার Fb id চিরকালের জন্য ডিলিট হয়ে যাবে। এবং আপনি আপনার একাউন্ট কোন ভাবেই reactivate করতে পারবেন না।
- Account Deletions প্রক্রিয়া সম্পুর্ণ হতে 14 দিন থেকে 90 দিন অবদি সময় লাগে। কিন্তু আপনি ফেসবুকে কোন ডেটা এক্সেস করতে পারবেন না।
- ফেসবুক একাউন্ট বন্ধ করে দেওয়ার পর ও কিছু সামগ্রী যেমন লগ রেকর্ডগুলি ফেসবুকের ডাটাবেসে থেকে যায়। তবে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা এটি দেখতে পাবেন না
তবে আমি আপনাদের suggest করব ফেসবুক অ্যাকাউন্টটি স্থায়ীভাবে মুছে ফেলার আগে অবশ্যই ফেসবুক থেকে আপনার সমস্ত ডেটা ডাউনলোড করেনিন।
যদি আপনি জানতে চান কিভাবে আপনি আপনার Facebook account এর সমস্ত ডাটা ডাউনলোড করবেন, তাহলে comment বক্স এ comment করে জানাবেন।
বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে বেশির ভাগ লোকে মোবাইল ফোন ব্যবহার করে থাকে। তাই প্রথমে আমরা জানব মোবাইল থেকে কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করতে হয়, তার পরে জানব কম্পিউটারের সাহায্যে ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম।
মোবাইল থেকে ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম
এখন আমরা আমাদের আজকের মূল আলোচ্য বিষয় স্থায়ীভাবে ফেসবুক বন্ধ করার উপায় গুলো বিস্তারিত ভাবে আলোচনা করব। মোবাইল দিয়ে ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম গুলো ধাপে ধাপে নিম্নে বর্ণনা করা হল-
Step 1. প্রথমে আপনার মোবাইলে install Facebook app open করে Facebook id ও Facebook password দিয়ে লগ ইন করুন।
Step 2. Facebook log in করার পরে একেবারে উপরের ডানদিকে 3 টি বারে ক্লিক করুন। নিচে দেওয়া Screen shot এর মতো।
Step 3. তিনটি বারে ক্লিক করার পরে একেবারে নিচের দিকে “ Setting & Privacy ” button এ click করুন।নিচে দেওয়া স্কিন shot এর মতো।
Step 4. ” Setting & Privacy ” button এ ক্লিক করার সঙ্গে সঙ্গে Setting এর মেনু খুলে যাবে, এখানে “Setting ” Option এ ক্লিক করুন।
Step 5. Setting Option এ click করার পরে একটা নতুন পেজ open হবে নিচে দেওয়া Screen shot এর মতো।
যে পেইজ টি খুলবে সেখানে সামান্য নিচের দিকে ” Your Facebook Information ” লেখা Heading থাকবে। যেখানে “Account Ownership and Control ” লেখা Sub Heading দেখতে পাবেন, সেখানে click করবেন।
Step 6. “Account Ownership and Control ” click করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ খুলবে, নিম্নে দেওয়া photo এর মতো।
এখানে তিনটি বিকল্প থাকবে তার মধ্যে আপনি “Deactivation and Deletion” এ ক্লিক করবেন।
Step 7. “Deactivation and Deletion” option select করে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর একটি পেজ open হবে। এখানে দুটি বিকল্প থাকবে Deactivate Account and Delete Account.
যেহেতু, আপনি আপনার ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করবেন, সেহেতু আপনি দ্বিতীয় option select করে “Continue to Account Deletion” button এ ক্লিক করুন।
Step 8. Continue to Account Deletion ক্লিক করার পরে আবার একটা পেইজ open হবে। যেখানে আপনাকে জিজ্ঞেস করা হবে কেন ফেসবুক আইডি ডিলিট করবেন।এখানে কিছু না করে নিচে “Continue to Account Deletion” ক্লিক করুন।
Step 9. Continue to account deletion option এ Click করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ খুলবে যেখানে ফেসবুক একাউন্ট এর সঙ্গে জড়িত ডেটা ডাউনলোড করার অপশন থাকবে।
যদি আপনি মনে করেন ফেসবুক বন্ধ করার আগে আপনি আপনার ফেসবুক এর Photo, video এবং অন্যান্য ইনফরমেশন ডাউনলোড করতে পারবেন। এর জন্য “Download Your Information ” option ক্লিক করতে হবে।
ডাটা ডাউনলোড করার প্রয়োজন না থাকলে একেবারে নিচের দিকে “Delete Account” বাটনে ক্লিক করুন।
Step 10. ডিলিট একাউন্ট অপশনে ক্লিক করার পরে, যে পেজ open হবে সেখানে ফেসবুক পাসওয়ার্ড চাওয়া হবে।
এখানে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিতে হবে। ফেসবুক পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই একাউন্ট ডিলিট করার অনুরোধ ফেসবুকের কাছে চলে যাবে।
Congratulations, ফেসবুক আইডি নষ্ট করার প্রক্রিয়া সম্পুর্ণ হয়েছে। তবে একটা কথা মনে রাখবেন শুরুতে বলেছি ফেসবুক আইডি স্থায়ীভাবে ডিলিট হতে 14 দিন থেকে 90 দিন অবদি সময় লাগে।
সেহেতু একাউন্ট ডিলিট করার request করার পরে কম করে 30 দিনের মধ্যে Fb log in করবেন না।
30 দিনের মধ্যে ফেসবুক আইডি লগইন করলে আপনার ফেসবুক একাউন্ট আবার রিএক্টিভ হয়ে যাবে।
আশাকরি উপরে দেওয়া পদ্ধতি গুলো অনুসরণ করে Facebook Mobile App এর সাহায্যে আপনি আপনার ফেসবুক Account Delete করতে পারবেন।
কম্পিউটার থেকে ফেসবুক বন্ধ করার নিয়ম
এই পর্যন্ত আমরা জেনেছি মোবাইল দিয়ে ফেসবুক বন্ধ করার নিয়ম, এখন আমরা জানব কম্পিউটার এর মাধ্যমে কিভাবে ফেসবুক আইডি ডিলিট করতে হয়।
কম্পিউটার দিয়ে ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম মোবাইল দিয়ে ফেসবুক আইডি নষ্ট করার উপায় এর মতোই।
কম্পিউটারের সাহায্যে ফেসবুক ডিলিট করার পদ্ধতি গুলো স্টেপ by Step দেওয়া হলো
Step 1. প্রথমে কম্পিউটার যে কোন একটা Browser open করে নিজের Facebook Users Name এবং Facebook Password দিয়ে লগইন করুন।
Step 2. Log in করার পরে ডানদিকে একেবারে উপরে ” Down Arrow icon” এ click করুন।
Step 3. Down arrow icon এ ক্লিক করার পরে কিছু গুরুত্বপূর্ণ অপশন আসবে তার মধ্যে আপনি একটি “Setting ‘ option থাকবে, সেখানে ক্লিক করবেন।
Step 4. Setting option এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও কিছু অপশন আসবে। তার মধ্যে তিন নম্বরে “Your Facebook Information ” বাটনে ক্লিক করবেন।
Step 5. Your Facebook Information এ ক্লিক করার পরে যে পেইজ খুলবে সেখানে সবচেয়ে নিচে ” Deactivation & Deletion ‘ অপশনে ক্লিক করতে হবে।
Step 6. Deactivation & Deletion অপশনে ক্লিক করার পরে আপনার সামনে দুটো অপশন আসবে, তার মধ্যে আপনি ” Permanently Delete Account ” অপশন select করে “Continue to Account Deletion ” বাটনে Click করুন।
Step 7. Continue to Account Deletion এ Click করার পরে যে page open হবে সেখানে “Delete Account ” বাটনে ক্লিক করতে হবে।
Step 8. ডিলিট একাউন্ট অপশনে ক্লিক করার পরে, যে পেজ open হবে সেখানে ফেসবুক পাসওয়ার্ড চাওয়া হবে। এখানে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিতে হবে। ফেসবুক পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই একাউন্ট ডিলিট করার অনুরোধ ফেসবুকের কাছে চলে যাবে।
আশাকরি উপরে দেওয়া ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম গুলো অনুসরণ করে computer এর মাধ্যমে আপনি আপনার ফেসবুক একাউন্ট ডিলিট করতে পারবেন।
আশাকরি, আমি আপনারদের বোঝাতে পেরেছি কিভাবে mobile এবং কম্পিউটার এর সাহায্যে FB id delete করতে হয়।
তারপরে ও যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব।
আর যদি এই পোস্টের মাধ্যমে আপনি উপক্রিত হয়ে থাকেন তবে অবশ্যই পোস্ট টি সোসাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে share করবেন,যাতে আপনার বন্ধুরা ও জানতে পারে ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম।
ফেসবুক একাউন্ট ডিলিট প্রক্রিয়া বন্ধ করা যাবে কি?
অবশ্যই আপনি আপনার ফেসবুক আইডি নষ্ট করার প্রক্রিয়াটি বন্ধ করতে পারবেন। কিন্তু আপনাকে স্থায়ীভাবে ফেসবুক একাউন্ট ডিলিট হওয়ার আগে প্রক্রিয়া বন্ধ করতে হবে।
কিভাবে ফেসবুক আইডি ডিলিট প্রক্রিয়া বন্ধ করব?
Facebook Delete প্রক্রিয়া বন্ধ বা ফেসবুক আইডি ফিরে পাওয়ার জন্য আপনাকে ডিলিট প্রক্রিয়া সম্পুর্ণ হওয়ার আগে ফেসবুক একাউন্টে লগইন করতে হবে।ফেসবুকে লগইন করার পরে “Cancel Deletion ” লেখা অপশন আসবে। আপনাকে “Cancel Deletion ” বাটনে ক্লিক করতে হবে।
2 thoughts on “কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করব – ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম”