টুইটার একাউন্ট – টুইটার ব্যবহারের নিয়ম – আমরা সকলেই জানি টুইটার ফেসবুকের মতো একটা সোসাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। আশাকরি বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে সবাই ফেসবুক এবং টুইটারের মতো জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইটে নিজের একাউন্ট তৈরি করে রেখেছে।
আজকের এই পোস্টটি আপনি পড়ছেন এর অর্থ আপনি আপনার টুইটার একাউন্ট খুলে নিয়েছেন । কারণ আজকের এই পোস্টে আমরা টুইটার ব্যবহারের নিয়ম নিয়ে আলোচনা করব। কিভাবে টুইটার একাউন্ট ব্যবহার করতে হয়।
আর যদি আপনি এখনো টুইটার একাউন্ট না খুলে থাকেন । তাহলে নিচে দেওয়া লিংকে গিয়ে টুইটার একাউন্ট খোলার নিয়ম জানতে পারবেন। আরও জানতে পারবেন টুইটার কি, টুইটারের কাজ কি, টুইটার কিভাবে চালাতে হয় এবং কিভাবে টুইটার একাউন্ট খুলতে হয়।
Also Read:
টুইটার কি? কিভাবে টুইটার একাউন্ট খুলবেন?
টুইটার ব্যবহারের নিয়ম ফেসবুকের মতো সহজ সরল নয়। যখন কোনো নতুন টুইটার ব্যবহারকারী প্রথমবার টুইটার ব্যবহার করতে শুরু করে। তখন সেই টুইটার ব্যবহার কারী টুইটার ব্যবহারের নিয়ম না জানার জন্য টুইটার একাউন্ট ব্যবহার করতে পারেনা। ফলস্বরূপ সে টুইটার ব্যবহার করা ছেড়ে দেয়।
তাই আজকে সেই সব বন্ধুদের কথা ভেবে আমি Top 20 টুইটার ব্যবহারের নিয়ম বা টুইটারের শর্টকাট কৌশল নিয়ে আলোচনা করব। সেই শর্টকাট কৌশল গুলি অনুসরণ করে টুইটার ব্যবহার করুন আপনার এতোটা ভাল লাগবে যে আপনি ফেসবুক কে ও ভুলে যাবেন।
যদি আপনি নিজের টুইটার একাউন্ট, টুইটার ব্যবহারের নিয়ম গুলো অনুসরণ করে করেন তবে খুব সহজে আপনি নিজের টুইটার অ্যাকাউন্টের পরিচালনা করতে সক্ষম হবেন।
টুইটার একাউন্ট টুইটার ব্যবহারের নিয়ম – Top 20 টুইটার শর্টকাট ট্রিক :
প্রথমেই বলেছি সঠিক টুইটার ব্যবহারের নিয়ম জানলে ফেসবুক ছেড়ে সব সময় টুইটার ব্যবহার করবেন। টুইটার ব্যবহারের নিয়ম গুলো নিচে আলোচনা করা হল। আশাকরি এই Twitter’s এর নিয়ম গুলো আপনাকে ভালো লাগবে।
1.Home Page ( GH ):
অনেক সময় কি হয় আমরা Twitter use করতে করতে টুইটারের অন্য পেজে চলে যায় । যদি আপনি টুইটারের অন্য পেজ থেকে Home page এ ফিরে আসতে চান। তবে আপনাকে কম্পিউটারের কিবোর্ডেে G + H press করতে হবে। এর অর্থ হলো কম্পিউটার কিবোর্ডে G এবং H button কে কিছুক্ষণ এক সঙ্গে press করে রাখলে আপনি সংগে সংগে আপনার টুইটার একাউন্টের Home Page এ চলে আসবে।
2.New Tweet ( N ):
যদি আপনি টুইটারে নতুন টুইট করতে চান, কম্পিউটারের কিবোর্ডএর N button press করুন। প্রেসস লরলে সংগে সংগে নিউ টুইট বক্স খুলে যাবে এবং আপনি নিউ টুইট করতে পারবেন।
3.Retweet ( T ):
যদি আপনি কোনো টুইট এর রিটুইট করতে চান, তবে T press করুন। T price করলে আপনার সামনে রিটুইটের option open হয়ে যাবে।
4.Next tweet ( J ):
ধরুন আপনি একটা টুইট পড়ছেন, এখন আপনি Next Tweet পড়তে চাইছেন। এর জন্য আপনাকে J Button pressকরতে হবে।
5.Previous Tweet ( K ):
Next Tweet এর মতোই Previous tweet এ যাওয়ার জন্য K Button Press করুন।
6.Block USER ( B ):
ফেসবুকের মতো টুইটারে ও কিছু user আছে যারা সব সময় Tag করতে থাকে। সেই সব user কে block করার জন্য ফেসবুকে অনেক গুলি Step follow করতে হয় । কিন্তু টুইটারে তাদের কে ব্লক করার জন্য কেবলমাত্র B Button used করতে হবে।
7.Like ( L ):
Jodiযদি আপনি কোন tweet like করতে চান তবে direct L button press করে like করতে পারবেন।
8.Expand Photo ( O ):
যদি আপনি twitter এর কোন photo open করতে চান তবে ‘O’ button press করুন
9.Close All Open Tab ( C ):
যদি আপনি মনে করেন যে অনেক গুলি tweet একসঙ্গে open করে দিয়েছেন তবে ‘ C ‘ button press করে একসঙ্গে সব tweet বন্ধ করতে পারবেন .
10.Notification ( GN ):
Notification page এ যাওয়ার জন্য G এবং N button একসঙ্গে press করে টুইটারের notification page এ যেতে পারবেন।
11.Profile ( GP ):
যদি আপনি shortcuts tricks এর সাহায্য নিয়ে direct কোন page থেকে direct নিজের profile এ যাতে চান তবে G and P button একসঙ্গে press করুন।
12.Mntion (GR ):
যদি আপনি জানতে চান টুইটারে কে আপনাকে নিজের টুইটে mention করেছে ,তবে G এবং R button এক সাথে press করুন। আপনাকে যত জন mention করেছে তাদের tweet এর list আপনার সামনে চলে আসবে
13.Message (GM ):
যদি আপনি অন্য কোন টুইটার একাউন্ট holder কে message send করতে চান অথবা message open করতে চান তবে G and M button এক সাথে press করুন। press করার পরে একটা new page খুলবে সেখানে message list এবং new message write করার option থাকবে।
14.List ( GI ):
যদি আপনি নিজের follow করা list open করতে চান তবে G and I button একসঙ্গে press করুন .
15.Setting ( GS ):
Jodi apni direct twitter er setting ye jete chan tobe G ebong S button press kore thakben.
16.Goto User ( GU ):
যদি twitter এ আপনি কোন লোককে search করতে চান অথবা নিজের friends এর profile open করতে চান তবে G and U button press করুন। press করার পরে search box open হয়ে যাবে।
17.Page Down ( Space ):
Computer এ page down করার জন্য mouse use করি but twitter এ page down করার জন্য ‘ SPACE ‘ button use করতে পারবেন।
18.Load New Tweet ( Fullstop ):
যদি আপনি apni টুইটারে read করতে করতে অনেক নিচে চলে আসেন .এবার top এ যাওয়ার জন্য direct fullstop ( . ) button press করে new tweet এর option এ চলে আসবে।
19.Tweet Details ( ENTER ):
Twitter এ সবার tweet short হয় । যদি আপনি full tweet read করতে চান তবে ‘ ENTER ‘ button press করুন।
20.Search ( / ):
গুগল এবং ফেসবুকে search করার জন্য search box এ click করতে হয় but twitter এ search করার জন্য ” / ” button press করে direct search box এ চলে যেতে পারবেন।
আশাকরি উপরে টুইটার ব্যবহারের নিয়ম গুলো বলা হয়েছে। সেই গুলো follow করে টুইটার ব্যবহার করে দেখবেন। Twitter use korar top most useful shortcuts tricks post টি কেমন লাগলো comment করে জানাবেন।
2 thoughts on “টুইটার একাউন্ট ব্যবহারের সেরা ২০ টি নিয়ম”