ফেসবুক গ্রুপ টিপস অ্যান্ড ট্রিকস – Facebook group, ফেসবুকের এমন একটি পরিষেবা যার মাধ্যমে একেই বিষয়ে আগ্রহী লোকেরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকে। আর এই চর্চা তখন সম্ভব হবে যখন গ্রুপে মেম্বারের সংখ্যা বেশি থাকবে।
আগেকার দিনে গ্রুপের সদস্য বাড়ানো খুব সহজ ছিল। কারণ যেকোনো ফেসবুক ফ্রেন্ড কে add করলেই সে অটোমেটিক সে গ্রুপের সদস্য হয়ে যেত কিন্তু ফেসবুকের নতুন update আসার ফলে add করলেই গ্রুপের সদস্য হবে না, গ্রুপের সদস্য বানানোর জন্য তার পারমিশন নিতে হবে।তাই বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানো জটিল হয়েছে।
অনেকে ফেসবুক গ্রুপ তৈরি করার পরে ইন্টারনেটে সার্চ করে কিভাবে গ্রুপের মেম্বারের সংখ্যা বেশি করা হয়।তাদের কে বলি আর চিন্তা করার প্রয়োজন নেই। কারন আজকে আমি আপনাদের জন্য বেশ কয়েকটি ফেসবুক গ্রুপ টিপস নিয়ে এসেছি। যে টিপস গুলো অনুসরণ করে আপনি আপনার ফেসবুক গ্রুপ কে জনপ্রিয় করে তুলতে পারবেন।
ফেসবুক গ্রুপ টিপস অ্যান্ড ট্রিকস পোস্টটি পড়ছেন, তার মানে আপনার একটি ফেসবুক গ্রুপ রয়েছে।যদি না থাকে তবে জেনেনিন কিভাবে ফেসবুক গ্রুপ খুলতে হয়।
আপনি হয়ত ফেসবুক গ্রুপ খুলে নিয়েছেন কিন্তু গ্রুপের সেটিং কিভাবে করতে হয় তা জানা নেই, তাই লিংক দিলাম ফেসবুক গ্রুপের সেরা 9 টি সেটিংস।
So, ফ্রেন্ডস বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ফেসবুক গ্রুপের প্রয়োজনীয় টিপস অ্যান্ড ট্রিকস
ফেসবুক গ্রুপ টিপস অ্যান্ড ট্রিকস 2021
এখন আমরা আমাদের মূল আলোচ্য বিষয় ফেসবুক গ্রুপের টিপস অ্যান্ড ট্রিকস নিয়ে বিস্তারিত আলোচনা করব।তার আগে জানিয়ে রাখি ফেসবুক গ্রুপ টিপস অ্যান্ড ট্রিক কে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব।
প্রথম ভাগে ফেসবুক গ্রুপ ম্যানেজ করার টিপস এবং দ্বিতীয় ভাগে গ্রুপ মেম্বারসদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার টিপস অ্যান্ড ট্রিক গুলো জানব।
এই দুটি মেথড গ্রুপে apply করলে আপনার ফেসবুক গ্রুপের সদস্য সংখ্যা বিদ্যুৎ এর গতিতে বাড়তে থাকবে।
Facebook Group Managing Tips and Tricks
ফেসবুক গ্রুপের Moderator set করুন
যদি আপনি কোন বড়ো গ্রুপ পরিচালনা করে থাকেন, যেখানে অসংখ্য সদস্য রয়েছে। তাহলে অবশ্যই গ্রুপের জন্য মডেরাটর সিলেক্ট করুন।
কারণ আপনি ভালো ভাবে জানেন যে একজন ব্যক্তির পক্ষে সমস্ত রিকুয়েষ্ট ম্যানেজ করা সম্ভব নয়,তাই ফেসবুক গ্রুপের জন্য Group Moderator set করুন।
ফেসবুক গ্রুপের জন্য রুলস তৈরি করুন
গ্রুপের জন্য একটি আদর্শ নিয়মাবলি তৈরি করুন এবং এটি কে পিন কিরে দিন। যাতে নতুন এবং পুরাতন গ্রুপ মেম্বারস রা spam করতে না পারে।
গ্রুপের রুলসে প্রয়োজনীয় বিষয় গুলো ভালো ভাবে উল্লেখ করে দিন এবং এটাও mention করে দিন কেউ যদি গ্রুপের রুলস মেনে না চলে অথবা spam করার চেষ্টা করে। তবে তাদেরকে চিরদিনের জন্য ব্লক করে দেওয়া হবে।
যদি ফেসবুক গ্রুপ রুলস তৈরি করতে কোন সমস্যা হয়, তবে জেনেনিন কিভাবে গ্রুপের জন্য একটি আদর্শ নিয়মাবলি তৈরি করবেন।
গরুপের জন্য সঠিক category select করুন
গ্রুপ তৈরি করার পরে আপনার প্রথম কাজ হল গ্রুপের সঠিক ক্যাটেগরি সিলেক্ট করা।যদি গ্রুপ ক্যাটেগরি ঠিক হয় তবে গ্রুপের সদস্য দ্রুত গতিতে বাড়তে থাকবে।
এছাড়াও গ্রুপের জন্য একটি সুন্দর Description লিখুন, যাতে নতুন মেম্বার Description দেখে বুঝতে পারে গ্রুপ টি কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
প্রয়োজনে গ্রুপে tag ব্যবহার করুন।tag ব্যবহার করার পরে যদি কেই সার্চ করে তবে খুব সহজে খুঁজে পেয়ে যাবেন।
পোস্ট Publish করার আগে approval পরিসেবা অন করুন
যেকোনো গ্রুপে spam post বন্ধ করা জরুরি। কারন যে গ্রুপে যত বেশি ইস্পাম পোস্ট থাকবে সেই গ্রুপের popularity ধীরে ধীরে কমে যাবে।
গ্রুপ spam কমানোর জন্য পোস্ট publish করার আগে post approval পরিসেবা অন করুন। এই অপশন অন করার পরে কোন মেম্বার্স পোস্ট করলে সঙ্গে সঙ্গে published হবে না, যদি আপনি অনুমতি দেন তবেই publish হবে।
এছাড়া ও গ্রুপে এটাও সেট করতে পারেন, কে পোস্ট করবে এবং কে পোস্ট করবেনা। যদি এই পরিসেবা চালু করতে চান তবে আমাদের ফেসবুক গ্রুপ সেটিং পোস্ট টি পড়তে পারেন, উপরে লিংক দেওয়া হয়েছে।
গ্রুপ মেম্বারসদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার টিপস অ্যান্ড ট্রিক
এতক্ষণে আমরা ফেসবুক গ্রুপ ম্যানেজ করার টিপস অ্যান্ড ট্রিকস গুলো জানলাম। এখন আমরা ফেসবুক গ্রুপ মেম্বার দের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা এবং সদস্য সংখ্যা বাড়ানোর ফেসবুক গ্রুপ টিপস অ্যান্ড ট্রিক গুলো বিস্তারিত ভাবে আলোচনা করব।
গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ টিপস অ্যান্ড ট্রিকস গুলো নিচে তুলে ধরা হল –
- যখন আপনার গ্রুপে নতুন সদস্য যোগদান করবে, আপনি তাদের স্বাগত জানান। নতুন সদস্যদের স্বাগত জানানোর ফলে প্রথম দিন থেকেই তাদের সাথে একটি সংযোগ স্থাপন হয়। যার ফলে তারা গ্রুপের অন্যান্য সদস্যদের সাথে তাদের চিন্তাভাবনাগুলি সহজেই ভাগ করে নিতে পারে।
- আপনি আপনার নতুন সদস্যদের তাদের পরিচয় দিতে বলুন। এটি কথোপকথনটি শুরু করার জন্য এটি একটি দুর্দান্ত উপায়। যখন তারা তাদের পরিচয় দিবে, তখন তারা মনে করে গ্রুপের পক্ষ থেকে তাদের মূল্যবান বলে মনে করে। ফলে তারা পুরো দলটিকে একটি পরিবার হিসাবে বিবেচনা করে কারণ ভবিষ্যতে সদস্যদের সাথে জড়িত হওয়া তাদের পক্ষে সহজ হয়।
- গ্রুপ ক্যাটেগরির সঙ্গে মিলে যায় এমন প্রশ্ন, কুইজ পোস্ট করুন, দেখবেন তারা খুব সহজে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে।
- মাঝে মধ্যে গ্রুপে এমন প্রশ্ন করুন যে প্রশ্নের উত্তর yes or no অথবা যে প্রশ্নের আলাদা আলাদা অসংখ্য উত্তর হবে, ফলে তারা প্রত্যেকে নিজের নিজের মতামত দেওয়ার চেষ্টা করবে।
- মাঝে মধ্যে photo এর মাধ্যমে বিভিন্ন মহান ব্যক্তিদের বাণী share করুন।
- আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনার পোস্টের সময়সীমা সঠিক হয়েছে কিনা কারণ ভুল সময় নির্ধারণী করলে পোস্টের reach কমে যাবে। তাই পোস্ট করার জন্য একটা fixed সময় সিলেক্ট করুন।
এছাড়াও ফেসবুকের বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক রয়েছে।আশাবাদী এই টিপস গুলো অনুসরণ করে আপনি আপনার ফেসবুক গ্রুপের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন।
আশাকরি ফেসবুক গ্রুপ টিপস অ্যান্ড ট্রিকস পোস্টটি আপনাকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের সাথে সোসাল মিডিয়াতে share করবেন।
আরও পড়ুন :
- কিভাবে ফেসবুক পেজে অটো রিপ্লাই মেসেজ চালু করতে হয়।
- সেরা 200 টি আনকমন ফেসবুক গ্রুপের নাম।
- ফেসবুক আইডি সুরক্ষিত রাখা সেরা 9 টি উপায়।
Discover more from HelpWB
Subscribe to get the latest posts sent to your email.