ফ্রি ফেসবুক পেজ প্রমোট করার নিয়ম

কিভাবে ফেসবুক পেজ বুস্ট করব – ফেসবুক পেজ প্রমোট করার নিয়ম : Hello বন্ধুরা প্রতি দিনের মতো আজকে ও সবাই কে helpwb.com এর পক্ষ থেকে স্বাগত জানাই। ফেসবুক world এর most popular social media sites এটা আমাদের সকলের জানা। ফেসবুক তার ইউজারসদের অসংখ্য ফ্রি পরিসেবা দিয়ে থাকে, তার মধ্যে অন্যতম হল ফেসবুক পেজ।

ফেসবুক পেজ কে আমরা একটা public profile ও বলতে পারি। যেখানে সাধারণ লোক থেকে বড়ো বড়ো নেতা সেলেব্রিটি, players, Actor and Actress সবাই নিজের ফেসবুক ফ্যান পেজ বানিয়ে রেখেছে।

এছাড়াও যদি আপনি কোন ওয়েবসাইট, বিজনেস অথবা দোকানের মালিক হয়ে থাকেন, তবে ফেসবুক পেজের মাধ্যমে আপনার প্রোডাক্টস ফ্রি প্রমোট করতে পারবেন।

ফেসবুক পেজ তৈরি করা খুব সহজ, যে কোন লোক নিজের শখের জন্য ও ফেসবুক পেইজ খুলে বন্ধু দের সঙ্গে ফটো, ভিডিও, স্টাটাস share করতে পারবেন।

যদি এখনো পর্যন্ত আপনি ফেসবুক পেজ তৈরি না করে থাকেন, হতে পারে আপনার জানা নেই কিভাবে Facebook page খুলতে হয়। নিচে লিংক দিলাম যেখানে ফেসবুক পেজ বানানোর পদ্ধতি গুলো বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

পড়ুন : ফেসবুক পেইজ কি – কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়।

আশাকরি উপরে দেওয়া পোস্ট টি পড়ে জানতে পেরেছেন কিভাবে Facebook pages খুলতে হয়।

Facebook page open করা বড়ো ব্যাপার না, আসল জিনিস হল ফেসবুক পেজে like, followers. যে পেইজে যত বেশি like ও followers থাকবে, সেই পেজ ওয়েবসাইট অথবা যে কাজের জন্য তত ভালো।

তাই বলি Facebook pages open করলে হবে না ফেসবুক পেজ বুস্ট অথবা ফেসবুক পেজ প্রমোট করতে হবে। যাতে Followers এবং likes বুস্ট হতে থাকে।

কিছু বন্ধু এমন আছে যারা ফেসবুক পেজ বুস্ট করার সঠিক নিয়ম জানেনা। এমনকি তারা এটা জানে না কিভাবে ফেসবুক পেজ চালাতে হয়।

তাই তারা অনলাইনে গুগল সার্চে সার্চ করতে থাকে কিভাবে ফেসবুক পেজ চালাতে হয়, ফ্রি ফেসবুক পেজ প্রমোট কিভাবে করব,ফেসবুক পেজ বুস্ট করার নিয়ম

কিন্তু বন্ধুরা ফেসবুক পেজ চালানোর জন্য Facebook pages boost করার পদ্ধতি বা ফ্রি ফেসবুক পেজ প্রমোট করার নিয়ম গুলো ও জানতে হবে।

তাই আজকে এই পোস্টের মাধ্যমে আমরা জানব কিভাবে আমরা আমাদের Facebook পেজ কে সঠিক ভাবে promote অথবা Boost করব।

এই পোস্ট টি সম্পুর্ণ পড়ার পরে আশাকরি ইন্টারনেটে আপনাকে আর সার্চ করতে হবে কিভাবে ফেসবুক পেজ free promote বা boost করতে হয় এবং Facebook page promote or boost নিয়ে যতসব confusion দূর হয়ে যাবে।

কিভাবে ফেসবুক পেজ বুস্ট কর‍তে হয় – ফেসবুক পেজ প্রমোট করার নিয়ম

ফেসবুক পেজের যদি like and followers বেশি থাকে তাহলে ফেসবুক পেজে করা পোস্ট বেশি লোকের কাছে পৌছাবে এবং সেই Facebook page likes এবং followers কে আমরা Revenue তে convert করতে পারব।

এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন ফেসবুক পেইজে likes and followers এর গুরুত্ব কতটা।

তাই আজকের পোস্টে আমরা জানব কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ কে বুস্ট করবেন।

আমরা দুই ভাবে Facebook page boost করতে পারব।এক ফ্রি ফেসবুক পেজ প্রমোট অপর টি হল Paid Facebook page promote.

আজকের পোস্টে আমরা জানব ফ্রি ফেসবুক পেজ প্রমোট করার নিয়ম গুলো বিস্তারিত ভাবে আলোচনা করব।

ফ্রি ফেসবুক পেজ প্রমোট করার নিয়ম

বন্ধুরা এখন আমি আপনাদের সঙ্গে Free Facebook page promote করার মোট 8 টি পদ্ধতির কথা বলতে চলেছি।যে পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি আপনার ফেসবুক পেজ এর লাইক এবং followers বাড়াতে পারবেন।

ফেসবুক পেজ ফ্রী বুস্ট করার পদ্ধতি গুলো নিম্নে বিস্তারিত ভাবে আলোচনা করা হল –

  1. Invite Your Friends,
  2. Groups Sharing,
  3. Page to Page Sharing,
  4. Audience Diversions,
  5. Instant Article Growth,
  6. Live Streaming,
  7. Original Video Content Sharing,
  8. Copyright Short videos Sharing.

Invite Your Friends: এই পদ্ধতি টির কথা শুনে আপনার Basic পদ্ধতি মনে হলেও এই পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটা কাযকারি পদ্ধতি। কারণ আপনি যখন পেজ create করবেন তখন Facebook, বন্ধুদের invites করতে বলে , বন্ধুদের invite করে Starting 100 থেকে 200 Facebook like নিতে পারবেন। তারপর আপনি আপনার বন্ধুদের তার বন্ধুদের invite করতে বলবেন। একইরকম ভাবে তার বন্ধুরা তার বন্ধুদের invite করবে।এই ভাবে একটা Chain তৈরি করতে পারলে।শুরুতে 2000+ Facebook likes খুব সহজে পেয়ে যাবেন।

Group Sharing: আপনার ফেসবুক পেজ এর সঙ্গে related অনেক ফেসবুক গ্রুপ, ফেসবুকে পেয়ে যাবেন। সেই গ্রুপ গুলো join করুন। তারপর আপনি আপনার ফেসবুক পেজে ফটো, ভিডিও পোস্ট করুন এবং সেই পোস্ট গুলো কে আপনার ফেসবুক পেজের মাধ্যমে আপনার join করা গ্রুপ গুলোতে share করুন। এর ফলে আপনার পোস্ট বেশি লোকের কাছে পৌছাবে এবং পেজের লাইক এবং followers বাড়বে।

Page Sharing : এই উপায় টি Group Sharing এর মতোই। এই পদ্ধতিতে আপনি আপনার পেজ কে অন্য কোন বড়ো পেজে Share করবেন। হতে পারে আপনার কাছেই বড়ো পেজ আছে অথবা আপনার কোন বন্ধুর কাছে বড়ো ফেসবুক পেজ আছে। অর্থাৎ এই পদ্ধতি তে পেজ কে পেজে share করে আপনার ফেসবুক পেজের লাইক এবং followers বাড়াতে পারবেন।

Audience Diversions : Audience Diversions করুন এর অর্থ হল Audience কে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। একটি উদাহরণের মাধ্যমে বুঝানোর চেষ্টা করছি।মনে করুন আপনার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে ভিডিও তে আপনার অনেক ভিউ হয়। এখন আপনি একটা নতুন ফেসবুক পেজ খুলেছেন, ইউটিউব ভিডিও তে আপনি আপনার Facebook page এর কথা বলুন এবং Video Description এ ফেসবুক পেজের লিংক দিয়ে দিন। এর ফলে আপনার অনেক Youtube এর Followers link এ ক্লিক করে আপনার ফেসবুক পেইজ লাইক করতে পারে।

Instant Article Growth: যদি আপনি Facebook এর কাছে Instant Articles এর Approved নিয়ে নিতে পারেন, তবে Facebook Instant Article এর মাধ্যমে ও ফেসবুক পেজে লাইক এবং followers বাড়াতে পারবেন। যখন কেউ আপনার পেজের instant article open করবে সে তার সামনে Follow করার Button দেখতে পাবে। যদি আপনার ফেসবুক পেজ এর Instant article approved হয়ে যায়, তাহলে ফেসবুক আপনার পেজ কে Growth করতে সাহায্য করবে।

Live Streaming: Facebook page এ live Streaming চালিয়ে ও ফেসবুক পেজ বুস্ট করতে পারবেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কোন বিষয়ের উপরে live stream করব। live stream সবসময় কোন event এর করবে, যেমন – Republic Day,New Years, etc. IPL এর লাইভ স্ট্রেম করা আইনত নিষিদ্ধ তবু ও অনেকে গত IPL এ live Streaming করে হাজারো পেজ লাইক ও Follower বাড়িয়েছে।

Original Video Content Sharing: ফেসবুকে অরিজিনাল ভিডিও কন্টেন্ট share করেও ফেসবুক পেজ প্রমোট করতে পারবেন। যদি আপনি ফেসবুকে Original অর্থাৎ নিজের তৈরি করা ভিডিও শেয়ার করেন, তাহলে এখান থেকে আপনি দুই ভাবে উপক্রিত হতে পারেন।এক আপনি আপনার ভিডিও কে Monetized করে টাকা ইনকাম করতে পারবেন। এবং দুই ফেসবুক আপনার ভিডিও কে দেখার জন্য অন্য কে Recommend করবে ফলে টাকা ইনকাম এর সঙ্গে সঙ্গে ফেসবুক পেজ এর Followers ও বাড়তে থাকবে।

Copyrighted Short Video Sharing: ফেসবুকে Copyright short video share করে ও ফেসবুক পেজ কে প্রমোট করতে পারবেন। ফেসবুকে আপনি অনেক ভিডিও দেখেছেন, যেমন – কমেডি ভিডিও, Cricket short video, movie clip ইত্যাদি ভিডিও চালিয়ে ও ফেসবুক পেইজে হাজার হাজার followers increase করতে পারবেন। কিন্তু ভিডিও শেয়ার করার সঠিক নিয়ম জানতে হবে, যেন কপিরাইট ক্লেইম কেউ না করে।

আশাকরি ফেসবুক পেজ বুস্ট বা ফ্রি ফেসবুক পেজ প্রমোট করার নিয়ম post টি সম্পুর্ণ পড়ার পড়ে Facebook page promote free এর সঙ্গে related সব প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরেও যদি কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই comment করে জানাবেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

যদি Article টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্ট টি Social Media sites এ বন্ধুদের সঙ্গে share করবেন।

6 thoughts on “ফ্রি ফেসবুক পেজ প্রমোট করার নিয়ম”

Leave a Comment

error: Content is protected !!