Facebook id verify 2025, ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম – ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যা বর্তমানে বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই ব্যবহার করছে। যা ফেসবুককে সর্বাধিক জনপ্রিয় প্ল্যাটফর্মে পরিণত করেছে। কিন্তু হঠাৎ করে কোন কারণ বশত আমাদের ফেসবুক একাউন্ট ব্লক করে দেওয়া হয়। যদি ফেসবুক একাউন্টে এমন কোনো কাজ করা হয় যা আইনত নিষিদ্ধ, তবে ফেসবুকের পক্ষ থেকে আমাদের ফেসবুক আইডি বন্ধ, ব্লক এবং Facebook id disable করে দেওয়া হয়।
যদি আপনি চান আপনার ফেসবুক আইডি কোনো দিন ব্লক না হয় এবং আপনার ফেসবুক একাউন্ট চিরদিনের জন্য সুরক্ষিত থাকে। তবে আমি আপনাকে Suggest করব, 2 মিনিট সময় দিয়ে আপনি অবশ্যই নিজের Facebook id verify করেনিন।
যদি ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম আপনার জানা না থাকে তবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারন আজকে আমি ফেসবুক আইডি ভেরিফাই করার সহজ নিয়ম আপনাদের সঙ্গে share করতে চলেছি। তাই Verify Facebook account এর টিউটোরিয়াল টি ধৈয্য সহকারে সম্পূর্ণ পড়ুন।
কারণ এই টিউটোরিয়াল টি complete পড়ার পরে Facebook id verify করার নিয়ম এর সঙ্গে সম্পর্কিত সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
How to verify Facebook account – ফেসবুক আইডি ভেরিফাই করার সহজ নিয়ম।
অসংখ্য নতুন ফেসবুক ব্যবহারকারী রয়েছেন যাদের ফেসবুক আইডি ভেরিফিকেশনের কোনো ধারণা নেই, তারা জানেন না Facebook verification কি, ফেসবুক ভেরিফাই না করলে কি হয় এবং ফেসবুক আইডি ভেরিফাই এর সুবিধা গুলো কি কি?
তাই আজকের এই পোস্টের মাধ্যমে নতুন ফেসবুক ইউজারদের সব প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই টিউটোরিয়ালে আপনি যে বিষয় গুলো জানতে পারবেন সেগুলো নিম্নে তুলে ধরা হল –
- ফেসবুক ভেরিফাই কি? (What is Facebook Verification?)
- Facebook id verify না করলে কি হয়?
- ফেসবুক ভেরিফাই করার সুবিধা।
- Facebook id verification এর জন্য কি কি প্রয়োজন।
- ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম।
ফেসবুক ভেরিফাই কি? (What is Facebook Verification?)
ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক ইত্যাদির মতো যেককোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেলিব্রিটিদের অ্যাকাউন্টের সামনে একটি নীল (Blue) টিক চিহ্ন থাকে। এই ব্লু চিহ্নটি সেই অ্যাকাউন্টটির ভেরিফিকেশন কে বোঝায়।
Facebook verify account এ ফেসবুকের পক্ষ থেকে অন্য কয়েকটি নতুন সুবিধাও দেওয়া হয়, যা Unverified কোনও অ্যাকাউন্টে পাওয়া যায় না। আগে, এই সুবিধাটি শুধুমাত্র সেলিব্রিটি এবং বেশি followers যুক্ত অ্যাকাউন্টগুলিতে উপলব্ধ ছিল। তবে আপনি কি জানেন যে এখন যেকোনো ফেসবুক ব্যবহারকারী নিজের ফেসবুক ভেরিফাই এবং তাদের ব্যবসায়িক অ্যাকাউন্টগুলো verify করতে পারবেন
Facebook id verify না করলে কি হয়
বর্তমানে ফেসবুকে প্রায় ২.৭ বিলিয়ন এক্টিভ ইউজারস রয়েছে, তার সঙ্গে ভারত এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ও ফেসবুক ইউজারস এর সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে ফেসবুক ফেক আইডির সংখ্যা ও বেড়েই যাচ্ছে। এর ফলে ফেসবুকে স্পামিং ও বাড়ছে।
এর ফলে ফেসবুকের পক্ষ থেকে এই স্পামিং unverified একাউন্ট গুলো ব্লক, ডিজেবল করে দেওয়া হয়। আবার কেউ যদি মনে করে আপনার ফেসবুক আইডি ব্লক করবে, তবে সে খুব সহজে বার বার রিপোর্ট করে আপনার ফেসবুক আইডি ব্লক এবং ডিজেবল করে দিতে পারবে।
এবং সেই ফেসবুক আইডি ফিরে পাওয়ার জন্য ফেসবুকের কাছে নিজের সততা প্রমাণ করার জন্য Facebook identity verified করতে হবে। যদি আপনি একাউন্টের মালিকানা প্রমাণ করতে না পারেন,তবে আপনার Facebook id চিরদিনের জন্য ব্লক করে দেওয়া হবে।
যদি আগে থেকেই আপনার Facebook id verify করা থাকলে, ফেসবুকের পক্ষ থেকে আপনার আইডি ব্লক করা হত না।
ফেসবুক ভেরিফাই করার সুবিধা (The advantage of verifying Facebook)
Facebook verify your identity অর্থাৎ Facebook id verification করলে, বেশ কিছু সুবিধা রয়েছে।সেই গুলো হল –
- Facebook Identity verified করার পরে, আপনার followers রা আপনার একাউন্টের ব্লু টিকের মাধ্যমে একই নামের আইডি গুলোর মধ্যে খুব সহজে খুঁজে পেয়ে যাবে।
- ব্লু টিকের সাহায্যে আপনার অনুসরণকারীদের আপনার অ্যাকাউন্টে আস্থা বৃদ্ধি পাবে
- ফেসবুক ভেরিফাই করার পরে, আপনার অ্যাকাউন্ট আপনাকে এমন প্রতিযোগীদের থেকে আলাদা করে দেয়, যাদের তাদের অ্যাকাউন্ট যাচাই করে নেই।
- ফেসবুক আইডেন্টিটি ভেরিফাই করার পরে যদি কেউ সার্চ করে, তবে আপনার অ্যাকাউন্ট শীর্ষে আসে যার ফলে followers সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে।
- Facebook account verify করার পরে, আপনি ফেসবুকের নতুন নতুন features গুলো ব্যবহার করতে পারবেন যা অন্য ফেসবুক ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেনা।
- যদি কেউ ফেক রিপোর্ট করে, তবে আপনার আইডি ব্লক বা ডিজেবল করা হবে না।
আরও একটি কথা জানিয়ে রাখি Facebook account verification করা হয়ে গেলে আপনার একাউন্টে two factor Authentication অন হয়ে যায়। যার ফলে যদি কেউ আপনার পাসওয়ার্ড জেনে যায় তারপর ও লগ ইন করতে পারবে না।
Facebook id verification এর জন্য কি কি প্রয়োজন?
এখন আমরা জানব একটি fb account verify করার জন্য কি কি দরকার পরে। আইডি ভেরিফাই করার জন্য বিশেষ করে নিজের দেশের যেকোনো একটি আইডি এর প্রয়োজন যেখানে ফেসবুক আইডি এর সঙ্গে নাম, জন্মতারিখ, জন্ম সাল মিলে যায়।
যদি আপনি ভারতবর্ষে বসবাস করেন, তবে আপনি আইডি ভেরিফাই করার জন্য Adhar card, Voter card, Pan card অর্থাৎ যেকোনো government issued id card এর ব্যবহার করতে পারবেন।
আর যদি আপনি বাংলাদেশে বসবাস করেন তবে Facebook identity verify করার জন্য NID card, Driving Licence এবং অন্যান্য Government issued id card এর ব্যবহার করতে পারেন।
ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম
এতক্ষণে আমরা জেনেছি Facebook id verification কি, Facebook account verify করার জন্য কি কি প্রয়োজন এবং Facebook identity verify এর সুবিধা গুলো কি?
এখন আমরা আমাদের মূল আলোচ্য বিষয় ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম গুলো বিস্তারিত ভাবে আলোচনা করবো। যেহেতু 90% লোক স্মার্টফোনে ফেসবুক use করে থাকে, তাই Facebook identity verification এর পদ্ধতি গুলো আমরা স্মার্টফোনের সাহায্যে Facebook app এর সাহায্যে কিভাবে করতে হয় তা জানব। নিচে ফেসবুক ভেরিফাই করার নিয়ম গুলো step by step বিস্তারিত ভাবে তুলে ধরা হল –
Step -1. Log in your Facebook account.
প্রথমে আপনি আপনার এন্ড্রয়েড ফোনে ইন্সটল ফেসবুক অ্যাপ ওপেন করে user id এবং password দিয়ে log in করুন।
Step 2: Click on 3 Bar
User id এবং Password দিয়ে log in করার পরে একেবারে উপরে ডান দিকে তিনটি বারে ক্লিক করুন। নিচে দেওয়া Screenshots এর মতো।
Step 3: Go to Setting
তিনটি বারে ক্লিক করার পরে আপনার সামনে অনেক গুলো অপশন আসবে, তার মধ্যে একেবারে নিচে “Setting & Privacy ” অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচে একটা “Setting ” অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। বুঝতে অসুবিধে হলে নিচে দেওয়া ছবি দেখে নিতে পারেন।
Step 4: Go to Personal Information
Setting অপশনে ক্লিক করার পরে যে পেজ টি ওপেন হবে সেখানে অনেক গুলো অপশন থাকবে তার মধ্যে প্রথম অপশন “Personal Information” এ ক্লিক করুন।
Step 5: Click on Facebook identity Confirmation (Confirm your identity on Facebook)
Personal Information অপশনে ক্লিক করার পরে Name, Contact info, identity confirmation and Memorialization নামে চারটি অপশন দেখতে পাবেন। যেহেতু আপনি আপনার Facebook identity verify করবেন।সেহেতু আপনি “Identity Confirmation” অপশনে ক্লিক করবেন।
Step 6: Click on Confirm Your Identity
identity Confirmation অপশনে ক্লিক করার পরে যে পেজ টি খুলবে সেখানে একটা অপশন থাকবে “Confirm Your Identity ” এখানে ক্লিক করুন।
এখন আপনাকে আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। Facebook identity verify করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন।
Confirm your identity অপশনে ক্লিক করার পরে যে পেজ খুলবে সেখানে আপনাকে country select করতে বলবে। নিজের Country Select করে Next বাটনে ক্লিক করুন।
Country select করার পরে নিচে দেওয়া ছবির মতো পেজ খুলবে এখানে প্রতি টি Steps আপনাকে পূরন করতে হবে।
Secure Your Account select করে Next বাটনে ক্লিক করুন। Click করার পরে যে পেজ খুলবে সেখানে আপনাকে Two Factor authentication অন করতে বলা হবে।
2FA বা Two-Factor Authentication কিভাবে চালু করবেন।
2FA বা Two-Factor Authentication চালু করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন।
- প্রথমে Text message (SMS) option select করে “Continue” বাটনে ক্লিক করুন।
- Continue বাটনে ক্লিক করার পরে যে পেজ টি ওপেন হবে সেখানে আপনাকে Phone number select করতে হবে। যদি ফেসবুকে মোবাইল নম্বর add করা না থাকে, তবে Add phone number অপশনে ক্লিক করে add করেনিন এবং “Continue” বাটনে ক্লিক করুন।
- Continue বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে 6 digit OTP (One Time Password) আপনার নম্বরে চলে আসবে। Next page এ otp দিয়ে continue button ক্লিক করুন।
- Continue বাটনে ক্লিক করার পরে যে পেজ খুলবে সেখানে নিজের ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে Continue বাটনে ক্লিক করলেই আপনার ফেসবুক একাউন্টের two-factor authentication পরিসেবা চালু হয়ে যাবে।
2-factor authentication চালু করার পরে যখন আপনি ফেসবুক লগইন করবেন।তখন ফেসবুকের পক্ষ থেকে একটি otp দেওয়া হবে, এই otp submit করার পরেই আপনি Facebook log in করতে পারবেন। এবং অন্য কেউ আপনার পাসওয়ার্ড জানতে পারলে ও লগ ইন করতে পারবেনা।
Identity verify করুন -Facebook verify your identity
Two-Factor authentication activate করার পরে আপনাকে নিজের আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। এর জন্য “Provide a Photo id” অপশনে ক্লিক করুন।
Click করার পরে আপনার সামনে দুটো অপশন থাকবে তার মধ্যে “Upload your Id” অপশন সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
Next বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে photo upload করার অপশন চলে আসবে।
এখানে Passport, Driver’s licenses এবং National id card এর অপশন আছে।যদি এই Documents গুলো না থাকে, তবে “Show More” অপশনে ক্লিক করলে আরও অপশন পেয়ে যাবেন।
আপনি নিজের পছন্দ মতো id select করে Next বাটনে ক্লিক করলে Camera open হয়ে যাবে। এবার photo তুলে upload করেদিন। আইডি সাবমিট না হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন Finish লেখা আসবে।
সব কিছু ঠিক ভালো ভাবে করার পরে Facebook team আপনার ফেসবুক আইডি review করে দেখবে, যদি সব কিছু ঠিক থাকে, তবে 48 ঘন্টার মধ্যে ফেসবুক আইডি ভেরিফাই করে দেওয়া হবে এবং ফেসবুকের পক্ষ থেকে আপনাকে একটি Notification দেওয়া হবে, যে আপনার ফেসবুক ভেরিফাই হয়ে গেছে।
Congratualations, আপনার ফেসবুক আইডি ভেরিফাই হয়ে গেছে এবং আপনি ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম গুলো জানতে পেরেছেন।যদি Facebook id verify করতে কোনো সমস্যা হয়, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আশাকরি ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম পোস্টটি পড়ে আপনি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক ভেরিফাই করতে হয়।যদি এই টিউটোরিয়াল এর মাধ্যমে আপনি উপক্রিত হয়ে থাকেন। তবে বিভিন্ন সোসাল মিডিয়া সাইটে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আপনার বন্ধুরা ও জানতে পারে ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম।
আরও পড়ুন :
- 6 টি উপায়ে ফেসবুক থেকে আয় করুন।
- জানুন কিভাবে ফেসবুকের নাম পরিবর্তন করতে হয়।
- ফেসবুক গ্রুপের সেরা আনকমন নাম।
Discover more from HelpWB
Subscribe to get the latest posts sent to your email.
12-07-21
এখন আইডি ভেরিফাইড করা যাচ্ছে না কেন?
করোনা ভাইরাস নিয়ে কিছু বলা হয়
সমাধান কী প্লিজ সাহায্য করুন,
আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি আপনি ভালো আছেন আমার আইডি টা আপনি ভেরিফাই করে দিবেন আমি পারতেছিনা
আমার আইডি ভেরিফাই হচ্ছে না কি করার? ভাই,আপনি ভেরিফাই করে দিন
আপনার পরিচয়ের প্রমান হিসেবে আপনি যে আইডি দিয়েছেন তা এখন নিশ্চিত করা হয়েছে:- বিঃদ্রঃ আমি আমার ফেসবুক আইডি ভেরিফাইড করার জন্য এপ্লিকেশন করলে আমার আইডি নিশ্চিতকরণ এই এসএমএস টি পাই। এখন আমার করনীয় কি বা আমার আইডি কি ভেরিফাইড হয়ে গিয়েছে?