ফেসবুক ফ্রেন্ড এবং মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার উপায়

কিভাবে ফেসবুক মিউচুয়াল ফ্রেন্ড হাইড করতে হয় – মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার উপায় – ফেসবুক একটি খুব জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট যেখানে আপনি বিশ্বের যে কোনও জায়গায় আপনার বন্ধুদের সাথে কথা বলতে এবং নতুন নতুন বন্ধু তৈরি করতে পারবেন।

অনেক সময় আপনি আপনার বন্ধুদের ফেসবুক অ্যাকাউন্টে দেখেছেন যে আপনি তাদের বন্ধুদের লিস্ট দেখতে পাচ্ছেন না, অর্থাৎ আপনি আপনার বন্ধুর ফেসবুক ফ্রেন্ড লিস্ট (Facebook Friends list) চেক করতে পারছেন না। কিন্তু আপনার বন্ধুরা আপনার ফ্রেন্ড লিস্ট চেক করতে পারে।

তার কারণ হল তারা নিজের ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করে রেখেছে কিন্তু আপনি আপনার বন্ধুর তালিকা লুকিয়ে রাখেননি। তাই তারা আপনার বন্ধুর তালিকা দেখতে পাই।

আজকে এই পোস্টের মাধ্যমে, আমরা জানব কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করতে পারবেন।

ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি যা কিছু আপলোড বা share করবেন তা সবাই দেখতে পাবে। কিন্তু কে দেখবে, কে শেয়ার এবং লাইক করবে তা সব কিছুই আপনার হাতে রয়েছে। আপনি নিজের ইচ্ছে মতো এই সব সেটিং করতে পারবেন।

বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর হাতে তার ফেসবুক প্রোফাইলের সমস্ত নিয়ন্ত্রণ রয়েছে। তারা কীভাবে এফবি ব্যবহার করতে চান তার উপরও FB ব্যবহারকারীর নিয়ন্ত্রণ রয়েছে। ফেসবুক ব্যবহারকারীরা নির্দিষ্ট লোকের কাছ থেকে যেকোনও স্ট্যাটাস গোপন রাখতে পারবেন।

Kivabe Facebook Friend list Hide korte hoy – ফেসবুকে বন্ধুর তালিকা লুকিয়ে রাখার নিয়ম

আপনি কি জানেন যে আমরা আমাদের বন্ধুদের তালিকাটি গোপন করতে পারি? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন আপনি আপনার বন্ধুদের তালিকাটি গোপন করতে পারেন। আজ আমি এই পোস্টের মাধ্যমে আপনার সাথে শেয়ার করব। কীভাবে ফেসবুকে ফ্রেন্ড হাইড করবেন, যাতে অন্য কেউ দেখতে না পারে। অনেকে বলে থাকে মিউচুয়াল ফ্রেন্ড হাইড করা যায় না, কিন্তু আজকে আমরা মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার উপায় গুলো ও জানব।

মোবাইলের মাধ্যমে ফেসবুকে ফ্রেন্ড লিস্ট হাইড করার নিয়ম

বর্তমানে বেশির ভাগ লোক স্মার্ট ফোনের মাধ্যমে ফেসবুক মোবাইল অ্যাপের সাহায্যে ফেসবুক ব্যবহার করে থাকে। তাই প্রথমে আমরা জানব মোবাইল থেকে কিভাবে Facebook friend list hide করতে হয়।

ফেসবুক মোবাইল অ্যাপ এর সাহায্যে ফেসবুক ফ্রেন্ড হাইড করার উপায় গুলো নিম্নে তুলে ধরা হল –

Step 1. প্রথমে নিজের মোবাইলে ইন্সটল ফেসবুক অ্যাপ খুলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে sign in করুন।

Step 2. Sign in করার পরে “Setting & Privacy ” অপশনে গিয়ে “Privacy Shortcut” অপশনে ক্লিক করুন।

Facebook friend list hide korar niom

Step 3. এবার নিচে দেওয়া ইমেজ এর মতো পেজ খুলবে, সেখানে “More Settings” অপশনে click করুন।

ফেসবুকে ফ্রেন্ড লিস্ট হাইড করার উপায়

Step 4. More settings অপশনে ক্লিক করার পরে যে পেজ ওপেন হবে সেখানে “Privacy” option এ ক্লিক করুন।

Mutual friend list hide korar upay

Step 5. Privacy Option এ ক্লিক করার পরে একটা নিউ পেজ ওপেন হবে, যেখানে অনেক গুলো অপশন থাকবে তার মধ্যে “Who can see your friends list?” অপশনে ক্লিক করুন। নিচে দেওয়া Screenshots এর মতো।

ফেসবুক ফ্রেন্ড হাইড করার উপায়

Step 6. এবার আপনার সামনে কিছু অপশন আসবে নিচে দেওয়া screenshot এর মতো।

How to hide Facebook friends list in Bengali

  1. Public : যদি পাবলিক সিলেক্ট করেন,তবে সবাই আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে।
  2. Friends: ফ্রেন্ডস সিলেক্ট করলে কেবলমাত্র আপনার ফেসবুক বন্ধুরা ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে।
  3. Friends Except: যদি আপনি কিছু বন্ধু কে ফ্রেন্ড লিস্ট দেখতে না দিতে চান তবে এই অপশন সিলেক্ট করুন।
  4. Specific Friends: যদি মনে করেন আপনার কিছু ফ্রেন্ড আপনার বন্ধুর তালিকা দেখতে পাবে তাহলে এই অপশন সিলেক্ট করুন।
  5. Only Me: Only me option select করলে কেবলমাত্র আপনি আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবেন এবং অন্যদের কাছে আপনার ফ্রেন্ড লিস্ট হাইড থাকবে।
  6. Close Friends: এই অপশন সিলেক্ট করে আপনি নিজের ইচ্ছে মতো লোক সিলেক্ট করতে পারবেন কে ফ্রেন্ড লিস্ট দেখবে এবং কে কার কাছে ফ্রেন্ড লিস্ট হাইড থাকবে।

যেহেতু আপনি সকলের কাছে ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করবেন,সেহেতু “Only me” অপশন সিলেক্ট করুন।

Congratulation, আপনার ফেসবুকে বন্ধুর তালিকা লুকিয়ে গেছে। এখন আপনার বন্ধুর তালিকা কেই দেখতে পাবে না।

ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার উপায়

আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে ফেসবুক বন্ধুদের লুকিয়ে রাখতে, দ্বিতীয়ত আপনি ফেসবুক মোবাইল অ্যাপ থেকে ও আপনার বন্ধুবান্ধবকেও আড়াল করতে পারেন তবে মনে রাখবেন যে আপনি মিউচুয়াল ফ্রেন্ডকে ফেসবুক ফ্রেন্ড লিস্টে লুকিয়ে রাখতে পারবেন না।

তাই এখন আমরা জানব মোবাইল থেকে ফেসবুক মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার উপায়। এর জন্য আমরা UC Browser এর সাহায্য নিবে।এই UC Browser এর সাহাজে আপনি আপনার Facebook Mutual friend hide করতে পারবেন।

যদি আপনি আপনার পারস্পরিক বন্ধুদের গোপন করে রাখতে চান তবে নিজের স্মার্টফোনে UC Browser Download করে install করুন।

ফেসবুক মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার উপায় গুলো জানার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন –

Step 1. প্রথমে নিজের মোবাইলে ইউসি ব্রাউজার ডাউনলোড করে ইন্সটল করুন।

Step 2. ইউসি ব্রাউজার ওপেন করে নিজের ফেসবুক ইউজার আইডি এবং Password দিয়ে লগইন করুন।

Step 3. Facebook sign in করার একেবারে নিচের দিকে এক্টিভিটি লগ (Activity log) অপশনে ক্লিক করুন।

Step 4. Activity Log অপশনে ক্লিক করার পরে আপনি একটি নতুন পেজে পৌছিয়ে যাবেন।এখানে অনেক গুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে ফিল্টার (Filter) অপশনে ক্লিক করবেন।

Step 5. Filter অপশনে ক্লিক করার পরে আবার কিছু অপশন আসবে তার মধ্যে “Added Friends” অপশনে ক্লিক করুন। এবং নিচের দিকে একটি অপশন থাকবে “Hide from timeline ” অপশনে ক্লিক করুন।

মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার উপায়

Step 6. Hide from Timeline অপশনে ক্লিক করার পরে আপনি অন্য একটি পেজ দেখতে পাবেন। এবং এখানে লেখা থাকবে যে আপনি সফলভাবে আপনার বন্ধুকে ফেসবুক টাইমলাইন থেকে হাইড করেছেন।

Finally, আশাকরি আগামী আপনি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড হাইড করতে হয়।

এখানে আপনি আপনার যত গুলো বন্ধু কে হাইড ফ্রম টাইমলাইন করবেন, তত গুলো ফ্রেন্ড আপনার কোন বন্ধু পারস্পরিক বন্ধু (Mutual Friends) হিসেবে দেখতে পাবে না।

আশাকরি এই পোস্টের মাধ্যমে ফেসবুক ফ্রেন্ড হাইড করার সঙ্গে সঙ্গে আপনার মিউচুয়াল ফ্রেন্ড হাইড ও করতে পারবেন এবং পোস্টটি আপনার খুব উপকারে আসবে।

যদি পোস্টটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সোসাল মিডিয়া সাইটে বন্ধুদের সাথে শেয়ার করুন যেন আপনার বন্ধুরা ও জানতে পারে ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার উপায়।

1 thought on “ফেসবুক ফ্রেন্ড এবং মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার উপায়”

Leave a Comment

error: Content is protected !!