কিভাবে Gmail Password পরিবর্তন করতে হয় – জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

কিভাবে Gmail Password পরিবর্তন করতে হয় – জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম – Hello বন্ধুরা helpwb.com এ আপনাকে স্বাগত জানাই। Heading দেখে আসা করি আপনি বুঝতে পেরেছেন আজকে আমরা জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। যদি আপনি ও কোন কারণে গুগল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান, তাহলে আজকের এই পোস্ট টি আপনার উপকারে আসবে।

যদি জিমেইল এর কথা বলা হয়, তবে আমরা সকলেই জানি জিমেইল একাউন্ট world এর সবচেয়ে বেশি জনপ্রিয় ইমেইল আইডি। জিমেইল, গুগলের একটা নিজস্ব প্রোডাক্টস যা 2004 সালে launch করা হয়েছিল। যদি আপনি জিমেইল একাউন্ট এর সম্মন্ধে আরও বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই comment করে জানাবেন।

কিভাবে Gmail Password পরিবর্তন করতে হয় – জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হল কিভাবে google, gmail id এর পাসওয়ার্ড চেঞ্জড করতে হয়, তা জানার আগে জানব কেন আমরা জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করব। Password change করার বেশ কিছু গুরুত্বপূর্ণ কারন রয়েছে, সেগুলো নিচে আলোচনা করা হল।

জিমেইল Password change করার কারণ :

মাঝে মাঝে আমাদের জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। কারণ আমরা সবাই জানি যে ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের সর্বত্র একটি gmail id প্রয়োজন। ইন্টারনেটে অনেক জায়গায়, আমাদের জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে log in করতে হয়। কিন্তু অনেক সময় আমরা আমাদের জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে log in করি but log out করতে ভুলে যাই।

যার ফলে আমাদের জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি বেড়ে যায়।আর যদি আপনার জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় , তবে এতে থাকা প্রয়োজনীয় ডেটার অপব্যবহার করা যেতে পারে। তাই আমাদের মাঝে মাঝে Gmail Password পরিবর্তন করা উচিত।

জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করে আপনি আপনার জিমেইল আইডি নিরাপদ রাখতে পারবেন। এবং আপনি যদি ভুলবশত gmail id log in করার পরে যদি কখনও log out করতে ভুলে যান, তবে Gmail password change করার পরে, আপনার জিমেইল অ্যাকাউন্টটি সব জায়গা থেকে নিজে থেকেই log out হয়ে যাবে। কিন্তু আপনি কেবল নতুন পাসওয়ার্ড দিয়ে log in পারবেন।

আপনার জিমেইল অ্যাকাউন্টটি safe and secure রাখতে, 6 মাসের মধ্যে কম করে একবার জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। এখন আমরা জানব কিভাবে গুগল জিমেইল ইমেইল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়।

কিভাবে Gmail Password পরিবর্তন করতে হয় / Google Password change করার নিয়ম :

প্রথমেই বললাম মাঝে মাঝে আমাদের জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। কিন্তু এখন প্রশ্ন হল কিভাবে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়? Gmail password পরিবর্তন করা খুবই সহজ। আমরা mobile phone এবং computer দুটোর মাধ্যমে passward change করতে পারবো। তবে যেহেতু বেশিরভাগ লোক স্মার্টফোনের ব্যবহার করে থাকে, তাই আজকে আমি আপনাদের সহযোগিতা করব কিভাবে জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড mobile এবং কম্পিউটার এর মাধ্যমে পরিবর্তন করতে হয়।

স্মার্টফোনের মাধ্যমে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম :

Gmail password পরিবর্তন করার জন্য স্মার্টফোনের প্রয়োগ করলে 2 মিনিটে আপনি আপনার গুগল একাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। স্মার্টফোনের মাধ্যমে জিমেইল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য নিচে দেওয়া প্রয়োজনীয় step গুলো follow করুন।

Step-1: First নিজের mobile এ installed Gmail app open করুন। নিচে দেওয়া photo এর মতো দেখাবে। Left side এর উপরের দিকে তিনটা বারে click করুন।

gmail password পরিবর্তন

Step-2: তিনটা বারে click করার পরে একেবারে নিচের দিকে ‘Setting ‘ এ click করুুন।

gmail password পরিবর্তন

Step-3 : Setting option এ click. করার পরে আপনার যতগুলো জিমেইল একাউন্ট আছে। সেই গুলি দেখতে পাবেন। যে Gmail id এর passward change করবেন, সেই জিমেইল আইডি তে click করুন ।

gmail password পরিবর্তন

Step-4 : Click করার পরে একটা নতুন পেজ open হবে সেখানে প্রথম option ‘Account‘ ( manage your google account) এ click করুন।

gmail password পরিবর্তন

Step-5 : Account এ click করার পরে আর একটা নতুন পেজ open হবে সেখানে ‘Security’ option sellect করে Signing in to google ‘ Password ‘ এ Click কিরুন।

gmail password পরিবর্তন

Step-6: PASSWARD Select করার পরে একটা new page খুলবে নিচে দেওয়া Screen shots এর মতো। এখানে আপনি আপনার জিমেইল আইডির old passward দিয়ে Next Button এ click করুন।

gmail password পরিবর্তন

Step-7 : Next Button এ click করার পরে একটা নতুন পেজ open হবে সেখানে দুই জায়গায় New password দিয়ে Change Password button এ Click করুন।

Change password এ click করার পরে একটা মেসেজ দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে আপনার জিমেইল ইমেইল একাউন্টের পাসওয়ার্ড successfully পরিবর্তন করা হয়েছে। উপরে দেওয়া পদ্ধতির মাধ্যমে খুব সহজে স্মার্টফোনের সাহায্যে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

Computer এর মাধ্যমে Gmail password change করার নিয়ম :

Gmail password পরিবর্তন করা খুবই সহজ। এতক্ষণে আমরা জেনেছি স্মার্টফোনের মাধ্যমে কিভাবে ইমেইল আইডির পাসওয়ার্ড change করতে হয়। এখন আমরা জানব কম্পিউটারের মাধ্যমে gmail id এর passward কেমন করে পরিবর্তন করতে হয়। Computer এর মাধ্যমে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম খুব সহজ সরল ভাবে নিচে তুলে ধরা হল।

Step-1 : First আপনি গুগলের official website www.gmail.com type করে নিজের gmail id ও password দিয়ে log in করুন।

Step -2 : Log in করার পরে আপনার সামনে একটা নতুন page open হবে। ঠিক নিচে দেওয়া screen shot এর মতো। New page এর উপরের ডান দিকে Setting icon এ click করুন।

gmail password পরিবর্তন

Step-3 : Setting icon এ click করার পরে আপনার সামনে একটা নতুন window খুলবে। নিচে দেওয়া screen shot এর মতো। সেখান চার নম্বরে ‘Accounts and Import ‘ options select করুণ। তারপর একটু নিচে ‘ Change Password ‘ লেখা থাকবে, change password এ click করুন।

gmail password পরিবর্তন

Step-4 : Change Password এ ক্লিক করার পরে একটা নতুন পেজ open হবে সেখানে আপনাকে আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড দিয়ে sign in করতে হবে।

Step-5 : Sign in করার পরে অবশেষে যে page খুলবে, যেখানে আপনাকে New জিমেইল পাসওয়ার্ড দিতে হবে। তারপরে নতুন পাসওয়ার্ডটি নিশ্চিত করতে একই পাসওয়ার্ডটি আর একবার দিতে হবে এবং change password এ ক্লিক করুন।

Step-6 : Change password এ click করার পরে এখন আপনার সামনে একটি message show করবে Your password was change মানে আপনার জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে। এখন Get Started button এ ক্লিক করুন।

আশাকরি কিভাবে gmail password পরিবর্তন করতে হয় পোস্ট টি আপনার ভালো লেগেছে এবং এর মাধ্যমে উপকূত হয়েছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই post টি social media sites এ বন্ধুদের সঙ্গে share করবেন। যাতে করে post টি সেই সব বন্ধু দের কাছে পৌছাই যারা জানে না কিভাবে গুগল একাউন্টের Password change করতে হয়।

5 thoughts on “কিভাবে Gmail Password পরিবর্তন করতে হয় – জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম”

  1. Ahaa, its nice discussion about this paragraph at this place at this website, I have read all that, so at this time me also commenting here. Roseanna Carroll Rochkind

    Reply

Leave a Comment

error: Content is protected !!