Facebook group rules bangla ভাষায় কিভাবে তৈরি করবেন

Facebook Group Rules bangla – আগেই আমরা জেনেছি ফেসবুক গ্রুপ খোলার মূল উদ্দেশ্য হল একই বিষয়ে আগ্রহী লোকেদের সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনা করা। এছাড়া ও ফেসবুক গ্রুপের সাহায্যে অনেকে নিজের প্রডাক্টের প্রচার, ব্লগ ওয়েবসাইট এর প্রচার করে থাকে। আবার কেউ কেউ ফেসবুক গ্রুপের সাহায্যে আয় ও করছে।

যেকোনো গ্রুপে অসংখ্য ইউজারস পেয়ে যাবেন, যারা ফেসবুক গ্রুপে একেঅপরের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করে এবং গ্রুপ টি যে উদ্দেশ্যে নিয়ে তৈরি করা হয়, সেই উদ্দেশ্য ব্যহত হয়। তাই ফেসবুক গ্রুপ রুলস তৈরি করে নেওয়া উচিৎ।

সূর্য প্রকৃতির নিয়ম মেনে প্রতি দিন পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। একবার ভেবে দেখুন সূর্য যদি প্রকৃতির এই নিয়ম একদিন মেনে না চলে, তবে কি কি ঘটনা ঘটতে পারে।

তাই ফেসবুক গ্রুপের জন্য Facebook group rules set করতে হবে এবং এই রুলস গ্রুপের প্রতি টি মেম্বার কে মেনে চলতে হবে। শুধু মেম্বার না ফেসবুক গ্রুপ এডমিন কে ও নিজের জন্য রুলস তৈরি করতে হবে এবং নিয়ম অনুযায়ী চলতে হবে।

ফেসবুক গ্রুপের উদ্দেশ্য পূরনের জন্য এডমিন, মডেরেটর এবং গ্রুপ মেম্বারদের গ্রুপের নিয়মাবলি মেনে চলতে হবে।

আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফেসবুক গ্রুপ এডমিন রুলস এবং Facebook group rules bangla ভাষায় কিভাবে তৈরি করতে হয়।

Facebook group rules bangla ভাষায় কিভাবে তৈরি করবেন

এখন আমরা বাংলা ভাষায় Facebook group rules তৈরি করার নিয়ম গুলো জানব।তার আগে জানিয়ে রাখি আমি ফেসবুক গ্রুপের যে নিয়মাবলী গুলো বলতে চলেছি সেই গুলো অন্য কোন গ্রুপের সাথে নাও মিলতে পারে। কারন প্রতি টি গ্রুপ এডমিন নিজের গ্রুপের জন্য আলাদা আলাদা রুলস লিখে থাকে।

আমি কেবলমাত্র Facebook group rules এর একটা উদাহরণ দিচ্ছি, যে ফেসবুক গ্রুপ রুলস কেমন হওয়া উচিত। এই উদাহরণ দেখে খুব সহজে আপনি আপনার ফেসবুক গ্রুপের জন্য একটি আদর্শ নিয়মাবলি তৈরি করতে পারবেন।

Facebook group rules in Bangla ( ফেসবুক গ্রুপ রুলস বাংলা ভাষায়)

এই পোস্টের মাধ্যমে আমি কেবলমাত্র Facebook group rules এর একটা উদাহরণ দিচ্ছি, যে ফেসবুক গ্রুপ রুলস কেমন হওয়া উচিত। এই উদাহরণ দেখে খুব সহজে আপনি আপনার ফেসবুক গ্রুপের জন্য একটি আদর্শ নিয়মাবলি তৈরি করতে পারবেন।

  • প্রথমত এই গ্রুপে সবাইকে স্বাগত জানাই।
  • আপনি এখানে নিজের মতামত স্বাধীনভাবে রাখতে পারবেন।
  • এখানে রাজনীতি সম্পর্কে কিছু পোস্ট করবেন না।
  • এই গ্রুপে আপনার ব্যবসায়ের বিজ্ঞাপন দিবেন না। আমরা আপনার কর্মজীবনে আগ্রহী নই,কেবলমাত্র গ্রুপের নির্দেশিকা অনুসারে আপনার মতামত প্রকাশ করুন।
  • গ্রুপের প্রতি টি মেম্বার একে অপরকে শ্রদ্ধা করবে।
  • যদি গ্রুপের কোনও সদস্য বাজে শব্দ দিয়ে ব্যক্তিগতভাবে অন্য সদস্যকে আক্রমণ করেন,তবে সেই সদস্য কে গ্রুপ থেকে চিরদিনের জন্য ব্লক করা হবে।
  • আপনি পোস্ট করার আগে অবশ্যই চিন্তা করবেন। কারান এটা ফেসবুক, ইন্টারনেটের অন্যতম বৃহত্তম সাইট
  • অন্যের গোপনীয়তার সম্মান করুন!

এছাড়াও অসংখ্য রুলস রয়েছে। পরে আরও অনেক গুলো গ্রুপ রুলস যুক্ত করা হবে। আশাবাদী এই পোস্ট টি পড়ে ফেসবুক গ্রুপ রুলস এর ধারণা আপনার মনে জেগে উঠেছে এবং আপনি কি ফেসবুক গ্রুপের জন্য একটি আদর্শ নিয়মাবলি তৈরি করতে পারবেন।

আশাকরি Facebook group rules in bengali পোস্ট টি আপনার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

3 thoughts on “Facebook group rules bangla ভাষায় কিভাবে তৈরি করবেন”

Leave a Comment

error: Content is protected !!