কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন – ফেসবুক আইডি সুরক্ষিত রাখার উপায় – ফেসবুক বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আর যাদের ইন্টারনেটের সামান্য জ্ঞান আছে তারাও ফেসবুক ব্যবহার করেন।যে কোনও পরিষেবাতে সিকিউরিটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এজন্য ফেসবুক ও তার ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলি সুরক্ষিত করতে বেশ কিছু security system দিয়েছে।
বর্তমানে ফেসবুকের সুরক্ষা অনেক উন্নত করা হয়েছে। ফেসবুক এমন একটি সুরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে, যাতে ফেসবুক অ্যাকাউন্টগুলির ইউজার নেম এবং পাসওয়ার্ড জানা থাকলে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলি হ্যাক করতে পারবেনা।
সত্যি কথা বলতে, সোশ্যাল মিডিয়া সাইটগুলি আগে থেকেই সুরক্ষিত থাকে, তবে আমরা সামাজিক মিডিয়া সাইটগুলির সুরক্ষা সেটিংস উপেক্ষা করি। যার জন্য হ্যাকার খুব সহজেই আমাদের Facebook account হ্যাক করে এবং আমাদের ব্যক্তিগত ডেটা চুরি করে।
ফেসবুক আজকের বিশ্বের একটি খুব পরিচিত শব্দ। আমাদের প্রায় সবার ফেসবুকে একাউন্ট আছে। প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করেন। তার সাথে, প্রতিদিন 7 লক্ষ প্লাস ফেসবুক অ্যাকাউন্ট চুরি করতে ভুল পাসওয়ার্ড ব্যবহার করা হয়।
পড়ুন – কিভাবে ফেসবুক একাউন্ট তৈরি করতে হয়?
আমরা আমাদের Facebook account ব্যক্তিগত ডেটা, নথি এবং অন্যান্য প্রয়োজনীয় ফাইল রাখি। সুতরাং FB id হ্যাক হয়ে গেলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারি। আজ, এই পোস্টের মাধ্যমে, আমরা ফেসবুক আইডি সুরক্ষিত রাখার উপায় গুলো বিস্তারিত ভাবে জানব।
How to Secure Facebook Account – ফেসবুক আইডি সুরক্ষিত রাখার উপায়
বর্তমানে ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার সবচেয়ে বড়ো কারণ হল খামখেয়ালি ভাবে ফেসবুক ব্যবহার করা অর্থাৎ Facebook এর Setting ভালো ভাবে করে না রাখা।
তাই আজকের এই পোস্টে আমরা Facebook id কে Secure করার জন্য 9 টি সেরা Facebook tips and tricks নিয়ে আলোচনা করব।এই 9 টি secret ফেসবুক টিপস্ অনুসরণ করে আপনি আপনার Facebook account এর Security increase করতে পারবেন।
এবং কেউ আপনার Fb id সহজে হ্যাক করতে পারবেনা এমনকি আপনার কোন Personal Data চুরি করতে পারবেনা।
Facebook id এর সিকিউরিটি বৃদ্ধি করার জন্য ফেসবুক আইডি সুরক্ষিত রাখার উপায় গুলো অনুসরণ করুন।
1. Facebook এর Log out Setting করে Security Increase করুন
Facebook Log out setting করেও আপনি আপনার ফেসবুক একাউন্টের সিকিউরিটি বৃদ্ধি করতে পারবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে Facebook log out সেটিং করে আবার কিভাবে ফেসবুক একাউন্ট সুরক্ষিত রাখা যায় ?
অনেক সময় আমরা নিজের phone ছাড়া অন্য কোনো Mobile phone অথবা Computer এ ফেসবুক লগইন করে থাকি এবং লগ আউট করতে ভুলে যায়। তাই এই লগ আউট সেটিংস করলে দেখতে পাবেন কোথায় কোথায় আপনার Fb id sign in করা হয়েছে এবং এখান থেকে এক সাথে সমস্ত জায়গা থেকে লগ আউট করতে পারবেন।
ফেসবুক লগ আউট সেটিংস করার জন্য প্রথমে Setting অপশনে গিয়ে Security setting এ গিয়ে “Where you’re logged in” অপশনে যান, সেখানে দেখতে পাবেন কোথায় কোথায় আপনি sign in করেছেন এবং এক সঙ্গে log out করতে পারবেন।
2. Keep me Log in Box কখনো টিক করবেন না
যখন আমরা Fb sign in করি তখন আমরা আমাদের Fb user id এবং পাসওয়ার্ড এর ব্যবহার করে থাকি। আপনি যখন sign in করবেন, তখন অবশ্যই আপনি দেখে থাকবেন keep me log in এর একটি বিকল্প রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন তবে লগ আউট না হওয়া পর্যন্ত আপনি সাইন ইন থাকবেন।
এই বিকল্পটি কেবল আপনার নিজের মোবাইলে ফোন অথবা কম্পিউটারে ব্যবহার করুন, অন্য কোনও বন্ধুর কম্পিউটার বা নেট ক্যাফেতে ফেসবুক ব্যবহার কিরবেন তবে কখনও keep me log in box এ টিক করবে না।
3. সবসময় Strong Password use করুন
Facebook account open করার সময় বেশির ভাগ নতুন ইউজারস Password হিসাবে নিজের মোবাইল নম্বর দিয়ে থাকে। যদি এই ভুল আপনি ও করে থাকেন তবে অবশ্যই password change করেনিন। Facebook account secure করার জন্য সব সময় strong pasdword ব্যবহার করবেন।
আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে strong password create করতে হয়। Strong password তৈরি করার সময় Alphabet, digit এবং special characters ব্যবহার করুন।
For Example, Weak Password – 98765432, Strong password – hn9876#, Very Strong password – Help675#@.
4. Fb Log in alert on করে সিকিউরিটি বৃদ্ধি করুন
Facebook log in alert on করেও আপনি আপনার ফেসবুক আইডি সুরক্ষিত করতে পারবেন। লগ ইন alert অন করার পরে কেউ যদি আপনার fb id তে লগ ইন করার চেষ্টা করে,তবে ফেসবুকের পক্ষ থেকে Mobile phone number অথবা Email id তে একটি মেসেজ বা ইমেইল পাঠানো হবে। যদি আপনি জানতে চান কিভাবে লগ ইন alert চালু করতে হয়,তবে comment করে জানাবেন।
5. Mobile Number এবং Email id hide করে রাখুন
এটি ফেসবুক আইডি সুরক্ষিত রাখার উপায় গুলোর মধ্যে অন্যতম। মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস সবসময় হাইড করে রাখুন। কারন ফেসবুক ইউজার আইডি হিসেবে আমরা সাধারণত মোবাইল নম্বর অথবা ইমেইল আইডি ব্যবহার করে থাকি।
যদি হাইড করে না রাখেন তাহলে সবাই আপনার ফেসবুক লগইন আইডি দেখতে পাবে, যার জন্য হ্যাকার খুব সহজে Fb id হ্যাক করতে পারবে।
পড়ুন – ফেসবুকে ফ্রেন্ড এবং মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার উপায়।
6. সবসময় Registered Browser এবং Apps ব্যবহার করুন
যখন আমরা ফেসবুকে লগইন করি অথবা ফেসবুক দিয়ে অন্য কোন সাইটে লগ ইন করি তখন ফেসবুক এর তরফে জিজ্ঞেস করা হয় এটা কি Trusted divice? যদি আমরা yes করি,তবে লগ ইন করার সময় ফেসবুকের তরফে কোন Notification দেওয়া হবে না।
যদি কোন website এর উপর আপনার আস্থা না থাকে তবে সেই website থেকে কোন softwares download করবেন না।
7. Private বা Incognito Browsing করুন
যখন আপনি ইন্টারনেট অন করে কোন personal computers অথবা laptops এ Facebook log in করবেন।তখন সবসময় Incognito Browsing করবেন।
Incognito Browser ব্যবহার করলে আপনার search history, cookies, cached এবং log ইন ডিটেইলস save হবে না।
8. Antivirus এর ব্যবহার করুন
Computers অথবা Laptops সবসময় antivirus software ব্যবহার করুন।ফেসবুকের তরফ থেকে বলা হয়েছে ল্যাপটপ অথবা কম্পিউটারে এন্টিভাইরাস ব্যবহার করলে ফেসবুক এবং অনান্য সোসাল মিডিয়া আইডি নিরাপদ থাকবে।
Anti-virus ব্যবহার করলে হ্যাকার সহজে ফেসবুক আইডি হ্যাক করতে পারবেনা। তাই সবসময় antivirus software ব্যবহার করুন।
9. Two Factor Authentications এর ব্যবহার করুন
ফেসবুক আইডি সুরক্ষিত রাখার উপায় গুলোর মধ্যে অন্যতম এবং আমার প্রিয় সিকিউরিটি অপশন হল Two Factor Authentication. বর্তমানে, সুরক্ষার দিক থেকে, Two-factor authentication কে সবচেয়ে বেশি সুরক্ষিত মনে করা হয়।
ফেসবুকের এই পরিসেবা টি চালু করার পরে যখন আপনি অন্য কোন mobile, computer অথবা Browser এ ফেসবুক লগইন করবেন,তখন ফেসবুকের পক্ষ থেকে লগ ইন করার জন্য একটা OTP (One-time password) দেওয়া হবে। এই otp submit করার পর আপনি ফেসবুকে লগইন করতে পারবেন।
তাই ফেসবুক আইডি সুরক্ষিত রাখার উপায় এর মধ্যে অন্যতম। যদি এই পরিসেবা অন করতে কোন সমস্যা হয়, তবে কমেন্ট করে বলুন। Two-factor authentication পরিসেবা শুরু করতে আমি আপনাদের সাহায্য করব।
উপরে দেওয়া ফেসবুক আইডি সুরক্ষিত রাখার উপায় গুলো দেখে সহজ সরল মনে হলেও 5 মিনিট সময় দিয়ে ফেসবুক সেটিংস গুলো করেনিন। যাতে ভবিষ্যতে আপনার ফেসবুক আইডি নিরাপদ থাকে এবং কেউ সহজে হ্যাক করতে না পারে।
আশাকরি ফেসবুক আইডি সুরক্ষিত রাখার উপায় পোস্টটি সম্পুর্ণ পড়ার পরে আপনি আপনার ফেসবুক আইডি নিরাপদ করতে পেরেছেন এবং কেউ আপনার fb id চুরি করতে পারবেনা।
উপরে দেওয়া Facebook secret tips গুলো ছাড়া যদি Facebook account secure রাখার কোন পদ্ধতি আপনার জানা থাকে,তবে অবশ্যই comment করে জানাবেন।
আরও পড়ুন ঃঃ