কীভাবে ফেসবুকে সমস্ত প্রেরিত বন্ধুর অনুরোধ বাতিল করবেন – সামাজিক যোগাযোগের ওয়েবসাইট সম্পর্কে কথা বললে, ফেসবুক সবার শীর্ষে রয়েছে কারণ ফেসবুক আপনাকে পরিচালনা করার প্ল্যাটফর্ম দিয়ে থাকে। ফেসবুকে আপনি আপনার ইচ্ছে মতো একাউন্ট manege, ডিলিট এবং ক্যান্সেল করতে পারবেন।
যখন আমরা নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি তখন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এর সঠিক ধারণা থাকে না এবং আমরা ফেসবুককে ভাল ভাবে ব্যবহার ও করতে পারি না। ফলস্বরূপ, আমরা বেশি করে ফ্রেন্ড রিকুয়েষ্ট প্রেরণ করতে থাকি এবং বেশি ফ্রেন্ড রিকুয়েষ্ট প্রেরণের জন্য আমাদের Fb অ্যাকাউন্ট কয়েক দিনের জন্য ব্লক হয়ে যায়। তখন আমরা আর বন্ধুদের অনুরোধ প্রেরণ করতে পারি না।
আপনি কি জানেন ফেসবুকে 1000 এর বেশি pending friends request রাখা যাবে না।যদি আপনার 1000 Friends request pending থাকে, তবে আপনি নতুন ফ্রেন্ড রিকুয়েষ্ট সেন্ট করতে পারবেনা।
আরও পড়ুন: কিভাবে ফেসবুকে ব্লক এবং আনব্লক করতে হয়।
সেহেতু এই Pending friends request গুলো cancel করে দেওয়া উচিত। Friend request cancel করে নতুন রিকুয়েষ্ট প্রেরণ করতে পারবেন।
এখনো অনেক বন্ধু আছে যারা জানেনা কিভাবে ফেসবুক পেন্ডিং ফ্রেন্ড রিকুয়েষ্ট cancel করতে হয়।তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি আপনার প্রেরণ করা সমস্ত ফ্রেন্ড রিকুয়েষ্ট এক সাথে ডিলিট করবেন।
কীভাবে ফেসবুকে সমস্ত প্রেরিত বন্ধুর অনুরোধ বাতিল করবেন – Facebook Sent Friend Request Cancel করার উপায়
এখন আমরা জানব কীভাবে আপনি ফেসবুকে সমস্ত প্রেরিত বন্ধুর অনুরোধ বাতিল করবেন। আমাদের বর্ণিত টিউটোরিয়াল এর সাহায্যে আপনি ফোন এবং কম্পিউটার উভয় এর মাধ্যমে প্রেরিত বন্ধুর অনুরোধ বাতিল করতে পারবেন করতে পারেন, কেবলমাত্র আমাদের দেওয়া কিছু টিপস আপনাকে অনুসরণ করতে হবে, যাতে আপনি আপনার সমস্ত ফেসবুক বন্ধুকে ভালভাবে পরিচালনা করতে সক্ষম হবেন।
আপনি যার কাছে বন্ধুর অনুরোধ প্রেরণ করেছেন তার অ্যাকাউন্টে গিয়ে বন্ধুর অনুরোধ বাতিল করতে পারবেন, তবে এর জন্য আপনাকে তাদের প্রত্যেকের নাম মনে রাখতে হবে।
আর এতজনের নাম মনে রাখা সম্ভব না। যদি নাম মনে না থাকে তবে নিচে ফ্রেন্ড রিকুয়েষ্ট ডিলিট করার পদ্ধতি গুলো আলোচনা করা হয়েছে।
পড়ুন : কিভাবে ফেসবুক একাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে হয়।
নিম্নে বর্ণিত প্রেরিত বন্ধুর অনুরোধ বাতিল করার নিয়ম গুলো অনুসরণ করে খুব সহজে ফেসবুকে sent করা Friend request cancel করতে পারবেন।
Step 1. প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারে যেকোনো ব্রাউজার ওপেন করে নিজের ফেসবুক ইউজার আইডি এবং password দিয়ে লগইন করুন।
Step 2. ফেসবুকে লগইন করার পরে Friends sign এ ক্লিক করুন। নিচে দেওয়া Screenshot এর মতো।
Step 3. Friends অপশনে ক্লিক করার পরে নিচে দেওয়া ফটো এর মতো পেজ খুলবে এখানে “Down Arrow” অপশনে ক্লিক করুন। বুঝতে অসুবিধে হলে নিচে দেওয়া ইমেজ দেখেনিন।
Step 4. Down Arrow অপশনে ক্লিক করলে একটা একটা নতুন অপশন থাকবে, যেখানে লেখা থাকবে ” View sent requests ” এখানে ক্লিক করুন।
Step 5. View sent requests অপশনে ক্লিক করার পরে, একটি নতুন পেজ খুলবে যেখানে আপনার প্রেরিত অনুরোধের একটা তালিকা থাকবে।এখান থেকে একটা একটা করে সমস্ত sent করা ফ্রেন্ড রিকুয়েষ্ট cancel করতে পারবেন।
যদি আপনি বন্ধুর অনুরোধ পাঠাতে না পারেন। তবে, আপনার সমস্ত মুলতুবি থাকা অনুরোধ বাতিল করে আপনি নতুন করে বন্ধুত্বের অনুরোধ পাঠাতে পারবেন।
এইভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রেরিত ফ্রেন্ড রিকোয়েস্ট যাচাই করতে এবং আপনি যে ফেসবুক ফ্রেন্ড রিকুয়েস্টটি মুছে ফেলতে বা এখান থেকে বাতিল করতে চাইলে বাতিল ও করতে পারি।
আমি আশা করি আপনি এই পোস্টটি পছন্দ করবেন এবং এই পোস্টের মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, যদি আপনি এই পোস্টটি পছন্দ করে থাকেন, তবে অবশ্যই সোসাল মিডিয়ায় আপনার বন্ধুদের সাথে share করুন।
Also Reads:
পড়ুন ইমেইল কি এবং ইমেইল এর বিস্তারিত ইতিহাস।