10 টি সেরা ফেসবুক পেজ সেটিং

ফেসবুক পেজ সেটিং : আপনি কি Facebook Page setting নিয়ে ভাবছেন, যে কোন কোন সেটিংস করলে আপনার ফেসবুক পেজ লোকের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। আর ভাবনার প্রয়োজন নেই। আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন।

আজকে আমরা ফেসবুক পেজ এর কিছু গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে setting গুলো করলে ফেসবুক পেজ একেবারে প্রফেশনাল ফেসবুক পেজের মতো দেখাবে।

আমরা সবাই জানি ফেসবুক পেজ হল ফেসবুকের একটি ফ্রি পরিসেবা যেখানে ওয়েবসাইট, অরগানাইজেশান, বিজনেসের জন্য পেজ বানিয়ে ফ্রি নিজের Service ও Products promote করি।

অনেকে ফেসবুকের এই পরিসেবা ব্যবহার করে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে। আর একটা কথা জানিয়ে রাখি এই না যে যাদের ওয়েবসাইট, বিজনেস অথবা কোন অরগানাইজেশান আছে তারাই Facebook page তৈরি করতে পারবে।ফেসবুকে, Facebook পেজ যে কেউ তৈরি করতে পারে। কারন এই পরিসেবা একেবারে ফ্রি, চাইলে আপনি ও তৈরি করতে পারেন।

ফেসবুক পেজ সেটিং এই পোস্ট টি আপনি পড়ছেন এর অর্থ অবশ্যই আপনার একটি ফেসবুক পেইজ রয়েছে। যদি Facebook Page না থাকে তবে নিচে দেওয়া লিংক গিয়ে দেখা নিতে পারেন ফেসবুক পেজ খোলার নিয়ম।

পড়ুন : ফেসবুক পেজ কি – ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়।

কিছু গুরুত্বপূর্ণ ফেসবুক পেজ সেটিং (Some Important Facebook Page Setting)

Facebook page কে মানুষের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য ফেসবুকের পেজের কিছু Basic সেটিংস করতে হবে, যা আপনার ফেসবুক পেজ কে Growth হতে সাহায্য করবে। তাই আজকে আমরা ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ setting নিয়ে কথা বলব। ফেসবুক পেজ সেটিং গুলো নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল-

Add Profile Photo: ফেসবুক পেজ তৈরি করার পর প্রথম কাজ হল, ফেসবুক পেজের জন্য একটি ভালো প্রোফাইল ফটো সেট করা। এমন ফটো choose করতে হবে যেন ফেসবুক পেজের নামের সংগে মিলে যায়

Add Facebook Cover Photo : ফেসবুক profile photo এর মতো একটা ভালো cover Photo add করতে হবে। ফেসবুক Cover photo তৈরি করার সময় Facebook Cober Photo size এর প্রতি খেয়াল রাখবে। ডেস্কটপের জন্য 820 পিক্সেল প্রশস্ত এবং 312 পিক্সেল লম্বা এবং মোবাইলের জন্য 360 পিক্সেল লম্বা 640 পিক্সেল প্রসস্থ। যদি Facebook cover photo size এর চাইতে ছোট অথবা বড়ো হয়,তবে ভালো ভাবে set হবে না।ইন্টারনেটে অনেকে ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখান থেকে সঠিক size এর ফেসবুক cover photo তৈরি করতে পারবেন।

Change Facebook User Name: Facebook এর User Name change করতে হবে। ফেসবুক পেজ খোলার পরে একটা but কাজ হল ফেসবুক পেজের Custom user name set করা। যখন আমরা প্রথম বার ফেসবুক পেজ create করি তখন Default user name থাকে।

Facebook page info Setting: Facebook page info setting এর অন্যতম ফেসবুক পেজ সেটিং হল ফেসবুকে পেজের About লেখা। এখানে ফেসবুক পেজ এর বিষয়ে লিখতে হবে যা আপনার পেজটি কি বিষয়ের বা আপনি কি কি Service প্রদান করেন তা বর্ণনা করবে।

এখানে ফেসবুক পেজ Description দেওয়ার সংে সংে contact ইনফরমেশন দিতে পারবেন। যেমন – ফোন নাম্বার, ইমেইল আইডি ইত্যাদি দিতে পারবেন।

যদি আপনার কোন ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইট কে ফেসবুক পেজের সংগে যুক্ত করতে পারবেন।

এখানে পেজ Button দেওয়া থেকে শুরু করে আপনার ফেসবুক পেজের location ও দিতে পারবেন।

Messaging : ফেসবুক পেজের জন্য মেসেজিং সেটিংস খুবই ইম্পর্ট্যান্ট সেটিংএর মধ্যে একটি। এই সেটিংস এর মাধ্যমে আমরা আমাদের followers আমাদের সঙ্গে Contact করতে পারবে, এর ফলে Followers দের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে।

Facebook page Role : আমরা যখন একটি পেজ তৈরি করি,তখন automatic আমরা আমাদের পেজ এর এডমিন হয়ে যায়। এর অর্থ হল যে ফেসবুক পেজে থাকা সমস্ত বৈশিষ্ট্য এবং সেটিংসে আমরা করতে পারি এবং অন্যকে ভূমিকা দেওয়ার ক্ষমতা ও থাকবে।

এখানে আপনি আপনার ফেসবুক পেজ চালানোর জন্য অন্যকে নিযুক্ত করতে পারবেন।

আশাকরি ফেসবুক পেজ সেটিং পোস্ট টি আপনাকে আপনার ফেসবুক পেজ এর সেটিংস এ সহায়তা করবে। আর যদি পোস্ট টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপ , ইন্সটাগ্রাম ইত্যাদি social মিডিয়াতে নিজের বন্ধুদের সঙ্গে share করবেন।

আর যদি Technology এর সঙ্গে যুক্ত কোন প্রশ্ন থাকলে অবশ্যই comment করে জানাবেন। এবং আপনারা কোন বিষয় বিস্তারিত ভাবে জানতে চান, তা কায়ায়ায়ায়ায়ায়ায়াcomment করে জানাবেন


Discover more from HelpWB

Subscribe to get the latest posts sent to your email.

1 thought on “10 টি সেরা ফেসবুক পেজ সেটিং”

Leave a Comment

error: Content is protected !!