ফেসবুক থেকে আয় করার উপায় 2025 – আমরা সকলেই জানি Facebook world এর সবচেয়ে বেশি popular social networking sites. আমরা facebook কে chatting, post, comment, photo upload video sharing etc করার জন্য ব্যবহার করি।
আপনি কি কখনো শুনেছেন facebook এর সাহায্যে খুব সহজে অনলাইনে টাকা ইনকাম করা যায় । যদি না শুনে থাকেন তবে আজকের এই পোস্ট টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারন আজকে আমি এই post এর মাধ্যমে আপনাদের সাথে share করব কিভাবে facebook page, group বানিয়ে বাড়িতে থেকে ঘরে বসে online taka income করা যায়।
আশাকরি আপনি like এবং share ছাড়া অন্য কোনও উপায়ে ফেসবুক ব্যবহার করেন নি। কেমন লাগবে যখন এই ফেসবুক ব্যবহার করে আপনি নিজের জন্য অনলাইনে আয় করতে পারবেন। শুনে আজব মনে হলেও এটাই সত্যি যে আপনি খুব সহজে ফেসবুক থেকে আয় করতে পারবেন।
আপনি যদি ইন্টারনেটে সার্চ দিলে দেখা যায়, এমন অনেকগুলি উপায় রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইনে ইনকাম করতে পারেন।
যদি আপনি আপনার বাড়িতে বসে অনলাইন টাকা income করতে চান। তবে এই article টি আপনাকে অনলাইনে টাকা রোজগার করে দিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আপনি Facebook থেকে খুব সহজে বাড়িতে বসে money earn করতে পারবেন।
How to make money from Facebook – ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবো।
এখন আমরা আমাদের মূল আলোচ্য বিষয় ফেসবুক থেকে আয় করার উপায় গুলো বিস্তারিত ভাবে জানব। যেহেতু ফেসবুক থেকে টাকা ইনকাম করার বিষয়ে জানব, সেহেতু শুরু করার আগে আমাদের ফেসবুক কি এই বিষয়ে নতুন fb users কে ধারণা দেওয়া উচিত।
Facebook নামটি খুব পরিচিত একটি নাম, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এই নামের সঙ্গে পরিচিত। ফেসবুক একটি সামাজিক নেটওয়ার্ক যা ব্যবহার করে আমরা অনলাইনে আমাদের বন্ধু এবং আত্মীয়দের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারি। আমরা সকলেই ভালো ভাবে জানি যে ফেসবুক একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারি এবং, আমরা বিনামূল্যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারি, ফেসবুক গ্রুপ, পেজ ইত্যাদি তৈরি করতে পারি।
আমরা কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পার
আপনার মনে প্রশ্ন জাগতে পারে আমি কি ফেসবুক থেকে আয় করতে পারঅবশ্যই আমরা Facebook থেকে অনলাইনে টাকা ইনকাম করতে পারব। কিন্তু Facebook আমাদের free service provide করে এবং Account create করার জন্য কোনো টাকা নেই না বা use করার জন্য কোনো টাকা দেয়না। সে হিসাবে আমরা facebook থেকে অনলাইনে টাকা রোজগার করতে পারবো না।
কিন্তু আপনি ভালো ভাবে জানেন facebook কোটি কোটি accounts রয়েছে। এই কোটি কোটি Facebook accounts এর কাছে আমরা বিভিন্ন উপায়ে যেতে পারব। একটা কথা বলছি যে facebook আমাদের কোনো টাকা দিবেনা কিন্তু আমরা অনলাইন আয়ের উৎস গুলো বিভিন্ন উপায়ে Facebook users এর সামনে তুলে ধরে ফেসবুক থেকে আয় করতে পারবেন।
ফেসবুক থেকে আয় করার জন্য কি কি প্রয়োজন
অনলাইন আয় করার জন্য কম করে দুটো জিনিসের প্রয়োজন এক income source এবং দুই Destinations. সেই হিসাবে ফেসবুক থেকে আয় করার জন্য কিছু জিনিসের প্রয়োজন আর সেই গুলো হল –
আপনার ফেসবুকে একাউন্ট থাকতে হবে। ফেসবুক পেজ থাকতে হবে, যেখানে কম করে 50000+ likes থাকা চাই।ফেসবুক গ্রুপ থাকতে হবে, এখানে ও minimum 50000+ members থাকা চাই।
ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের মধ্যে যেকোনো একটা হলেই চলবে কিন্তু দুটো থাকলে বেশি ভালো।
Facebook pages যত বেশি likes এবং Facebook Groups এ যত বেশি active Members থাকবে। Facebook থেকে তত বেশি online taka income হবে। যদি এখন পর্যন্ত আপনি আপনার পছন্দের Facebook pages বা Facebook groups create না করে থাকেন, তবে নিচে দেওয়া Links এ click করে জেনেনিন কিভাবে বিনামূল্যে Facebook page বা Facebook group এবং ফেসবুক একাউন্ট বানাতে হয়।
Facebook থেকে অনলাইনে ইনকাম করার জন্য আপনার কাছে FB PAGE অথবা FB group আছে এবং সেখানে অনেক বেশি likes ও active members আছে । এখন দেখে নেওয়া যাক কিভাবে কেমন করে facebook থেকে online taka income করতে হয়।
ফেসবুক থেকে আয় করার উপায়।
এখন আমরা আজকের মূল আলোচ্য বিষয় ফেসবুক থেকে অনলাইনে টাকা আয় করার উপায় গুলো বিস্তারিত ভাবে আলোচনা করবো।
বর্তমানে ফেসবুক থেকে ইনকাম করা অনেক সহজ হয়েছে।Facebook থেকে যে পদ্ধতির মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন, সেই টাকা ইনকাম করার পদ্ধতি গুলো নিম্নে বিস্তারিত ভাবে তুলে ধরা হল –
- ফেসবুক গ্রুপ বিক্রি করে আয় করুন।
- ফেসবুক পেজ থেকে আয়,
- Affiliate Marketing থেকে টাকা ইনকাম,
- Facebook Market Place থেকে আয়,
- ফেসবুক ভিডিও থেকে আয়,
- Facebook Marketer হয়ে টাকা ইনকাম করুন।
1. Facebook group Sell করে আয় করার উপায়।
Facebook group sell করে আয় কথাটি শুনে আজব মনে হলেও, এটাই সত্যি যে আপনি ফেসবুক গ্রুপ বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপ বিক্রি করার আগে, আপনাকে আপনার গ্রুপে অনেক বেশি active users connect করতে হবে।অর্থাৎ ফেসবুক গ্রুপে অসংখ্য ইউজারস থাকতে হবে, তার সঙ্গে গ্রুপে published করা প্রতি টি পোস্টে অনেক বেশি like, share এবং comment আসা চাই।
ফেসবুক গ্রুপ থেকে আয় করতে হলে প্রথমে আপনাকে একটি ফেসবুক গ্রুপ তৈরি করতে হবে।যদি এখনো পর্যন্ত আপনি ফেসবুক গ্রুপ তৈরি না করে থাকেন, তবে জেনেনিন ফেসবুক গ্রুপ খোলার সঠিক পদ্ধতি।
2. ফেসবুক পেজ থেকে আয় করার উপায়
আজকের এই টিউটোরিয়ালের শুরুতেই বলেছি এখন ফেসবুক থেকে আয় করা খুব সহজ হয়েছে এবং যে কেউ খুব সহজে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে।
তবে ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায় গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল ফেসবুক পেজ। এই পেজের মাধ্যমে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। ফেসবুক গ্রুপের মতো ফেসবুক পেজ সেল করেও অনলাইনে টাকা ইনকাম করা যায়।
ফেসবুক পেজের like এন্ড followers বেশি থাকলে, ফেসবুক পেজ সেল করা ছাড়াও অনেক উপায়ে আয় করা যায়। যেমন – এফেলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, e-books sell ইত্যাদি ছাড়া ও অনেক পদ্ধতি রয়েছে।
যদি আপনি ফেসবুক থেকে কিছু আয় করতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করবেন। তবে এই বিষয়ে আমাদের সাইটে একটি পোস্ট রয়েছে। একবার দেখে নিতে পারেন ফেসবুক পেজ থেকে আয় করার উপায়।
3. এফেলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) এর মাধ্যমে ফেসবুক থেকে আয় করার উপায়
বর্তমান সময়ে Blogger এবং Youtubers এর কাছে অনলাইনে টাকা আয় করার সবচেয়ে বড়ো এবং জনপ্রিয় income source হল এফেলিয়েট মার্কেটিং।এর সাহায্যে তারা প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করছে।
Flipkart, Amazon, Snapdeal এর মতো বড়ো বড়ো অনলাইন শপিং সাইট গুলো তাদের products affiliates link এর করার সুযোগ দিয়ে থাকে। আর এফেলিয়েট প্রোডাক্টস এর লিংক শেয়ারিং বা প্রমোট করে অনলাইনে টাকা আয় করতে পারবেন।
এখন আপনার মনে হতে পারে এখান থেকে আয় কিভাবে হবে। এখানে আয়ের উৎস হল Commission. যখন আপনি কোন product এর affiliates link নিজের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ অথবা নিজের প্রোফাইলে share করবেন।share করার পরে কেউ যদি আপনার share করা লিংকে ক্লিক করে ক্রয় করে, তবে সেখান থেকে আয়ের কিছু পরিমান আপনাকে দেওয়া হবে।
একটা কথা মনে রাখবেন প্রতি টি আলাদা আলাদা প্রডাক্ট এর জন্য আলাদা আলাদা পরিমান কমিশন দেওয়া হয়ে থাকে।
4. Facebook Market Place থেকে আয় করার উপায়
কিছু দিন আগে ফেসবুক, Facebook market place নামে এক দারুণ পরিসেবা চালু করেছে।এই service এর ব্যবহার করে, ফেসবুকে আপনি নিজের product, Service and offers এর লিস্ট করে দোকানের মতো করে সাজাতে পারবেন।
লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন, আমরা নিজের প্রডাক্টের Promotion করার জন্য বিজ্ঞাপন দিয়ে হাজার হাজার টাকা খরচ করি।অপর পক্ষে ফেসবুক মার্কেট প্লেস একেবারে ফ্রি, Facebook market place আসলে Online shoping site এর মতো। তবে এখানে নিজের products এর লিস্ট করে free প্রমোট করতে পারবেন।
যদি আপনি কোন পণ্য বিক্রয় করতে চান, তবে ফেসবুকের এই service use করে নিজের products অসংখ্য ফেসবুক ইউজারস এর কাছে পৌছে দিতে পারবেন এবং সেখানে থেকে ভালো পরিমানে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।
Facebook market place এর মাধ্যমে ফেসবুক থেকে আয় করার জন্য কেবলমাত্র একটি ফেসবুক একাউন্ট এর প্রয়োজন। এখন আমরা দেখব ফেসবুক মার্কেট প্লেস থেকে আয় করার উপায় কি।Market place থেকে আয় করার উপায় গুলো নিম্নে বিস্তারিত ভাবে তুলে ধরা হল –
- যদি ফেসবুকে আপনার একাউন্ট না থাকে, তবে প্রথমে নিজের একাউন্ট তৈরি করুন।
- একাউন্ট তৈরি হয়ে গেলে, আপনি যে products, market place এর মাধ্যমে বিক্রি করবেন, সেই Products এর ছবি নিয়ে নিন।
- তারপর নিজের ফেসবুক একাউন্ট লগ ইন করে Market place অপশনে গিয়ে নিজের Products এর Details, মূল্য এবংং Contact Number দিয়ে দিন।
যদি আপনার লিস্টে থাকা কোন product কোন ফেসবুক ইউজারস এর পছন্দ হয়ে যায়, তবে সে আপনার নম্বরে কল করে products এর সম্মন্ধে কথা বলে ক্রয় করতে পারে। এই ভাবে আপনি ফেসবুক থেকে আয় করতে পারবেন।
5. ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায়
আপনি কি জানেন, যে ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা আয় করা যায়। Facebook recent Ads Break নামে Facebook video monetization পরিসেবা চালু করেছে।এই service use করে ফেসবুক পেজে videos upload করে টাকা ইনকাম করতে পারবেন।
যদি আপনি Facebook video monetization বা Ads break এর কথা শুনে না থাকেন, তবে এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব Ads break কি এবং এখান থেকে ভিডিও upload করে কিভাবে অনলাইনে টাকা আয় করা যায়।
Youtube videos দেখার সময় মাঝে মাঝে Google Adsence এর Ads চলতে শুরু করে, ঠিক একইরকম ভাবে ফেসবুকে videos watch করার সময় দেখে থাকবেন হঠাৎ করে 5 সেকেন্ড বা 15 সেকেন্ড এর অন্য একটি video চলতে শুরু করে, এইগুলোই হল Ads Break.
তবে Facebook videos monetization এর মাধ্যমে ফেসবুক ভিডিও থেকে আয় করার জন্য আপনাকে ফেসবুকের কিছু Terms & Conditions মেনে চলতে হবে। ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় গুলো যদি বিস্তারিত ভাবে জানতে চান, তবে কমেন্টে জানান।এই বিষয়ে একটি বিস্তারিত article কিছু দিনের মধ্যে প্রকাশ করা হবে।
6. Facebook Marketing থেকে টাকা ইনকাম করার উপায়
Facebook Marketer হয়ে ও আপনি ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তবে একজন সফল Marketer হওয়ার জন্য আপনার মধ্যে অনেক গুলো গুণ থাকতে হবে। একজন সফল Marketer এর নিম্নে উল্লেখিত গুণ গুলো থাকা চাই
- আপনার ভিতরে Facebook Friendly Contents লেখার অভিজ্ঞতা থাকা চাই।ভালো contents লেখার ফলে আপনি ফেসবুক ইউজারদের মনের অবস্থা বুঝতে পারবেন যে তারা কি ধরনের পোস্ট পছন্দ করে।
- আপনার ফেসবুকের পরিসংখ্যান পড়তে আসা উচিত। এর অর্থ হ’ল আপনার জানা উচিত যে কোন ধরণের পোস্ট কখন প্রকাশ করা উচিত।
- কোন ধরণের বিষয়বস্তু কখন পোস্ট করতে হয় অর্থাৎ কোন ধরনের পোস্ট কখন ভাল perform করে, সেই বিষয়ে আপনার সর্বদা জানা উচিত।
- আপনাকে নিজের মধ্যে ভাল কৌশলগত জ্ঞান বাড়াতে হবে, কারণ কোনও Campaign সফল করতে একটি ভাল কৌশলগত পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ
উপরে দেওয়া ফেসবুক থেকে আয় করার উপায় গুলো অনুসরণ করে আপনি খুব সহজে ফেসবুক থেকে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।
তাই বলছি উপরে দেওয়া অনলাইনে আয় করার গুরুত্বপূর্ণ উপায় গুলি follow করে , Facebook থেকে অনলাইনে money earn করতে পারবেন। যদি আপনার এমন কোনো বন্ধু আছে, যারা অনেক দিন থেকে Facebook use করছে কিন্তু জানেন না কিভাবে Facebook account থেকে অনলাইনে টাকা ইনকাম করতে হয়।
সেই সব বন্ধুদের কাছে ফেসবুক থেকে আয় করার উপায় গুলো share করবেন। আপনার একটা share থেকে facebook users এর মন বদলিয়ে যেতে পারে এবং facebook use করার সঙ্গে সঙ্গে কিছু taka income ও করতে পারবে।
আরও পড়ুন
Ami facebook a video chere earn korte chai please bolen