Facebook report 2025, ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম – প্রায় 2.7 বিলিয়ন মাসিক ব্যবহারকারীদের সাথে, ফেসবুক বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া সাইটে পরিণত হয়েছে।প্রতি দিন হাজার হাজার নিউ ইউজারস ফেসবুকের সঙ্গে যুক্ত হছে। সেই একই সাথে ফেসবুকে ফেক একাউন্টের সংখ্যা ও দিনের পর দিন বেড়েই যাচ্ছে। যারা ফেক একাউন্ট চালাই তারা কেবলমাত্র মানুষেকে বোকা বানান এবং পুরো ফেসবুক community কে দূষিত করে থাকে।
তাই ফেসবুকে রিপোর্ট করে এই সব ফেক ফেসবুক আইডি নষ্ট করে দেওয়া উচিত। আজকের পোস্টের Heading দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা Facebook id report করার উপায় গুলো বিস্তারিত ভাবে আলোচনা করবো।
অনেক ফেসবুক ইউজারস এই ফেসবুক ফেক আইডির জালে বিরক্ত হয়ে ফেসবুক ব্যবহার করা ছেড়ে দেয়। আমি সেই সব বন্ধুদের বলব আর নয় এবার থেকে আপনি রিপোর্ট করে সেই ফেক ফেসবুক বন্ধ করতে পারবেন।
তবে অনেক নতুন ইউজারস Facebook report এর কথা শুনে থাকলেও ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম না জানার কারণে গুগলে সার্চ করতে থাকে ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম, অন্যের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম, Facebook id report, Facebook report link ইত্যাদি।
এই সব নতুন ইউজারসদের কথা ভেবে আজকে এই article টি লেখা। আমি আপনাকে সম্পুর্ণ পোস্টটি পড়তে রিকুয়েষ্ট করবো। কারন এই পোস্টটি সম্পুর্ণ পড়ার পরে Facebook id report এর সঙ্গে সম্পর্কিত সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
কিভাবে অন্যের ফেসবুক আইডি রিপোর্ট করে নষ্ট করবেন – How to close a fake account by reporting on Facebook
বর্তমান সময়ে একজন ফেসবুক ইউজারস হিসাবে ফেসবুক ব্যবহার করার সময় ভালো ভাবে লক্ষ্য করলে দেখতে পাবে, ফেসবুকে এমন ভিডিও এবং পোস্ট লক্ষ্য করা যায়, যা পুরো Facebook community কে দূষিত। যারা Facebook Community কে দূষিত করে থাকে তাদের জন্য ফেসবুকের কঠিন policy রয়েছে। তারপর ও অনেকে Facebook policy এর উপেক্ষা করে নোংড়া পোস্ট এবং ভিডিও আপলোড করতে থাকে।
তাই এই নোংড়ামি বন্ধ করার জন্য প্রত্যেক Facebook users কে ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম এবং অন্যের ফেসবুক আইডি নষ্ট করার উপায় গুলো জানতে হবে। আজকে এই পোস্টের মাধ্যমে আপনি Facebook id report এর সঙ্গে সম্পর্কিত যে বিষয় গুলো জানতে পারবেন, সেগুলো হল-
- ফেসবুক রিপোর্ট কি (What is Facebook report in Bengali)?
- কেন আপনি রিপোর্ট করে অন্যের ফেসবুক বন্ধ করবেন?
- Facebook report কিভাবে কাজ করে?
- ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম।
ফেসবুক রিপোর্ট কি (What is Facebook report in Bengali)?
আজকের টিউটোরিয়ালের শুরুতেই বলেছি বর্তমানে ফেসবুকে 2.7 billion active users রয়েছে।আর এই বিশাল সংখ্যক ইউজারস এর দ্বারা প্রতি দিন কোটি কোটি photo, videos ফেসবুকে পোস্ট করা হয়ে থাকে। ফেসবুকের পক্ষে এই বিশাল সংখ্যক photos, videos এবং accounts গুলো review করা সম্ভব নয়। যে কোন photos, videos এবং accounts গুলোর দ্বারা ফেসবুক কমিউনিটি কে দূষিত করা হয়।এর ফলে অনেক ফেসবুক ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
Facebook users এর এই সমস্যা সমাধানের জন্য ফেসবুক, Facebook report নামে একটি নতুন অপশন দিয়েছে। যার মাধ্যমে যেকোনো ফেসবুক ইউজার রিপোর্ট করে যেকোনো অশ্লীল ফটো, ভিডিও এবং ফেক আইডি ডিজেবল করতে পারবেন।
কেন আপনি রিপোর্ট করে অন্যের ফেসবুক বন্ধ করবেন?
আগেই বলেছি ফেসবুকের বিশাল সংখ্যক ইউজারস এর পোস্ট করা ফটো, ভিডিও রিভিউ করা ফেসবুকের পক্ষে সম্ভব নয়। তাই একজন দায়িত্ববান ফেসবুক ব্যবহারকারী হিসাবে আপনার উচিত ফেসবুকের যে পোস্টগুলো Facebook privacy policy এর উপেক্ষা করে পুরো Facebook community কে দূষিত করছে, সেই পোস্ট, পেজ এবং Fake account গুলোর বিরুদ্ধে রিপোর্ট করে বন্ধ করেদিন।
উদাহরণ হিসেবে বলা যায়, ফেসবুক ফেক একাউন্ট এর দ্বারা পোস্ট করা ফেক নিউজ, অশ্লীল ফটো, ভিডিও, সাম্প্রদায়িক বিদ্বেষ মূলক পোস্ট করে থাকে, তবে আপনি ফেসবুকে রিপোর্ট করে এই ফেক একাউন্ট, পেজ এবং অশ্লীল পোস্টগুলো ডিজেবল করতে পারবেন।
Facebook report কিভাবে কাজ করে?
আশাকরি আপনি জানতে পেরেছেন ফেসবুক রিপোর্ট কি এবং কি কারণে আপনি ফেসবুকে রিপোর্ট করবেন।এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে Facebook account report করার পরে কিভাবে Facebook report কাজ করে?
যখন আমরা কোনো ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ফেসবুক photo এবং ফেসবুক ভিডিও এর বিরুদ্ধে Facebook report send করি।তখন সেই request ফেসবুক টিমের কাছে চলে যাই এবং Facebook team এই ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ফেসবুক photo এবং ফেসবুক ভিডিও গুলো কে manually check করে থাকে।
যদি এইগুলো ফেসবুক Community Standard এর উপেক্ষা করে থাকে, তবে ফেসবুক টিম এই ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ফেসবুক photo এবং ফেসবুক ভিডিওগুলো ডিজেবল অথবা পারমান্টেলি ডিলিট করে দেয়।
ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম।
ফেসবুকের রিপোর্টিং অপশন আমাদেরকে আপত্তিজনক, অবৈধ বা আপত্তিকর পোস্টের বিষয়ে সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইটকে সতর্ক করতে সাহায্য করে। ফেসবুক রিপোর্টের মাধ্যমে আমরা বিভিন্ন পোস্টে বা প্রোফাইল, ফ্যান পেজ এবং গ্রুপ গুলি সহ ফেসবুক জুড়ে বেশ কয়েকটি জায়গায় রিপোর্ট করতে পারি।
আমরা যখন কোনো পোস্ট বা কোনও ফেক প্রোফাইল রিপোর্ট করি, তখন ফেসবুক নির্ধারণ করবে যে কোন পদক্ষেপটি সমস্যার সমাধান করবে। আজকের এই ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম পোস্টে যে বিষয় গুলোর উপরে রিপোর্ট করে বন্ধ করতে পারবেন, সেগুলো হল-
- Facebook Fake account report করার নিয়ম।
- ফেসবুক পেজে রিপোর্ট করার নিয়ম।
- ফেসবুক single পোস্টে রিপোর্ট করার নিয়ম।
- Facebook message report করার উপায়।
Fake একাউন্টে রিপোর্ট করে বন্ধ করার উপায়।
আপনি যদি ফেসবুকে এমন কোনও প্রোফাইল দেখেন যা নকল, অন্য কারো পরিচয় ধরে বা অন্য কারও ছদ্মবেশ একাউন্ট তৈরি করে মানুষ কে বোকা বানাই বা পুরো ফেসবুক কমকমিউনিটি কে দূষিত করে, তবে আপনি রিপোর্ট করে এই ফেক ফেসবুক আইডি বন্ধ করতে পারবেন।
অন্যের ফেক ফেসবুক আইডি নষ্ট করার উপায় গুলো নিম্নে বিস্তারিত ভাবে step by step তুলে ধরা হল –
Step 1: Log in Facebook Account
প্রথমে আপনার মোবাইলে ইন্সটল ফেসবুক অ্যাপ ওপেন করে user id এবং Password দিয়ে sign in করুন।
Step 2: Go to reporting id
এখন আপনি যে ফেসবুক আইডির উপরে রিপোর্ট করতে চান, সেই ফেসবুক আইডির প্রোফাইল ওপেন করুন।
Step 3: Click on 3 Dots.
Reporting আইডি ওপেন করার পরে ডানদিকে উপরের দিকে ‘ °°° ‘ তিনটি ডটে ক্লিক করুন।
Step 4: Click on Find support or report profile
তিনটি ডটে ক্লিক করার পরে যে পেজ খুলবে সেখানে অনেক গুলো অপশন থাকবে তার মধ্যে আপনি তিন নম্বরে থাকা “Find support or report profile ” অপসনে ক্লিক করুন।
Step 5: Select the reason for reporting
Find support or report profile অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ফেসবুক আইডি তে রিপোর্ট করার অনেক গুলো কারন আসবে তার মধ্যে আপনি “Fake Account” select করে একেবারে নিচে থাকা ” Next ” বাটনে ক্লিক করুন।
Next বাটনে ক্লিক করলেই আপনার করা রিপোর্ট ফেসবুকের কাছে পৌছে যাবে এবং Done লেখা একটি মেসেজ শো করবে। তারপর ফেসবুক টিম manually check করবে আপনার করা রিপোর্টটি ঠিক না ভুল।
ফেক ফেসবুক পেজে রিপোর্ট করার নিয়ম
ফেসবুকে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক ফেসবুক পেজ আছে যেগুলো ফেক ফেসবুক একাউন্ট এর মতো বিভিন্ন ধরনের স্ক্যাম, অ্যাডাল্ট, hate ক্রাইম, ধর্ম বিদ্বেষ এর মতো ক্রাইম ফেসবুক পেজের মাধ্যমে করা হয়ে থাকে। যদি আপনি মনে করেন এই ফেক ফেসবুক পেজ বন্ধ হয়ে যায়। তবে ফেসবুক এর জন্য ও আমাদের option দিয়েছে।
Fake Facebook একাউন্ট রিপোর্ট করে বন্ধ করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন –
- প্রথমে যে পেজ টি রিপোর্ট করে বন্ধ করতে চান। সেই ফেসবুক পেজ খুলে আগের মতো তিনটি ডটে ক্লিক করুন।
- তিনটি ডটে অনেক গুলো অপশন থাকবে তার মধ্যে ” Find support or report pages ” অপশনে ক্লিক করুন।
- Click করার পরে রিপোর্ট করার reason select করে নিচে Next বাটনে ক্লিক করুন।
ফেসবুক পোস্টে রিপোর্ট করার উপায়
এখন আমরা ফেসবুক পোস্টে রিপোর্ট কিভাবে করতে হয় তা জানব। তার আগে জানিয়ে রাখি ফেসবুক পোস্ট বলতে এখানে Facebook photo and Fb videos কে বোঝানো হয়েছে। যদি আপনি দেখতে পান, ফেসবুকে কোনো photo বা ভিডিও এর মাধ্যমেস্ক্যাম, অ্যাডাল্ট, ঘৃণা ক্রাইম, ধর্ম বিদ্বেষ প্রভৃতি ছড়ানো হয়। তবে আপনি Facebook report করে সেই photo ও videos delete করতে পারবেন।
ফেসবুক photo এবং ফেসবুক ভিডিওকে রিপোর্ট করে ডিলিট করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন –
- প্রথমে আপনি যে photo বা video তে রিপোর্ট করে ডিলিট করতে চান সেই ফটো বা ভিডিও টি ওপেন করে, তিনটি ডটে ক্লিক করুন।
- তিনটি ডটে ক্লিক করার পরে অনেক গুলো অপশন আসবে তার মধ্যে ফেসবুক ফোটো হলে “Find support or report photo” এবং ভিডিও হলে ” Find support or report video” অপশনে ক্লিক করুন।
- তারপর যে পেজ খুলবে সেখানে রিপোর্ট করার কারণ জিজ্ঞেস করা হবে, সেখানে কারণ সিলেক্ট করে “Next” বাটনে ক্লিক করুন।
Next বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার করা রিপোর্ট ফেসবুকের কাছে চলে যাবে।
ফেসবুক মেসেজে রিপোর্ট কীভাবে করবেন – Rules for reporting on Facebook messages
অনেক সময় দেখে যায় আমাদের ফ্রেন্ড লিস্টে নেই এমন লোকের কাছে থেকে বার বার আপত্তিকর মেসেজ আসতে থাকে। যদি আপনি ও আপত্তিজনক, হয়রানির মেসেজ পেয়ে থাকেন তবে ফেসবুক কে আপনি আপনার পরিস্থিতি সম্পর্কে সচেতন করতে পারবেন।
এই আপত্তিকর মেসেজ অনেক সময় ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের কাছে থেকেও এসে থাকে।তখন আপনি কি করবেন। এর জন্য ও ফেসবুক অপশন দিয়েছে। এই আপত্তিকর মেসেজ থেকে মুক্তি পাওয়ার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন।
- যদি মেসেজ প্রেরণ কারী আপনার ফ্রেন্ড লিস্টে না থাকে, তবে যে মেসেজ পাঠিয়েছে তার Username এর পাশে “Report” অপশনের মাধ্যমে উপরে দেওয়া ধাপ গুলো অনুসরণ করে রিপোর্ট করতে পারবেন।
- আর যদি মেসেজ প্রেরণকারী আপনার কোন বন্ধু হয়ে থাকে, তবে এর জন্য মেসেজ এর মেনুতে গিয়ে “Action ” অপশন সিলেক্ট করে “Report spam” select করুন।
NOTE: ফেসবুক আইডি বা ফেসবুক পেজে রিপোর্ট করার সময় খেয়াল রাখবেন। আপনার করা রিপোর্ট যেন genuine হয়।যদি আপনি fake riport করেন,তবে ফেসবুক টিম আপনার উপরে action নিতে পারে।কারণ রিপোর্ট করার পরে ফেসবুক টিম ম্যানুয়ালি ভাবে সব কিছু যাচাই করবে।
আশাকরি উপরে দেওয়া ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম পোস্টটি পড়ে আপনি যেকোনো ফেক ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, photo এবং ভিডিও এর বিরুদ্ধে ফেসবুকে রিপোর্ট করে অন্যের ফেসবুক আইডি নষ্ট করতে পারবেন।
যদি আপনি আমাদের Facebook id report এর এই পোস্ট টি পড়ে উপক্রিত হয়ে থাকেন, তবে বিভিন্ন সোসাল মিডিয়া সাইটে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে করে আপনার বন্ধুরা ও ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম গুলো বিস্তারিত ভাবে জানতে পারে।
আরও পড়ুন :
ফেসবুক আইডি রিপোর্ট মারলে কত দিনের মধ্যে বন্ধ হবে,সেই ফেসবুক আইডি।
আমার ফেসবুক লক করে দিসে কিন্তু আমি কিছু করিনি আমি আমার ফেসবুক পিরত চাই
আমার ফেজবুক লক করে দিসে কিন্তু আমি কিছু করি আমি চাই আমার ফেজবুক পিরত চাই
রিপোর্ট করে ফেলছি, এখন রিপোর্ট উঠানোর নিয়ম আছে কি?
শেখ নামে আইডি চালাচ্ছে আইডিতে আমার বোনের নাম ইউজ করতেছে মেসেঞ্জারে
আমার বোনের নাম ইউজ করছে মেসেঞ্জারে