সেরা 9 টি ফেসবুক গ্রুপ সেটিং 2021

ফেসবুক গ্রুপ সেটিং 2021 – হ্যালো বন্ধুরা helpwb.com এর পক্ষ থেকে সবাই কে স্বাগত জানাই। ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা একই বিষয়ে আগ্রহী লোকেদের সঙ্গে photo, videos একে অপরের সাথে share করে থাকি। এক কথায় বলা যায় ইন্টারনেটে বিভিন্ন বিষয়ে আলোচনা করার অন্যতম মঞ্চ হল ফেসবুক গ্রুপ।

এছাড়াও অনেকে ফেসবুক গ্রুপের সাহায্যে নিজের বিজনেস এর প্রচার এবং অনলাইন মার্কেটিং করে হাজার হাজার টাকা আয় করে থাকে। কিন্তু ইন্টারনেটের অন্যান্য সার্ভিস এর মতো ফেসবুক গ্রুপে ও স্পাম, troling এবং নোংড়া কমেন্ট গ্রুপের মূল উদ্দেশ্য ব্যহত করে অন্য দিকে নিয়ে যায়।

তাই প্রয়োজনীয় ফেসবুক গ্রুপ সেটিং ভালো ভাবে করে এই সব বাজে কমেন্ট বন্ধ করতে হবে। এর জন্য আপনাকে Facebook group manage করার উপায় গুলো জানতে হবে।

আজকের এই পোস্টটি পড়ছেন, এর অর্থ অবশ্যই আপনার একটি ফেসবুক গ্রুপ রয়েছে। যদি না থাকে তবে জেনেনিন ফেসবুক গ্রুপ খোলার সঠিক পদ্ধতি।

আর যদি আপনি ভাবছেন আপনার প্রথম ফেসবুক গ্রুপের নাম কি রাখবেন, তবে আপনি আমাদের এই articles টি পড়তে পারেন। 200+ সেরা ইউনিক ফেসবুক গ্রুপের নাম

আশাকরি আপনি আপনার ফেসবুক গ্রুপ তৈরি করে নিয়েছেন কিন্তু আপনি আপনার ফেসবুক গ্রুপের সেটিং নিয়ে চিন্তিত, আর চিন্তা করার প্রয়োজন নেই। কারণ post title ফেসবুক গ্রুপ সেটিং দেখে বুঝতে পেরেছেন, আজকে আমরা ফেসবুক গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে চর্চা করব।

Most important Facebook Group Setting – প্রয়োজনীয় ফেসবুক গ্রুপ সেটিং 2021

So, এখন আমরা আমাদের মূল আলোচ্য বিষয় ফেসবুক গ্রুপের সেটিংস নিয়ে চর্চা করব। কিন্তু তার আগে আমাদের জানা উচিৎ কেন আমরা ফেসবুক গ্রুপের সেটিং করব।

ফেসবুকে অনেক লোক পেয়ে যাবেন যারা বিভিন্ন group join করে বাজে কমেন্ট করে গ্রুপের সদস্যদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে থাকে। Facebook group setting করার মূল উদ্দেশ্য হল গ্রুপে এই ধরনের লোক join বা পোস্ট করতে না পারে। যদি join করে পোস্ট করে দেয় তবে পোস্ট published হওয়ার আগে ফেসবুক গ্রুপ এডমিন এর Approved হতে হবে। এর ফলে গ্রুপে বাজে কমেন্ট আটকাতে পারবেন।

অনেক সময় দেখে থাকবেন কোন গ্রুপে join হতে চাইলে আপনার সামনে কিছু প্রশ্ন চলে আসে এবং কোন পোস্ট করলে একটা মেসেজ আসে কি আপনার পোস্টটি pending এ রাখা হয়েছে। এটা হওয়ার কারণ হল ফেসবুক গ্রুপ এডমিন নিজের ফেসবুক গ্রুপ সেটিং এই ভাবে করে রেখেছে।

Facebook group setting কে দুটো ভাগে বিভক্ত করে আপনাদের সামনে তুলে ধরব। ফেসবুক গ্রুপ সেটিং এর ভাগ দুটো হল –

  1. Facebook group এর basic setting,
  2. Facebook group এর advance group settings

Facebook group এর প্রাথমিক সেটিং

প্রথমে আমরা আমাদের ফেসবুক গ্রুপের প্রাথমিক সেটিং গুলো নিয়ে আলোচনা করব। ফেসবুকের প্রাথমিক সেটিং গুলো ও আলাদা আলাদা part এ বিভক্ত রয়েছে, সেই গুলো হল –

  • Basic group info setting,
  • Membership Setting,
  • Discussion Setting,
  • Linked Group and Pages,
  • Notification Setting,
  • Features Setting.

আরও পড়ুন : ফেসবুক আইডি সুরক্ষিত রাখার সেরা 9 টি উপায়।

এই প্রতি টি Category কে আলাদা আলাদা করে আলোচনা করবো। তার আগে ফেসবুক গ্রুপ সেটিং পেজে যাওয়ার জন্য যে স্টেপস গুলো অনুসরণ করতে হবে, সে গুলো জেনে নেওয়া যাক।

প্রথমে Facebook sign in করে Group এর Home page open করুন। নিচে দেওয়া ফটো এর মতো।

Facebook group setting

এখানে সবুজ রঙের circle এর মধ্যে Star sign এ ক্লিক করুন। ক্লিক করার পরে একটা পেজ ওপেন হবে।

ফেসবুক গ্রুপ সেটিং

এখানে Group Settings অপশনে ক্লিক করলে ফেসবুক গ্রুপ সেটিং এর পেজ খুলে যাবে। এখানে Basic Facebook group setting এর প্রতি টি ভাগ থাকবে। কিন্তু বোঝার সুবিধার জন্য আলাদা আলাদা করে আলোচনা করবো।

Basic Group info Settings

এই ভাগে যে বিষয় গুলো সেটিং করতে পারবেন সে গুলো হল-

Facebook group info, cover photo,

Name and Description: এখান থেকে আপনি আপনার ফেসবুক গ্রুপের নাম চেঞ্জ এবং Group Description লিখতে পারবেন।

Cover Photo : এই অপশনে ক্লিক করে ফেসবুক গ্রুপের জন্য cover photo সেট করতে পারবেন। কভার ফোটো সেট করার সময় খেয়াল রাখবেন Facebook cover photo size 1,640px by 856px এর মধ্যে হতে হবে।

পড়ুন : ফেসবুক পেজে অটো রিপ্লাই মেসেজ চালু করার পদ্ধতি।

এছাড়াও এখান থেকে group affiliation, group color change, location, tags, privacy setting, Group type ইত্যাদি বিষয় গুলো খুব সহজে পরিবর্তন করতে পারবেন।

Group Membership Setting

এই অপশন থেকে যে সেটিংস গুলো করতে পারবেন সেগুলি নিচে তুলে ধরা হল –

Facebook group membership setting

Pending Member Questions: এই অপশন মাধ্যমে যারা গ্রুপের নতুন যোগদান করতে চাই, তাদের জন্য তিন টি প্রশ্ন সেট করতে পারবেন এবং গ্রুপের নতুন নিয়মাবলি তৈরি করে agree হওয়ার জন্য পুরনো মেম্বারস কে জিগ্যেস করতে পারবেন।

Who Can Approve Member Request: যদি কোন ফেসবুক ইউজার গ্রুপে join করার জন্য রিকুয়েষ্ট করে, তবে কে এই রিকুয়েষ্ট approve করবে এই অপশন থেকে সেটিং করতে পারবেন।

Who is Preapproved to Join: আপনার অন্য গ্রুপের মেম্বার join করার জন্য রিকুয়েষ্ট করলে, এই অপশন থেকে তারা approve হয়ে যাবে।

Automatic Member Approvals: যদি কোন পেন্ডিং রিকুয়েষ্ট গ্রুপের নিয়মাবলি পূর্ণ করে, তবে এই অপশনের মাধ্যমে তাদের রিকুয়েষ্ট automatic approved হয়ে যাবে।

Badges: এই অপশনের মাধ্যমে আপনি আপনার ফেসবুক গ্রুপ মেম্বারসদের জন্য Badges দিতে পারবেন। যেমন – New Member, Rising Star, Conversations Starter ইত্যাদি।

Who Can Join the Group: কারা কারা গ্রুপ join করতে পারবে, এই অপশন থেকে Control করতে পারবেন।

Facebook Group Discussion Setting

Discussion option এর সাহায্যে গ্রুপে কে পোস্ট করবে, Post Approval এবং approved post edit করার অপশন পেয়ে যাবেন, এই সেটিং এর সাহায্যে গ্রুপে পোস্ট, কমেন্ট ইত্যাদি কন্ট্রোল করতে পারবেন।

Linked Group and Pages

Linked group and pages setting option থেকে আপনি আপনার অন্য কোন গ্রুপ এবং পেজ কে এই নতুন গ্রুপের সাথে যুক্ত করতে পারবেন।

Notification Setting

ফেসবুক গ্রুপ সেটিং এর এই অপশন এর মাধ্যমে গ্রুপে কে কখন join করার জন্য রিকুয়েষ্ট করল বা কোন পোস্ট করল সব কিছুর notification আপনার কাছে চলে আসবে।

Features Setting

Facebook group settings এর এই অপশন এর মাধ্যমে গ্রুপের Post topics, Mentorship, Watch party এবং Jobs ইত্যাদি বিষয় গুলো কন্ট্রোল করতে পারবেন।

Facebook group এর আডভান্স সেটিংস

এতক্ষণ আমরা ফেসবুক গ্রুপের বেসিক সেটিং নিয়ে আলোচনা করলাম।এখন আমরা ফেসবুক গ্রুপের কিছু আডভান্স সেটিংস নিয়ে বিস্তারিত চর্চা করব। ফেসবুক গ্রুপ সেটিং এর আডভান্স সেটিংস গুলো নিম্নে বিস্তারিত ভাবে তুলে ধরা হল –

Admin and Moderator

Facebook group settings এর অন্যতম সেটিং হল ফেসবুক গ্রুপ এডমিন এবং গ্রুপ Moderator সিলেক্ট করা। ফেসবুক গ্রুপ ভালো ভাবে ম্যানেজ করার জন্য অবশ্যই আপনাকে আপনার গ্রুপের জন্য মডেরাটর সিলেক্ট করতে হবে।

Facebook Group Rules

অনেক সময় দেখবেন গ্রুপের অনেক মেম্বার বাজে কমেন্ট করে থাকে, এই সব নোংড়ামি দূর করার জন্য ফেসবুক গ্রুপ রুলস তৈরি করা উচিৎ। ফেসবুক গ্রুপ রুলস তৈরি করে, বাজে কমেন্টের জন্য এদের কে গ্রুপ থেকে remove করতে পারবেন।

Membership Questions

আমি আগেই বলেছি ফেসবুক গ্রুপ হল একই বিষয়ে আগ্রহী লোকেদের আলাপ আলোচনার অন্যতম মাধ্যম। তাই সব গ্রুপ মেম্বার চাই এই গ্রুপের বিষয়ের সঙ্গে যুক্ত লোক join করে।এর জন্য আপনাকে কিছু Membership questions সেট করা উচিৎ।

আশাাকরি উপরে দেওয়া Facebook group setting গুলো অনুসরণ করে আপনি আপনার ফেসবুক গ্রুপের সেটিং ভালো ভাবে করতে পারবেন। যদি কোন ও অসুবিধা হয়, তবে কমেন্ট করে জানাবেন।

আশাকরি ফেসবুক গ্রুপ সেটিং পোস্টটি সাহায্যে আপনি উপক্রিত হয়েছেন এবং নিজের ফেসবুক গ্রুপের সেটিংস ভালো ভাবে করে নিতে পেরেছেন। যদি পোস্ট টি ভালো লেগে থাকে তবে অবশ্যই বিভিন্ন সোসাল মিডিয়া সাইটে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও Facebook group setting গুলো ভালো ভাবে জানতে পারে।

আরও পড়ুন :

1 thought on “সেরা 9 টি ফেসবুক গ্রুপ সেটিং 2021”

Leave a Comment