Facebook Username change – হ্যালো বন্ধুরা, HelpWB.com এ স্বাগতম আজ আমরা জানব কীভাবে Facebook Username Change করতে হয় এবং ফেসবুক পেজের ইউজারস নেম কীভাবে পরিবর্তন করতে হয়।
বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তির সন্ধান করা কঠিন। কারণ ফেসবুক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট। যেখানে লক্ষ লক্ষ লোক নিজের অ্যাকাউন্ট তৈরি করেছেন।
ফেসবুকে প্রায় 2.45 বিলিয়ন অ্যাকাউন্ট রয়েছে এবং এর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে, যা ফেসবুক কে world এর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণত করেছে।
আপনি কি জানেন যে ফেসবুকে এমন অনেক আইডি রয়েছে, যার নাম হয় ভুল বা ফেক, অনেক সময় এমন হয় যে লোকেরা তাদের নামের সাথে একটি ডাক নামও রাখে।
তাই কিছু লোক কেবল তাদের নামের সাথে যুক্ত অক্ষরগুলি ফেসবুকে রাখেন, তবে ফেসবুক চাই আপনি আপনার প্রোফাইলের সাথে সঠিক নামটি রাখুন।
আরও জানুন : কিভাবে ফেসবুক একাউন্ট খুলতে হয়।
How to Change Facebook Username – কিভাবে ফেসবুক ইউজারস নেম চেঞ্জ করতে হয়।
Facebook User name change করার পদ্ধতি জানার আগে আমাদের কয়েকটি বিষয় জানা উচিৎ। সেই গুলো হল- ইউজারস নেম কি, ফেসবুক ইউজার নেম কি, ইউজারস নেম মানে (অর্থ) কি?
ইউজার নেম কি – ইউজারস নেম মানে কি
প্রথমে আমরা জানব ইউজার নেম এর অর্থ কি? Usernames হল এমন একটি নাম যা কম্পিউটার সিস্টেমের যে কোন লোক কে আলাদা করে সনাক্ত করতে পারে।
উদাহরণ হিসেবে বলা যায়, ফেসবুকের প্রতিটি অ্যাকাউন্টের জন্য পৃথক পৃথক FB username রয়েছে। আর এই ইউজারস নেম ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারি নিজের ফেসবুক একাউন্টে লগইন এবং বিভিন্ন প্রকারের setting করতে পারবে।
সহজ ভাবে বলতে পারি, ইউজার নেম হল একটি identification id যার সাহায্যে আমরা আমাদের কম্পিউটার এবং নেটওয়ার্ক অ্যাক্সেস করি।
এক কথায় আমরা online পরিষেবা ব্যবহারের জন্য যে ব্যক্তিগত প্রোফাইল আইডি ব্যবহার করে থাকি তা হল Usernames.
Also Read : কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় – ধাপে ধাপে আলোচনা করা হয়েছে।
ফেসবুক ইউজার নেম কি?
FB user name হল একটি Unique Identification id যা দিয়ে আমরা আমাদের fb id লগ ইন এবং ফেসবুক পেজ লগইন করতে পারি।
Facebook Username নতুন করে তৈরি করার প্রয়োজন নেই। যখন আমরা ফেসবুক একাউন্ট ওপেন করি তখন ফেসবুক আমাদের একটা Unique id দিয়ে থাকে।
যা আপনার ফেসবুক নামের সংগে মিল কিছু word এবং অনেক গুলো নাম্বার থাকে।
উদাহরণ : ” https://www.facebook.com/100022547878568 ” এটি একটি Facebook username এর উদাহরণ যা ফেসবুক আমাদের দিয়ে থাকে।
কিন্তু আমরা এই Facebook username change অথবা ফেসবুক পেজ ইউজার নেম খুব সহজে পরিবর্তন করে, নিজের পছন্দের ইউজারস নেম set করতে পারব।
যেমন আমার Facebook page username change করে নতুন ইউজার নেম হল- https://www.facebook.com/HelpWB.
ফেসবুক ইউজারস নেম এর প্রয়োজনীয়তা
এতক্ষণে আমরা জেনেছি User name কি এবং ফেসবুক ইউজারস নেম এর অর্থ কি। FB user name আমাদের একটা ইউনিক identification id যা দিয়ে direct ফেসবুক লগ ইন করতে পারি।
যখন আমরা Facebook accounts তৈরি করি, তখন Email id অথবা Phone numbers ব্যবহার করে থাকি। ফেসবুক লগইন করার সময় ও আমাদের এই Email id অথবা ফোন নাম্বার দিয়ে ফেসবুক লগ ইন করতে হয়।
অনেক সময় আমাদের public place এ ফেসবুক লগইন করার প্রয়োজন পরে, তখন ফেসবুক ইউজারস নেম দিয়ে FB id log in করতে পারবেন। তাই Facebook username change করে নেওয়া উচিৎ।
Facebook username এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, সেই ব্যবহার গুলো নিচে তুলে ধরা হলো –
- শুরুতেই বলেছি Facebook user name আমাদের একটা unique Identification id. Default FB username অনেক বড়ো হয়।কিন্তু নিজে ছোট করে ফেসবুক ইউজারস নেম চেঞ্জ করলে মনে রাখতে সুবিধা হয়।
- Email id অথবা মোবাইল নম্বর এর পরিবর্তে user id দিয়ে Facebook log in করতে পারবেন।
- Facebook Username change করে নেওয়ার ফলে আমাদের Facebook Profile Google Search এ চলে আসবে।
- ফেসবুকে একই নামের অনেক লোক আছে ফেসবুক ইউজারস আইডি সেট করার ফলে আপনার ইউজারস আইডি দিয়ে কেউ সার্চ করলে আপনার ফেসবুক আইডি open হয়ে যাবে।
Also Reads: ইমেইল কি এবং ই-মেইল এর ইতিহাস।
Facebook Username Change করার নিয়ম
বর্তমানে ফেসবুক ইউজার নেম চেঞ্জ করা খুব সহজ হয়েছে। যে কেউ খুব সহজেই নিজের ফেসবুকের user name change করতে পারবে।
যেহেতু বেশিরভাগ লোকে স্মার্টফোন ব্যবহার করে থাকে, তাই আজকে আমরা জানব mobile phone এর ব্যবহার করে কিভাবে ইউজার নেম চেঞ্জ করতে হয়।
ফেসবুক ইউজারস আইডি পরিবর্তন করার দুটো পদ্ধতি বলব।আপনার যে পদ্ধতি সহজ মনে হবে সেই পদ্ধতি অনুসরণ করে ফেসবুক ইউজারস নেম চেঞ্জ করতে পারবেন।
প্রত্থম পদ্ধতি : Facebook App open করে User id Change
Step 1. প্রথমে মোবাইল install FB app open করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
Step 2. Log in করার পরে ফেসবুকের ‘ Menu ‘ অপশনে গিয়ে অনেক গুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে “ Help & Support ” অপশনে ক্লিক করার পরে আপনার সামনে আবার অনেক গুলো অপশন আসবে কিন্তু আপনি ” Help Center ” অপশনে ক্লিক করবেন। নিচে দেওয়া photo এর মতো।
Step 3. ” Help Center ” অপশনে ক্লিক করার পরে যে নতুন পেজ টি ওপেন হবে, সেখানে ” Account Setting ” বাটনে ক্লিক করুন।
Step 4. “Account Setting ” অপশনে ক্লিক করার পরে নিচে দেওয়া স্ক্রিনশট এর মতো অপশন আসবে, সেখানে ” Your Username ” option এ Click করুন।
Step 5. Click করার পরে একটা নতুন পেজ খুলবে, সেখানে ‘ How are username and user IDs used on Facebook Profiles? ” অপশন ক্লিক করুন। তার পরে “Create a Username ” অপশনে ক্লিক করুন।
Step 6. তারপরে আপনার সামনে Facebook ইউজার নেম থাকবে। এখন আপনি নিজের পছন্দ মতো ইউজার নেম সেট করে Save করে দিন।
দ্বিতীয় পদ্ধতি: Facebook Messenger open করে Facebook Username change
Facebook Messenger এর সাহায্যে ফেসবুকের ইউজারস নেম পরিবর্তন করার জন্য নিচে দেওয়া step গুলো অনুসরণ করুন।
Step 1. প্রথমে মোবাইলে install ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন।
Step 2. ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ওপেন করে প্রোফাইল icon এ ক্লিক করুন।
Step 3. Profile Icon এ ক্লিক করার পরে নিচে দেওয়া ফটো এর মতো একটা পেজ খুলবে।সেখানে প্রথমে ” Username ” click করুন। ক্লিক করলেই ” Edit Username ” অপশন আসবে, সেখানে ক্লিক করুন।
Step 4. Edit Username অপশনে ক্লিক করে নিজের পছন্দের ইউজার নেম দিয়ে Save Changes বাটনে ক্লিক করুন। যদি ইউজারস নেম available না থাকে তবে একটি available Username Select করে Save Changes বাটনে ক্লিক করুন।
Congratulation, আপনার Facebook username set হয়ে গেছে। তবে একটা কথা মনে রাখবেন ফেসবুক ইউজার নাম সেট করার পরে মাত্র একবার ইউজারস নেম Edit করতে পারবেন।
তাই Facebook username change করার সময় ভালো ভাবে চিন্তা ভাবনা করে ফেসবুক ইউজার নেম সেট করবেন।
ফেসবুক মেসেঞ্জার এর সাহায্যে Facebook page username change করতে পারবেন। ফেসবুক পেজের ইউজারস নেম চেঞ্জ করার জন্য messenger অ্যাপ ওপেন করে ফেসবুক পেজ এর profiles select করে উপরে দেওয়া পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে।
আশাকরি পোস্ট টি আপনার ভালো লেগেছে এবং আপনি এর মাধ্যমে উপক্রিত হয়েছেন।যদি ফেসবুকের ইউজারস নেম পরিবর্তন করতে কোন অসুবিধে হয়, তবে অবশ্যই comment করে জানাবেন।
পোস্ট টি ফেসবুক বন্ধুদের সঙ্গে share করবেন যেন আপনার বন্ধুরা ও জানতে পারে কিভাবে ফেসবুক ইউজার নেম পরিবর্তন করতে হয়।
আরও পড়ুন :
কিভাবে টুইটার একাউন্ট খুলতে হয়।
জানুন কিভাবে ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করতে হয়।
পড়ুন কিভাবে ফেসবুক পেজ ফ্রী প্রমোট বা জনপ্রিয় করতে হয়।
Discover more from HelpWB
Subscribe to get the latest posts sent to your email.
1 thought on “কিভাবে Facebook Username Change করতে হয়”