Facebook password change, ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম – হ্যালো বন্ধুরা helpwb.com এর পক্ষ থেকে সবাই কে স্বাগত জানিয়ে আজকের টিউটোরিয়াল টি শুরু করছি। আশাকরি আজকের টিউটোরিয়ালের Heading দেখা বুঝতে পেরেছেন, আজকে আমরা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করবো। যদি কোন কারণ বশত আপনি নিজের ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন চান, তিবে আজকের এই টিউটোরিয়ালটি আপনার উপকারে আসবে।
যদি ফেসবুকের কথা বলা হয়, তবে আমরা সকলেই জানি ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিংং ওয়েবসাইট। যেখানে প্রায় ২.৭ বিলিয়ন এক্টিভ ইউজারস রয়েছে।এর মাধ্যমে আমরা আমাদের বন্ধু বান্ধব, আত্তীয়স্বজনদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে photos, videos share করতে পারি।
ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করব কিভাবে – ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার উপায়
আজকে আমাদের এই টিউটোরিয়ালের মূল আলোচ্য বিষয় হল কিভাবে Facebook id এর পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। যদি fb id password change করার পদ্ধতি আপনার জানা না থাকে তবে আজকের পোস্টটি পড়ে খুব সহজে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
আজকে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ এর সঙ্গে সম্পর্কিত যে বিষয় গুলো জানতে পারবেন সেই গুলো হল –
- Facebook Password পরিবর্তন করার কারণ।
- স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম।
- কম্পিউটারের সাহায্যে ফেসবুক আইডির পাসওয়ার্ড করার পদ্ধতি।
Facebook Password change করার কারণ :
যদি কেউ আপনার ফেসবুক পাসওয়ার্ড জেনে যায় বা কোন কারন বশত আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে যায়, তবে এটা খুবই মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায়। এই সময় সবচেয়ে সহজ যে কাজ টি করতে পারি তা হল ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করা।
এছাড়া ও ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার অনেক গুলো কারণ রয়েছে। Facebook password change করার কারণ গুলো নিম্নে দেওয়া হল –
- Facebook password পরিবর্তন করার প্রথম কারন হল যদি কেই আপনার পাসওয়ার্ড জেনে যায় বা হ্যাক করে নেই। তখন আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করে নেওয়া উচিৎ।
- অনেক সময় নতুন fb id খোলার সময় weak password দিয়ে থাকে, তাই strong password set করার জন্য পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পরে।
- অনেক সময় আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যায়, তখন Forget password করে পাসওয়ার্ড reset করতে হয়।
- অনেক ফেসবুক ব্যবহারকারীর অভ্যাস থাকে, যেকোনো একাউন্ট তৈরি করার সময় একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করা। তাই যদি কেই এই password জানতে পারে তবে সে তার সব id access করতে পারবে। তখন Facebook password change করার প্রয়োজন পড়ে।
স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম
বর্তমানে বেশির ভাগ ইউজারস কম্পিউটারের জায়গায় Facebook mobile app এর মাধ্যমে ফেসবুক চালাতে পছন্দ করে।কারণ কম্পিউটারের তুলনায় Facebook mobile app এর মাধ্যমে ফেসবুক চালানো খুব সহজ এবং অনেক বেশি features পাওয়া যায়।
তাই আমরা ফেসবুক মোবাইল অ্যাপ এর মাধ্যমে Facebook password change করার উপায় গুলো বিস্তারিত ভাবে আলোচনা করবো। Mobile apps এর মাধ্যমে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন।
Step 1: Log in to Facebook Account
প্রথমে প্রথমে নিজের মোবাইলে install Facebook apps ওপেন করে fb user id এবং password দিয়ে log in করুন।
Step 2: Click on Three Bar
ফেসবুকে লগইন করার পরে ডানদিকে উপরের দিকে তিনটি বারে ক্লিক করুন।বুঝতে অসুবিধে হলে নিচে দেওয়া photo দেখেনিন।
Step 3: Click on Setting & Privacy
তিনটি বারে ক্লিক করার পরে অনেক গুলো অপশন দেখতে পাবেন, তার মধ্যে “Setting & privacy” অপশনে ক্লিক করলে আরও একটি ” Setting ” option আসবে এখানে ক্লিক করুন। নিচে দেওয়া screenshots এর মতো।
Step 4: Click on Security & Log in
Setting option এ ক্লিক করার পরে নিচে দেওয়া ফোটো এর মতো পেজ খুলবে, এখান ” Security & Log in ” options এ click করুন।
Step 5: Click on Change Password
Security & log in অপশনে ক্লিক করার পরে আপনার সামনে অনেক গুলো বিকল্প আসবে তার মধ্যে “Change Password” অপশনে ক্লিক করুন।
Step 6: Change Your Facebook Password
Change password অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পেজ ওপেন হবে, নিচে দেওয়া Screenshots এর মতো।
Current Password : এখানে আপনাকে আপনার বর্তমান ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে।
New Password: এই অপশনে Password change করে যে নতুন পাসওয়ার্ড দিতে চান, তা type করুন।
Re-Type New Password : এই অপশনে নতুন পাসওয়ার্ড আর একবার লিখতে হবে, কারণ আপনি সঠিক পাসওয়ার্ড লিখেছেন কিনা তা যাচাই করার জন্য।
Finally, সব কিছু লেখা হয়ে গেলে “Update Password” বাটনে ক্লিক করুন। এখানে ক্লিক করলেই আপনার Facebook password change হয়ে যাবে।
আশাকরি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়।এবং উপরে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করে খুব সহজে Facebook mobile apps এর মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপর ও যদি কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন
আশাকরি ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম পোস্টটি আপনার Facebook password পরিবর্তন করতে সহায়তা করবে।যদি পোস্টটি পড়ে উপক্রিত হয়ে থাকেন। তবে অবশ্যই সোশ্যাল মিডিয়া সাইটে বন্ধুদের সাথে শেয়ার করুন।
আরও পড়ুন