ফেসবুক ফেক আইডি চেনার সেরা 10 টি উপায়

কিভাবে ফেসবুক ফেক আইডি চিনবেন – আজকের এই পোস্টে আমি আপনাদের সঙ্গে ফেসবুক ফেক আইডি চেনার উপায় গুলো আলোচনা করব।যদি কোন ফেসবুক একাউন্টের প্রতি আপনার সন্দেহ হয় এবং আপনি সেই ফেসবুক একাউন্ট এর সততা যাচাই করতে চান।তবে Facebook Fake id চেনার এই পোস্টটি আপনার খুব উপকারে আসবে।

তার আগে আমি আপনাদের জানিয়ে রাখি, ফেসবুক পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোসাল মিডিয়া সাইট। যার মাধ্যমে আমরা চেনা অচেনা বন্ধুদের সঙ্গে যুক্ত হয়ে মেসেজ, ভিডিও পাঠিয়ে থাকি।

ফেসবুকে প্রতি দিন কোটি কোটি ইউজারস এক্টিভ থাকে এবং হাজার হাজার নিউ ইউজারস প্রতি দিন ফেসবুকে যুক্ত হতেই থাকে। কিন্তু এই অসংখ্য ইউজারসের সঙ্গে সঙ্গে ফেসবুকে ফেক আইডি সংখ্যা ও অনেক বেশি।

ফেসবুকে Fake id এর জাল এমন ভাবে বিছিয়ে আছে যে আপনি সহজে বুঝতে ও পারবেন না কোন আইডি ফেক এবং কোন আইডি অরিজিনাল। ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ নিজে এর জন্য দু:খ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: কিভাবে ফেসবুক একাউন্ট ব্লক এবং আনব্লক করতে হয়।

কারণ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এর নামেও অসংখ্য Facebook Fake id রয়েছে। ফেসবুক কোম্পানি Facebook Fake id প্রতিরোধ করার জন্য প্রতিশ্রুতি দিয়ে আসছে এবং প্রতিরোধ করার চেষ্টা করছে কিন্তু এখন ফেসবুকে অসংখ্য Fake id রয়েছে।

যদি আপনি ফেসবুক ব্যবহার করেন তবে এই ফেসবুক ফেক আইডি গুলো থেকে সাবধান থাকতে হবে। Facebook fake account কেবলমাত্র মানুষ কে বোকা বানানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে।

Kivabe Facebook Fake Id চিনবেন – ফেসবুক ফেক আইডি চেনার উপায়

ফেসবুক ফেক আইডি শুধুমাত্র মানুষকে বোকা বানানো ও বিরক্ত করার জন্য তৈরি করা হয়। আমরা সবাই জানি ফেসবুক জাল অ্যাকাউন্ট গুলো সনাক্ত করা খুব কঠিন।

কারণ এখনো পর্যন্ত ভুয়া আইডি সনাক্ত করার সঠিক উপায় কারো জানা নেই । তবে, আমি আপনাকে Facebook fake id চেনার কয়েকটি উপায় বলতে যাচ্ছি। যে উপায় গুলো অনুসরণ করে খুব সহজে ফেসবুক ফেক আইডি চিনতে পারবেন।

পড়ুন: ফ্রি ফেসবুক পেজ বুস্ট করার সেরা 10 টি নিয়ম।

নিচের উপায় গুলো আপনার জানা থাকলে আশা করি আপনি সহজেই জাল ফেসবুক আইডিটি চিনতে পারবেন।

ভুয়া ফেসবুক অ্যাকাউন্টকে কীভাবে চিনতে হয় তার কিছু উপায় নিচে তুলে ধরা হল –

ফেসবুক নাম: ফেসবুক একাউন্ট তৈরি করার সময় আমরা সাধারণত নিজের অরিজিনাল নাম ব্যবহার করি।কিন্তু যারা ফেক আইডি তৈরি করে তারা এমন নাম ব্যবহার করে যার কোন অর্থ নেই।

ফেসবুক একাউন্টের সততা যাচাই করার জন্য ফেসবুক নামের দিকে লক্ষ্য দেওয়া উচিত। কারন ফেক একাউন্ট ব্যবহার কারিরা হয় সিম্পল নেম অথবা আজগুবি নাম ব্যবহার করে থাকে।যেমন : Natural Beauty, Stylish Raju, Angel Priya, মায়াবী রাজকন্যা ইত্যাদি।

Profile Photo (প্রোফাইল ছবি): কীভাবে ফেসবুক ফেক আইডি সনাক্ত করতে হয়, তা করার জন্য প্রথম কাজটি হ’ল প্রোফাইল ফটো। যে Fake id চালাবে, সে কখনও তার আসল ছবি ফেসবুক অ্যাকাউন্টগুলিতে আপলোড করবে না।

তিনি সর্বদা কপিরাইট ফটো ব্যবহার করবেন। যদি প্রোফাইল ফটোটি কপিরাইটযুক্ত হয় তবে এটি একটি নকল আইডি হতে পারে। আপনি গুগল ইমেজ সার্চ ইঞ্জিনের সাহায্যে কপিরাইট ফটো যাচাই করতে পারবেন।

Recent Activity: যদি আপনি কোন ফেসবুক একাউন্ট এর সম্মন্ধে জানতে চান, তাহলে অবশ্যই তার রিসেন্ট এক্টিভিটি দেখুন। সে কোন গ্রুপ অথবা পেজ লাইক করেছে কিনা তা দেখুন। কারণ যারা ফেসবুক ফেক আইডি চালাই তারা কখনও পেজ বা গ্রুপে লাইক করেনা। রিসেন্ট এক্টিভিটি চেক করে ও Fake account চিনতে পারবেন।

Mobile Number (ফোন নম্বর): Fake id check করার জন্য অবশ্যই মোবাইল নম্বর চেকিং করুন।কারন কেউ নিজের ফোন নম্বর সারব্জনিক করতে চাই না। যদি মোবাইল নম্বর public করা থাকে, তবে সেই ফেসবুক আইডি ফেক হতে পারে।

Time Line: যে কোন ফেক আইডি কোন কিছু কে লক্ষ্য করে তৈরি করা হয়।তাই তারা নিজের টাইমলাইনের প্রতি খেয়াল রাখেন না।এরা নিজের একাউন্ট এর মাধ্যমে কোন কিছুর প্রচার এবং কোন লোক কে বিরক্ত করার জন্য অথবা মিথ্যে খবর ছড়ানোর জন্য ব্যবহার করে থাকে। তাই টাইমলাইন দেখে ও ফেক আইডি চিনতে পারবেন।

Date of Birth (জন্ম তারিখ): জন্ম তারিখ দেখা ফেসবুক ফেক আইডি চেনা যায়। যারা Fake id ব্যবহার করে তারা কখনো নিজের অরিজিনাল জন্ম তারিখ দেয় না, সব সময় সহজ সরল জন্ম তারিখ দিয়ে থাকে। যেমন – 01/01/1990. 05-05-192 ইত্যাদি।

কারণ, যদি কোন ও কারণ বশত আইডি ব্লক বা ডিসাবল হয়ে গেলে আনব্লক অথবা রিকভার করার জন্য জন্ম তারিখ জিজ্ঞেস করা হয়।

ID info Check: Facebook id info অর্থাৎ about check করেও ফেসবুক ফেক আইডি চিনতে পারবেন।আমরা যখন fb id তৈরি করি তখন নিজের সমস্ত অরিজিনাল তথ্য দিয়ে থাকি কিন্তু Fake fb account এর ইনফোবক্স Incomplete থাকবে।কারন তারা যে কাজের জন্য একাউন্ট তৈরি করেছে সেই কাজ করে।তাই তারা ফেসবুক section এর প্রতি গুরুত্ব না দিয়ে খালি ছেড়ে দিয়ে দেয়।

Comments and Message: ফেসবুক Fake id চেনার জন্য অবশ্যই তার শেয়ার করা ফটো, ভিডিও ইত্যাদির নিচে দেওয়া কমেন্ট check করুন। কারণ বেশির ভাগ Fake id মেয়েদের নামে খোলা হয়,তাই কমেন্টে সব ছেলেদের কমেন্ট দেখতে পাবেন। কমেন্টে মেয়েদের কমেন্ট না থাকলে আইডি ফেক হতে পারে।

কপিরাইট ফটো ( Copyright Photo): ফেসবুক একাউন্টের সততা যাচাই করার জন্য ফেসবুক আইডির ফটো চেক করুন।কারণ যারা Fake id চালাই তারা কখনো অরিজিনাল ফটো ফেসবুকে upload করে না।

বেশিরভাগ ইমেজ তারা গুগল অথবা অন্য কোন সাইট থেকে ডাউনলোড করে ফেসবুকে upload করে। এবং বেশির ভাগ মেয়েদের ফটো ইউজ করে ছেলেদের আকর্ষণ করার জন্য। এই সব Fake id খুব সহজে চেনা যায়।

Countless Friends (অসংখ্য বন্ধু): অরিজিনাল ফেসবুক একাউন্টে বন্ধুর সংখ্যা কম হয়। কারণ Real users রা বেশির ভাগ ক্ষেত্রে পরিচিত ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করে।

অপর পক্ষে ফেক একাউন্ট ব্যবহার কারিদের বন্ধুর তালিকায় অসংখ্য বন্ধু পেয়ে যাবেন।কারণ তারা অপরিচিত ব্যক্তিদের ও বন্ধু বানিয়ে নেই।তাই ফেসবুকে বন্ধুর তালিকা দেখে ও ফেক আইডি চিনতে পারবেন।

আশাকরি ফেসবুক Fake id চেনার উপায় গুলো আপনি জানতে পেরেছেন। ফেসবুক ফেক একাউন্ট চেনার মোট 10 টি উপায়ের কথা বলেছি। উপরে দেওয়া এই উপায় গুলো অনুসরণ করে খুব সহজে আপনি Facebook fake id গুলো চিনতে পারবেন।

যদি পোস্টটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সোসাল মিডিয়া সাইটে বন্ধদের সঙ্গে share করুন।এবং আপনি কোন বিষয়ে জানতে চান কমেন্ট করে জানাবেন।

Also Reads:

ইমেইল কি এবং ইমেইলের ইতিহাস।

জানুন কিভাবে ফেসবুক একাউন্ট ডিএক্টিভেট করতে হয়।

কিভাবে খুব সহজে টুইটার একাউন্ট খুলতে হয়।

1 thought on “ফেসবুক ফেক আইডি চেনার সেরা 10 টি উপায়”

Leave a Comment

error: Content is protected !!