জিমেইল পাস ওয়ার্ড ভুলে গেছি, ভুলে যাওয়া পাসওয়ার্ড – ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড খোলার নিয়ম – Hello Friends, helpwb.com এ আপনাদের সবাই কে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য এমন একটি সমস্যার সমাধান নিয়ে এসেছি, যে সমস্যার মুখোমুখি আমাাদের সবাইকে কোন এক সময়ে হতে হয়েছে। আমি সেই সমস্ত internet ব্যবহারকারীর কথা বলছি যারা তথ্য আদান-প্রদান করার জন্য ইমেইল আইডি হিসাবে জিমেইল একাউন্ট ব্যবহার করে থাকেন।
Gmail হল গুগলের একটা free service. জিমেইল আইডি কে আমরা ইমেইল আইডি বলে থাকি। এর মাধ্যমে আমরা অন্য কোন লোকের ইমেইল আইডিতে ইন্টারনেটের সাহায্যে photo, video, text message এবং বিভিন্ন প্রকারের file মেল করতে পারি।
তবে অনেক সময় এমন হয় যে আমরা জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাই এবং আমরা যদি জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই তবে কী করতে হবে তা আমরা জানি না, তাই আজ আমরা আপনাকে এই তথ্যটি দিতে যাচ্ছি।
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যেকোন তথ্য ভাগ করে নেওয়ার জন্য জিমেইল একটি খুব বড় নেটওয়ার্কে পরিণত হয়েছে। যা আজ লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করছে, যার বেশিরভাগ user মোবাইলে ব্যবহার করেন। অনেক লোক আছেন যারা অজান্তেই নিজের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান। তখন তারা নিজের ইমেইল অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়। কারণ হল তারা জানেনা কিভাবে ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে হয়। আপনি যদি নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পেতে চান তবে এই পোস্ট টি শেষ প্রযন্ত পড়ুন।
জিমেইল এমন একটি একাউন্ট যার মাধ্যমে আমরা প্রয়োজনীয় তথ্য অনেক লোকের সাথে Share করতে পারি এবং অ্যাকাউন্টটির security এর জন্য একটা পাসওয়ার্ড ব্যবহার করা হয় যা জিমেইল পাসওয়ার্ড নামে পরিচিত। সুতরাং আপনি যদি নিজেকে রক্ষা করতে চান তবে আপনার Gmail অ্যাকাউন্টটিও সুরক্ষিত রাখতে হবে।
যদি আপনি জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করে আপনার gmail id safe রাখতে চান, তবে নিচে দেওয়া হলো কিভাবে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়।
জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করা খুব সহজ। আপনার অ্যাকাউন্টটির সুরক্ষার কারণে আপনার Gmail পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। আপনি কীভাবে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করবেন সে সম্পর্কে যদি আরও জানতে চান তবে নিচে দেওয়া link এ click করে জেনেনিন কিভাবে gmail password পরিবর্তন করতে হয়।
Also Read : কিভাবে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করব।
Kivabe Forget Gmail password recover korbo :
যদি আপনি আপনার নিজের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন এবং কীভাবে ভুলে যাওয়া পাসওয়ার্ডটি সন্ধান করবেন সে সম্পর্কে ভাবছেন। কিন্তু ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড খোলার নিয়ম আপনার জানা নেই। তাই আজকে আমি আপনাকে ভুলে যাওয়া পাসওয়ার্ড খোলার নিয়ম বলবো । Gmail id forget password recover করার জন্য আজকে আমি আপনাদের 3 টি পদ্ধতি বলব।
তার আগে জানতে হবে Forget gmail password reset করার জন্য কি কি প্রয়োজন। ভুলে যাওয়া ইমেইল পাসওয়ার্ড recover করার জন্য যে জিনিস গুলো প্রয়োজন সেই গুলি হল-
Gmail Last Password, Mobile Number, Recovery Email Address
উপরে দেওয়া 3 টির মধ্যে যে কোন একটা হলেই আপনি আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড রিকভার করতে পারবেন।
প্রথম পদ্ধতি : Last Gmail Password
- প্রথমে নিজের মোবাইলে অথবা Computer এ জিমেইল এর officials website www.gmail.com open করুন । সেখানে log in করার option থাকবে নিচে দেওয়া photo এর মতো দেখাবে। সেখানে নিজের ইমেইল আইডি দিয়ে Next Button এ Click করুন।
2. Next button এ click করার পরে একটা নতুন পেজ open হবে সেখানে নিচে Forget Password এ click করুন।
3. আবার একটা নতুন পেজ open হবে, সেখানে লেখা থাকবে Enter the last password. যদি last password জানা থাকে তাহলে password দিয়ে next button এ Click করে Gmail Forget Password recover করতে পারবেন। আর যদি last password মনে না থাকে, তবে Try Another Way তে Click করুন।
Second পদ্ধতি – Recovery Email Address
Try Another way তে click করার পরে next page এ লেখা থাকবে Get a Verification Code. এর জন্য next button এ Click করুন। Click করার পরে আপনার Recovery Email এ verification code চলে আসবে এবং আপনি আপনার জিমেইল একাউন্টের পাস ওয়ার্ড reset করতে পারবেন। যদি Email না থাকে তবে Try Another Way তে click করুন।
Gmail Account Recovery by Mobile Number
তার পরে একটা নতুন পেজ খুলবে, নিচে দেওয়া photo এর মতো, সেখানে আপনি আপনার Register Mobile Number এ Text অথবা Call button এ Click করে Verification Code দিয়ে ভুলে যাওয়া ইমেইল আইডির পাস ওয়ার্ড রিকভার করতে পারবেন।
উপরে দেওয়া পদ্ধতি গুলোর যে কোন একটা পদ্ধতি follow করে New Password এর Page চলে আসবে। সেখানে নিজের নতুন পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড button এ Click করুন।
আশাকরি উপরে দেওয়া পদ্ধতি গুলো দিয়ে আপনি আপনার জিমেইল একাউন্টের পাস ওয়ার্ড Reset করতে পারবেন। যদি মনে হয় এই পোস্ট টির মানুষের উপকারে আসবে তাহলে অবশ্যই Social Media তে Share করুন, যাতে আমার সেই সব বন্ধুদের কাজে আসে যারা internet এ Search করতে থাকে, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি।
I forgot my Gmail account password, nothing is open, this email id is given everywhere, I’m having a hard time,