10 টি সেরা ফেসবুক টিপস ও ট্রিকস 2025

Facebook Tips Bangla 2025 – ফেসবুক সর্বাধিক জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট। বর্তমানে আমরা স্মার্টফোনে ফেসবুক ব্যবহার করে বেশিরভাগ সময় ব্যয় করে থাকি। এটি একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের বন্ধু, আত্তীয়স্বজন একে অপরের সাথে যোগাযোগ রেখে কোথায় কি হয়েছে সব খবর পেয়ে যায়।

কিন্তু আপনি কি জানেন ফেসবুকে অনেকগুলি important features রয়েছে, যে গুলো ফেসবুক ব্যবহারকারী হিসাবে কম করে একবার আপনার ব্যবহার করা উচিত। Facebook এর এই টিপস অ্যান্ড ট্রিকস গুলো আপনার ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা বাড়িয়ে তুলবে এবং আপনাকে একজন pro facebook users হিসাবে গড়ে তুলবে।

এমন অনেক Facebook users আছেন যারা ফেসবুক ব্যবহার করেন, কিন্তু ফেসবুক টিপস অ্যান্ড ট্রিকস সম্পর্কে জানে এইরকম লোকের সংখ্যা অনেক কম। আসলে ফেসবুক ট্রিকস ব্যবহার করে ফেসবুক চালানোর মজাটাই এক অন্যরকম অনুভূতি।

যদি আপনি নতুন ইউজারস হয়ে থাকেন,তবে আপনার চিন্তা করার প্রয়োজন নেই। কারন আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদের জন্য ফেসবুকের কিছু কাজের টিপস অ্যান্ড ট্রিক নিয়ে এসেছি, যেগুলো প্রতিটি নতুন ফেসবুক ব্যবহারকারীদের জানা উচিৎ।

সেরা 10 টি Facebook Tips Bangla ভাষায় – ফেসবুক টিপস এন্ড ট্রিকস 2021

আজকে এই পোস্টে আমি আপনাদের সঙ্গে কিছু বাছাই করা প্রয়োজনীয় Facebook tips and tricks Bangla ভাষায় আলোচনা করব।এই Facebook secret tips and tricks গুলো ব্যবহার করে বন্ধুদের তাক লাগিয়ে দিতে পারবেন।

প্রয়োজনীয় ফেসবুক টিপস গুলো নিম্নে বিস্তারিত ভাবে তুলে ধরা হল –

1. আপনার Facebook Profile Avatar কিভাবে তৈরি করবেন?

ফেসবুক সম্প্রতি profile Avatar চালু করেছে। ফেসবুকে আপনি আপনার ব্যক্তিগত কার্টুন অবতার তৈরি করতে পারবেন। আপনি এই প্রোফাইল অবতার গুলি নিজের প্রোফাইল পিকচারে, পোস্টে এবং কমেন্টে স্টিকার হিসাবে এবং ম্যাসেঞ্জার চ্যাটগুলির মধ্যেও ব্যবহার করতে পারবেন ।

এই পরিসেবা ফেসবুক 2020 সালের মে মাসে প্রথম প্রকাশিত করা হয়েছে। নিজের ফেসবুক প্রোফাইলের আবতার তৈরি করার জন্য নিচে দেওয়া স্টেপস গুলো অনুসরণ করুন –

  • প্রথমে আপনার এন্ড্রয়েড মোবাইলে ইন্সটল Facebook app open করে ডান দিকের উপরে তিনটি লাইনে ক্লিক করুন।
  • তারপর আপনার সামনে অনেক গুলো অপশন থাকবে তার মধ্যে একেবারে নিচে “See More” অপশনে ক্লিক করুন।
  • “See more” অপশনে ক্লিক করার পরে “Avatars’ নামে একটি option থাকবে, সেখানে ক্লিক করুন।

এবার Next বাটনে ক্লিক করে নিজের পছন্দের Facebook Profile Avatars create করুন।

2. ফেসবুকে colorized Status পোস্ট কিভাবে করবেন

কিছু দিন আগে ফেসবুক রঙিন ব্যাকগ্রাউন্ড সহ আপনার স্ট্যাটাস পোস্ট করার জন্য একটি নতুন features যুক্ত করেছে। রঙিন স্ট্যাটাস ব্যবহার করা আপনি যেকোনো ফেসবুক ইউজারস এর দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।

ফেসবুকের এই ট্রিকস টি খুব সহজে ব্যবহার করতে পারবেন। এর জন্য যে কাজ গুলো করতে হবে সেগুলো হল-

আপনি যে পোস্ট করবেন, প্রথমে ফেসবুকে সেই Text লিখে শেষ করুন। পোস্ট লেখা শেষ হয়ে গেলে নিচের দিকে Background color নামে অপশন থাকবে, সেই অপশনে গিয়ে নিজের পছন্দের background color select করুন।

3. যেকোনো ফেসবুক ইউজারস এর like করা সমস্ত photo দেখুন।

এটি ফেসবুক টিপস অ্যান্ড ট্রিকস এর একটি অন্যতম Facebook tips. আপনি কি জানেন যে আপনি কেবল একটি search এর মাধ্যমে যেকোনো ফেসবুক ইউজারস এর like করা সমস্ত ফটো খুঁজে পেতে পারেন?

যদি না শুনে থাকেন, তবে আমি আজকে আপনাদের বন্ধুর লাইক করা photo গুলো খুঁজে পেতে সাহায্য করবো। এই প্রসেসটা একেবারে সহজ সরল।

এর জন্য প্রথমে Facebook search bar এ গিয়ে type করুন “Photos like by”. তারপর by এর পরে আপনি যে বন্ধুর পছন্দ করা photos দেখবেন, সেই বন্ধুর নাম লিখতে হবে।

উদাহরণ হিসেবে বলা যায়, মনে করুন আপনার এক ফেসবুক বন্ধুর নাম Surabhi, এবং আপনি এর পছন্দ করা সমস্ত photos দেখতে চান।এর জন্য ফেসবুক সার্চ বারে টাইপ করুন “Photos like by Surabhi”Search করলেই সুরভীর লাইক করা সমস্ত ফোটো দেখতে পাবেন।

4. Facebook Auto play video বন্ধ করুন

অনেক সময় লক্ষ্য করলে দেখতে পাবেন ফেসবুক ওপেন করার সঙ্গে সঙ্গে ফেসবুক ভিডিও অটোমেটিক চলতে শুরু করে। Auto play ফেসবুকের একটি দুর্দান্ত ফেসবুক টিপস এবং ট্রিকস, তবে অনেকের কাছে এটি বিরক্তিকর, বিশেষত যখন আপনি নিজের ডেটা প্যাকটি save করতে চান।

মনে করুন আপনি কোন public place রয়েছেন এবং একটি ভিডিও একটি বিশ্রী শব্দ সহ videos চলতে শুরু করে। এই ক্ষেত্রে, আপনার জন্য এই auto play music বন্ধ করে দেওয়ার উচিত। Facebook auto play videos off করার জন্য নিচে দেওয়া স্টেপস গুলো অনুসরণ করুন

  • প্রথমে Facebook Setting অপশনে যান।
  • তারপর একেবারে নিচে Media & Contact অপশনে ক্লিক করুন।
  • Click করার পরে auto play video বন্ধ করার অপশন পেয়ে যাবেন।

5. Download Facebook Data – নিজের ফেসবুক ডেটা ডাউনলোড করুন

ফেসবুক চালানোর সময় আপনি যে কাজগুলো করি, যেমন – কোনও নাম অনুসন্ধান করা, বিজ্ঞাপনে ক্লিক করা, কোন জায়গাগুলি পরিদর্শন করেছেন, মেসেজ, call log এবং অন্যান্য সমস্ত কিছু।

এই সব কিছু Data ফেসবুক records করে রাখে।যদি আপনি আপনার personal data ফেসবুক থেকে ডাউনলোড করতে চান, তবে নিচে দেওয়া স্টেপস অনুসরণ করুন।

  • প্রথমে Facebook app log in করে Setting অপশনে যান।
  • Setting অপশনে যাওয়ার পরে Your Facebook Information অপশনে যান।
  • তারপর Download your Information অপশনে ক্লিক করুন।
  • এবার আপনি যে ডেটা ডাউনলোড করতে চান, তা select করুন এবং কোন formats এ ফাইল ডাউনলোড করবেন তা ও সিলেক্ট করে create অপশনে ক্লিক করুন।

6. Download Facebook Videos – যেকোনো ফেসবুক ভিডিও ডাউনলোড করুন।

ফেসবুক চালু করলে আপনি অসংখ্য ফেসবুক ভিডিও দেখতে পাবেন। কিন্ত ফেসবুকে ভিডিও ডাউনলোড করার কোন অপশন নেই।তবে ফেসবুকে ভিডিও save করার অপশন পেয়ে যাবেন। যদি আপনি ফেসবুক ভিডিও ডাউনলোড করতে চান তবে ভিডিও লিংক কপি করে। যেকোনো ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন।

Facebook videos download করার জন্য আলাদা একটি পোস্ট আমাদের সাইটে রয়েছে।জানুন কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে হয়।

7. Disable Birthday Notifications – জন্ম দিনের সূচনা বন্ধ করুন

যখন আমাদের ফেসবুক বন্ধুর সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তখন লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিদিন ফেসবুক বন্ধুদের জন্মদিনের সূচনা আসতে থাকে। যদি আপনি Facebook এর এই Notification বন্ধ করতে চান।

তবে এর জন্য একটি ফেসবুক টিপস এবং ট্রিকস রয়েছে। Birthday Notification বন্ধ করার জন্য নিচে দেওয়া স্টেপস গুলো অনুসরণ করুন –

  • প্রথমে আপনার মোবাইলে ইন্সটল ফেসবুক অ্যাপ খুলে লগইন করে Facebook setting এ গিয়ে Notification এ যান।
  • তারপর on Facebook অপশনে ক্লিক করুন।
  • Click করার পরে সেটিংস লিস্টে Birthday লেখা সার্চ করুন।
  • Finally, Birthday Notification off করুন।

8. Group Conversation mute করুন

যদি আপনি ফেসবুক অনেকগুলো গ্রুপ চ্যাট join করে থাকেন এবং বারবার মেসেজ আসার জন্য বিরক্ত লাগে। তবে গ্রুপ চ্যাট থেকে leave নেওয়ার প্রয়োজন নেই। আপনি এই গ্রুপ চ্যাট mute করতে পারবেন। Group Conversation mute করার ফেসবুক টিপস জানার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো follow করুন।

  • প্রথমে Group conversation open করে সেটিংস অপশনে ক্লিক করুন।
  • তারপর Dropdown menu তে গিয়ে mute conversation অপশনে ক্লিক করুন।
  • তারপরে একটা popup পেজ খুলবে সেখানে time select করে OK বাটনে ক্লিক করুন।

9. পরে দেখার জন্য videos link save করুন।

যদি ফেসবুকে কোন পোস্ট বা ভিডিও আপনার ভালো লেগে যায় এবং তখন দেখার সময় না থাকে তবে এই পোস্ট লিংক save করার একটি ফেসবুক টিপস রয়েছে। ফেসবুক পোস্ট save করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন

  • যে পোস্ট বা ভিডিও লিংক save করবেন সেই পোস্ট খুলে উপরের দিকে তিনটি ডটে ক্লিক করে save link অপশনে ক্লিক করুন।
  • লিংক হলে save link, পোস্ট হলে save post এবং ভিডিও হলে save video অপশনে ক্লিক করুন।

এখন আপনার মনে হতে পারে কিভাবে save post,video দেখবেন। এর জন্য প্রথমে Facebook Explore option গিয়ে Saved অপশনে ক্লিক করুন।

10. News Feed কে most recent এ পরিবর্তন করুন

যখন আমরা আমাদের ফেসবুকের ফ্রন্ট পেজ ওপেন করি, তখন আমরা শুধু Facebook story, Facebook status দেখতে পাই। যদি আপনি মনে করেন এই সেটিংস চেঞ্জ করে most recent করবো, তবে এর জন্য একটা Facebook tips bangla ভাষায় রয়েছে।এর জন্য

  • প্রথমে আপনি কম্পিউটারে ফেসবুক খুলুন।
  • তারপরে বাম পাশের সাইডবারের শীর্ষে নিউজ ফিডের সামনের তিনটি বিন্দু মেনুতে ক্লিক করুন।
  • তারপর একটি ছোট পপ আপ উইন্ডো খুলবে, এখানে “most recent” select করুণ।

এই Facebook Tips and Tricks in Bengali খুবই প্রয়োজনীয় Facebook tips bangla ভাষায় বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। হতে পারে উপরে দেওয়া ফেসবুক টিপস গুলোর মধ্যে কিছু ফেসবুক টিপস আপনার জানা আছে।যে গুলো জানা নেই সেই Tips and tricks গুলো একবার হলেও try করে দেখতে পারে।

আশাকরি Facebook tips bangla ভাষায় বা সেরা 10 টি ফেসবুক টিপস এবং ট্রিক পোস্ট টি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরা ও জানতে পারে ফেসবুকের এই প্রয়োজনীয় Tips and Tricks.

আরও পড়ুন :

1 thought on “10 টি সেরা ফেসবুক টিপস ও ট্রিকস 2025”

Leave a Comment