কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করতে হয় – ফেসবুক ডিএক্টিভ করার নিয়ম

কিভাবে ফেসবুক ডিএক্টিভ করতে হয় – ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম : Hello বন্ধুরা helpwb.com এ সবাইকে স্বাগত জানায়। আমাদের এই দৈনন্দিন জীবনে প্রতি মূহুর্তে আমরা Social media এর ব্যবহার করে থাকি। আর এই সোসাল মিডিয়া গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে হল ফেসবুক।

বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের ফেসবুকের প্রতি এত আসক্তি হয়েছে, যে তারা বেশির ভাগ সময় ফেসবুকে নিয়ে বসে থাকে। সময় মতো নিজের লেখা পড়া ও করেনা এমনকি বাবা মা কিছু বললে তাদের কথাই কোন প্রতিক্রিয়া করেনা, মনে হয় কিছু শুনতেই পায়নি।

ছোটদের কথা কি বলব বড়োদের ও ফেসবুকের নেশা অনেক বেশি। ফেসবুকের প্রতি আমরা এতটাই পাগল হয়েছি যে আমরা নিজে কাজকর্ম সঠিক সময়ে করে উঠতে পারিনা।

কাজ করতে করতে হঠাৎ কোন বন্ধু message করল অথবা photo, video শেয়ার করল আমরা সঙ্গে সঙ্গে মোবাইল হাতে নিয়ে কাজকর্ম, পড়াশোনা ছেড়ে ফেসবুক নিয়ে বসে যায়।

তাই বিশেষ করে ছাত্র-ছাত্রীদের Exams এর সময়ে ফেসবুক ডিএক্টিভ করে দেওয়া উচিৎ। যাতে করে তারা মনযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফলাফল করতে পারে।

অনেকে ফেসবুক ডিএক্টিভ করার চেষ্টা করে কিন্তু সঠিক নিয়ম না জানার জন্য Facebook accounts Deactivate করতে পারেনা।

তাই আজকে এই পোস্টে আমরা জানব কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করতে হয়। পোস্টটি সম্পুর্ণ পড়ার পরে ফেসবুক আইডি ডিএক্টিভ করার সঠিক নিয়ম জানতে পারবেন।

কিভাবে ফেসবুক ডিএক্টিভ করতে হয় (How to Deactivated Facebook account)

এখন আমরা আমাদের মূল আলোচ্য বিষয় ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা জানব ফেসবুক আইডি ডিএক্টিভ অর্থ কি বা ফেসবুক ডিএক্টিভ করলে কি হয়।

ফেসবুক আইডি ডিএক্টিভ করলে কি হয়

এখন আমরা জানব ফেসবুক আইডি ডিএক্টিভ করলে কি হয়। ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করার অর্থ এই না যে আপনার ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে, Fb id deactivated করলে কিছু দিনের জন্য আপনার একাউন্ট ফেসবুকে খুঁজে পাওয়া যাবে না।

ডিএক্টিভ ফেসবুক আইডি কে যে কোন সময় লগইন করে রিএক্টিভ করতে পারবেন।বেশি কথা না বলে দেখা নেওয়া যাক ফেসবুক আইডি ডিএক্টিভ করলে কি হয়।ফেসবুক আইডি ডিএক্টিভ করলে তেমন কোনো অসুবিধে হয় না।তার পরে ও কিছু অসুবিধা হয় সেই গুলো নিচে তুলে ধরা হল –

  1. Facebook account Deactivate করলে কেউ আপনার Timeline এর photo, video, status দেখতে পাবেনা।
  2. ফেসবুক ডিএক্টিভ করার পরে কোন মতেই সার্চ করে আপনাকে ফেসবুকে খুঁজে পাওয়া যাবে না।
  3. কেউ আপনাকে ফ্রেন্ড request send করতে পারবে না।
  4. যদি আপনি কোন ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ এর এডমিন হয়ে থাকেন, তবে automatic আপনি এডমিন পদ থেকে রিমুভ হয়ে যাবে।
  5. Facebook id deactive করার 90 দিনের মধ্যে লগ ইন না করলে আপনার ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে।
  6. Facebook id deactivate করার পরে ও আপনি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন, তবে এর জন্য আপনাকে ফেসবুক আইডি Deactivate করার সময় টিক করতে হবে।

মোবাইল থেকে ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম

বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে খবর নিয়ে দেখলে প্রতিটি বাড়িতে একটা থেকে দুইটা স্মার্টফোন পেয়ে যাবেন। তাই প্রথমে মোবাইল এর সাহায্যে কিভাবে Facebook account deactivate করতে হয় জানব তার পরে জানব কম্পিউটার এর মাধ্যমে Facebook id deactivate করার উপায়।

মোবাইল এর মাধ্যমে ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করার পদ্ধতি গুলো স্টেপ by স্টেপ নিম্নে বিস্তারিত ভাবে আলোচনা করা হল –

Step 1. প্রথমে মোবাইল ইন্সটল ফেসবুক অ্যাপ ওপেন করে নিজের ফেসবুক ইউজারস আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

Step 2. লগ ইন করার পরে ডান দিকের উপরে তিনটি বারে ক্লিক করুন।

ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম

তিনটি বারে ক্লিক করার পরে “Setting &Privacy ” options , দেখতে পাবেন।এই “Setting & Privacy” অপশনে ক্লিক করুন।

Step 3. Setting & Privacy অপশনে ক্লিক করার পরে একটা নতুন মেনু খুলবে সেখানে “Setting ” বাটনে ক্লিক করুন।

Step 4. Setting অপশনে ক্লিক করার পরে একটা নিউ পেজ ওপেন হবে সেখানে অনেক গুলো হেডিং থাকবে তার মধ্যে ” Your Facebook Information ” Heading এ যাবেন সেখানে কয়েকটি সাবহেডিং থাকবে তার মধ্যে “Account Ownership and Control ” অপশনে ক্লিক করবেন।

Step 5. Account Ownership and Control এ ক্লিক করার পরে যা page টি খুলবে সেখানে তিনটি বিকল্প থাকবে। এই তিনটি বিকল্পের মধ্যে “Deactivation and Deletion ” অপশনে ক্লিক করবেন।

Step 6. Deactivation and Deletion অপশনে ক্লিক করার পরে যে page টি open হবে সেখানে Deactivate Account এবং Delete Account দুটো অপশন থাকবে।

ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম

যেহেতু আপনি আপনার ফেসবুক ডিএক্টিভ করবেন সেহেতু আপনি “Deactivate Account” অপশনে টিক করে “Continue to Account Deactivation ” বাটনে ক্লিক করুন।

Step 7. Continue to account Deactivation বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হবে সেখানে আপনি নিজের Facebook account এর পাসওয়ার্ড দিয়ে “Continue ” করলেই ফেসবুক ডিএক্টিভ হয়ে যাবে।

উপরে দেওয়া এই 7 টি Step অনুসরণ করে ফেসবুক মোবাইল অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার ফেসবুক ডিএক্টিভ করতে পারবেন।

একটা কথা মনে রাখবেন ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করলে আপনার একাউন্ট পারমানেন্টলি ডিলিট হবে না।ইউজারস নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই একাউন্ট রিএক্টিভ হয়ে যাবে।

আরও জানুন :- বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে – কিভাবে ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করতে হয়।

কম্পিউটারের মাধ্যমে ফেসবুক ডিএক্টিভ করার নিয়ম

এতক্ষণে আমরা জেনেছি স্মার্টফোনের সাহায্যে কিভাবে ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করতে হয়। এখন আমরা জানব কম্পিউটার এর মাধ্যমে কিভাবে Facebook id Deactivate করতে হয়।

কম্পিউটার এর সাহায্যে Facebook id deactivate করার নিয়ম মোবাইল দিয়ে ফেসবুক ডিএক্টিভ করার মতোই।নিম্নে কম্পিউটার দিয়ে Facebook Deactivate করার পদ্ধতি গুলো step by step তুলে ধরা হল –

Step 1. প্রথমে কম্পিউটারে যে কোন ইন্টারনেট browser open করে Facebook এর Home page খুলে নিজের Facebook user name এবং Password দিয়ে লগ ইন করুন।

Step 2. তারপরে right side এর উপরে “ Down Arrow Icon” ক্লিক করুন।

Step 3. Down Arrow Icon এ ক্লিক করার পরে কয়েকটি অপশন আসবে তার মধ্যে “Setting ” অপশনে ক্লিক করুন।

Step 4. Setting অপশনে ক্লিক করার পরে একটা পেজ ওপেন হবে সেখানে তিন নম্বর অপশন ” Your Facebook Information ” অপশনে ক্লিক করবেন।

Step 5. Your Facebook Information এ ক্লিক করার পরে একটা নতুন পেজ খুলবে সেখানে একেবারে নিচে ” Deactivation & Deletion ” অপশনে ক্লিক করুন।

Step 6. তারপরে যে পেইজ খুলবে সেখানে ” Deactivations” অপশনে টিক করে নিচে ” Continue to account deactivation ” বাটনে ক্লিক করুন।

Step 7. Finally, আপনার সামনে একটা নতুন পেজ open হবে, সেখানে আপনি নিজের Facebook আইডির পাসওয়ার্ড দিয়ে ” Continue ” বাটনে ক্লিক করুন।

Congratulations, কম্পিউটারের সাহায্যে ফেসবুক ডিএক্টিভ করার নিয়ম আপনি জেনে গিয়েছেন।

উপরে দেওয়া পদ্ধতি গুলো অনুসরণ করে খুব সহজে আপনি আপনার ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করতে পারবেন।

আশাাকরি আমি আপনাদের বোঝাতে পেরেছি মোবাইল এবং কম্পিউটার এর মাধ্যমে কিভাবে Facebook accounts deactivate করতে হয়।

তারপরে ও ডিএক্টিভ করতে কোন সমস্যা হয়, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো।

যদি পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই Social media sites এ বন্ধুদের সঙ্গে share করবেন যেন আপনার বন্ধুরা ও ফেসবুক আইডি ডিএক্টিভ করার উপায় গুলো বিস্তারিত ভাবে জানতে পারে।

Leave a Comment

error: Content is protected !!