ফেসবুক মেসেঞ্জার কি এবং কিভাবে ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করতে হয়

ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড 2025 – Hello বন্ধুরা helpwb.com এর পক্ষ থেকে সবাই কে স্বাগত জানাই। এখনকার সময়ে আমরা সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। এর মাধ্যমে আমরা আমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে দিন রাত যেকোনো সময় যোগাযোগ করতে পারি।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা দূরে থাকা যে কোনও ব্যক্তির সাথে কথা বলতে পারি এবং তাদের সাথে যেকোনো ফটো-ভিডিও শেয়ার করতে পারি এবং এর মাধ্যমে অন্য প্রান্তে থাকা যেকোনো লোকের সঙ্গে ভিডিও কল, voice call করতে পারি।

আজকাল ইন্টারনেটে প্রচুর মোবাইল অ্যাপ পাওয়া যায়, যে মোবাইল আপ্পের মাধ্যমে আপনি সবসময় পরিচিত লোকদের সাথে কথা বলতে পারবেন।ঠিক এইরকম একটি অ্যাপ হল ফেসবুক মেসেঞ্জার অ্যাপ। এর মাধ্যমে কেবল কারও সাথে কথা বলতে পারবেন না, ফেসবুকে প্রতিদিন প্রচুর তথ্য share করা হয়।

তাই আজকে এই পোস্টের মাধ্যমে আমরা জানতে চলেছি ফেসবুক মেসেঞ্জার কি এবং কিভাবে ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করতে হয়, তার সাথে Facebook Messenger App কিভাবে চালাতে হয়।

যদি Facebook messenger app download করার সঠিক উপায় এবং ফেসবুক মেসেঞ্জার চালানোর পদ্ধতি আপনার জানা না থাকে, তবে অবশ্যই পোস্টটি সম্পুর্ণ পড়ুন। কারণ পোস্টটি সম্পুর্ণ পড়ার পরে Facebook messenger app এর সঙ্গে মিল সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

ফেসবুক মেসেঞ্জার কি এবং কিভাবে ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করতে হয়

ফেসবুক মেসেঞ্জার কি – What is Facebook Messenger in Bengali

Facebook Messenger, ফেসবুকের নিজস্ব messaging app. ফেসবুক ম্যাসেঞ্জারকে আমরা সাধারণত মেসেঞ্জার হিসাবে জানি।এটি একটি massaging app, এর সাহায্যে আমরা আমাদের ফেসবুক বন্ধুদের সঙ্গে online chat, voice call এবং videos call করতে পারি।

মেসেঞ্জারের সাহায্যে ফেসবুকে কিছু special effect ব্যবহার করে story share করতে পারবেন। মেসেঞ্জারে আপনি অনেক গুলো games পেয়ে যাবেন, যেগুলো আপনি আপনার ফেসবুক বন্ধুদের সাথে অনলাইনে খেলতে পারবেন।

Facebook messenger কেবলমাত্র online chat, voice and video calling এর জন্য তৈরি করা হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অ্যাপের সাহায্যে আমরা গ্রুপ ভিডিও কল ও করতে পারি।

Facebook app এবং Facebook lite এ যে সুবিধা গুলো পাওয়া যায় না, সেই সুবিধা গুলো Facebook messenger app e পেয়ে যাবেন। লক্ষ্য করলে দেখতে পাবেন, ফেসবুক অ্যাপে চ্যাট করার অপশন পাবেন না, চ্যাট করার জন্য Facebook messenger download করতে হবে।

Facebook messenger আপনি মোবাইল এবং কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। মোবাইল ব্যবহার করার জন্য মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করতে হবে এবং কম্পিউটারে ব্যবহারের জন্য browser open করে Messenger Desktop version open করতে হবে।

Facebook messenger এর জন্ম কাহিনী

ফেসবুক বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট। আজ, এই সামাজিক নেটওয়ার্কিং সাইটটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ফেসবুক শুরুর প্রথম দিকে আমরা ফেসবুকে ম্যাসেজ করে ফটো, ভিডিও শেয়ার করতাম, কিন্তু পরে 2014 সালে ফেসবুক ম্যাসেঞ্জারকে ফেসবুক থেকে আলাদা করা হয়, যার নাম দেওয়া হয়েছিল Facebook messenger.

2014 সালের জুলাই মাসে ios এবং Androids mobile এর জন্য ফেসবুক মেসেঞ্জার অ্যাপ Launch করা হয়েছিল। পরে 2017 সালের এপ্রিল মাসে Facebook Messenger Lite প্রকাশ করা হয়েছিল যাতে এমন লোকেরা Facebook messenger app use করতে পারে, যাদের মোবাইল ফুল ভার্সন মেসেঞ্জার অ্যাপ support করে না।

কিভাবে ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করবেন

Androids phone এ Facebook messenger app download করা একেবারে সহজ। যে কেউ খুব সহজে মোবাইলে ফেসবুক মেসেঞ্জার ইন্সটল করতে পারবে।Facebook messenger download করার জন্য নিচে দেওয়া স্টেপস গুলো অনুসরণ করুন।

Step 1. প্রথমে গুগল প্লে স্টোর খুলে “Facebook Messenger” লিখে সার্চ দিন।সার্চ দেওয়ার পরে আপনার সামনে দুটো অপশন আসবে একটা Messenger এবং অন্য টি Messenger Lite ।এখন আপনার মনে হতে পারে আপনি কোন অ্যাপটি ডাউনলোড করবেন?

How to Download Facebook Messenger - কিভাবে ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করব

Messenger: যদি আপনার মোবাইলের Ram বেশি থাকে, তবে এই মেসেঞ্জার ডাউনলোড করুন।যদি কম Ram থাকে, এটি ডাউনলোড না করাই ভালো। কারন আপনার মোবাইল হ্যাং হয়ে যেতে পারে।

Messenger Lite: অসংখ্যা ফেসবুক ইউজারস আছে, যাদের ইন্টারনেটের speed কম তাদের কথা চিন্তা করেই Messenger lite app টি প্রকাশকরা হয়েছিল। যাদের মোবাইলে র‍্যাম ১ জিবি এর কম তারা এই অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করতে পারে।

Step 2. Messenger এবং messenger lite এর মধ্যে যেকোনো একটি play store থেকে ডাউনলোড করে ইন্সটল করুন।

Step 3. Messenger app install হয়ে গেলে, open অপশনে ক্লিক করে apps open করুন। যদি আগে থেকেই আপনার Facebook id থাকে তবে automatic sign in হয়ে যাবে এবং Continue অপশনে ক্লিক করুন।

Step 4. তার পরে, আপনার ফোনে saved contact সিঙ্ক্রোনাইজ করার বিকল্প থাকবে। প্রথম অপশনটি চালু হবে এবং দ্বিতীয় বিকল্পটি নট নাও হবে, যা আপনি নিজের ইচ্ছা অনুযায়ী নির্বাচন করতে পারবেন।

Step 5. তার পরে আপনার সামনে তিনটি অপশন আসবে, প্রতিটি অপশন allow করেদিন।

Step 6. Allow করে দেওয়ার পরে Phone number Update করার অপশন আসবে, mobile number update করেদিন।

এবার আপনার সামনে মেসেজ show করবে যে Messenger Installation complete হয়েছে এবং ok অপশন থাকবে, ok বাটনে ক্লিক করুন।

আশাকরি আপনি জানতে পেরেছেন ফেসবুক মেসেঞ্জার কি এবং কিভাবে ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করতে হয়। যদি পোস্টটি পড়ে আপনি উপক্রিত হয়ে থাকেন, তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যদি ফেসবুক messenger app download ছাড়া অন্য কোন বিষয়ে জানতে চান, তবে কমেন্ট করে জানাবেন।

আরও পড়ুন :


Discover more from HelpWB

Subscribe to get the latest posts sent to your email.

4 thoughts on “ফেসবুক মেসেঞ্জার কি এবং কিভাবে ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করতে হয়”

Leave a Comment

error: Content is protected !!