ফেসবুক ভিডিও ডাউনলোড 2025 – Hello বন্ধুরা helpwb.com এর পক্ষ থেকে সবাই কে স্বাগত জানাই। ফেসবুক এমন একটি সামাজিক নেটওয়ার্কিং সাইট যা বর্তমানে প্রতিটি ব্যক্তির জীবনের প্রধান অংশে পরিণত হয়েছে। ফেসবুকে প্রতি দিন লক্ষ লক্ষ ভিডিও অ্যাপলোড করা হয় থাকে।
কিন্তু ভিডিওর জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট হল ইউটিউব কিন্তু কয়েক বছরের মধ্যে ফেসবুক ও একটি জনপ্রিয় ভিডিও সাইটে পরিণত হয়ে যাবে।কারন ইউটিউব এর মতো ফেসবুকে ও monetize চালু করা হয়েছে, যাতে লোক বেশি বেশি করে ভিডিও অ্যাপলোড করে।
ফেসবুকে অনেক ভিডিও পেয়ে যাবেন যে ভিডিও গুলো ইউটিউবে পাওয়া যায় না। অনেক সময় কিছু ফোটো এবং ভিডিও এত ভালো লাগে যে, সেই ফেসবুক ভিডিও ডাউনলোড করার ইচ্ছে করে। কিন্তু ফেসবুকে, ইউটিউব এর মতো ভিডিও ডাউনলোড করার অপশন নেই।
Share করতে চাইলে share করতে পারবেন কিন্তু download করতে পারবেনা।তবে Facebook video save করার অপশন আছে কিন্তু সেই অপশন ব্যবহার করে নিজের মোবাইলে ভিডিও ডাউনলোড করতে পারবেনা।
বাঙালিদের কোন জিনিস ভালো লেগে গেলে না পাওয়া প্রযন্ত হাল ছাড়েন না।তাই তারা গুগল সার্চে, সার্চ করতে থাকে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস, ফেসবুক ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার, Facebook live video downloader ইত্যাদি।
পড়ুন : ফেসবুক একাউন্ট কিভাবে তৈরি করতে হয়।
এই সব বন্ধুদের জন্য আজকে এই পোস্টে আমরা জানব কিভাবে ফেসবুক থেকে মোবাইল ভিডিও ডাউনলোড করা যায়। Facebook video download করার প্রক্রিয়া একেবারে সহজ সরল ভাষায় নিম্নে তুলে ধরা হয়েছে।
কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে হয় – Facebook video download করার 3 টি উপায়
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার তিনটি পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন।
Method 1. Androids app বা Software এর মাধ্যমে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার উপায়
যদি আপনি এন্ড্রয়েড অ্যাপ এর সাহায্যে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে চান।তবে Googke play store সার্চ করলে অনেক গুলো অ্যাপ পেয়ে যাবেন। কয়েকটি ভিডিও ডাউনলোড অ্যাপস হল – Fastvid, video downloder for Facebook, Vidmate ইত্যাদি। এছাড়াও অনেক গুলো apps পেয়ে যাবেন।
এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হল Fastvid. এই অ্যাপস এর সাইজ মাত্র 7.3 mb এবং প্রায় 50 মিলিয়ন ইউজারস এই অ্যাপটি ভিডিও ডাউনলোড করার জন্য ব্যবহার করে থাকে।
কিন্তু আমি আপনাদের এন্ড্রয়েড অ্যাপের মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে বারন করব। তার কারন আমাদের মোবাইল অনেক personal deta থাকে যেগুলো কারো সঙ্গে শেয়ার করা যাবে না।
কিন্তু যখন আপনি Google play store থেকে app install করে ওপেন করবেন। তখন আপনার কাছে থেকে অনেক ধরনের permission চাওয়া হয়। যেমন – আপনার মোবাইলের photo, video, file, camera access চাওয়া হয়। এমন কি Contact Permission ও চাওয়া হয়।
আপনি যখন এই এক্সসেস গুলো দিয়ে দিবেন তখন আপনার সব personal information তাদের কাছে চলে যাবে এবং তারা আপনার personal Data এর অপব্যবহার করতে পারে। এমনকি কি আপনার মোবাইল ফোন হ্যাক ও করে নিতে পারে।
তাই Android apps এর সাহায্যে Facebook live video download করার প্রক্রিয়া টি সম্পুর্ণ করলাম। কারণ আমি চাইনা আমার সাইটের কোন readers এর personal information চুরি হয়ে যায়।
আরও পড়ুন :
Method 2. Getfvid.com এবং fbdown.net সাইটের মাধ্যমে Facebook video download করার নিয়ম
উপরে আমি আপনাদের এন্ড্রয়েড অ্যাপের মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে বারন করেছি, তার মানে এই না যে আমরা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবনা। অবশ্যই আমরা ফেসবুক video download করব কিন্তু কোন personal information এর access কাউকে না দিয়ে video download করব।
So, এখন আমরা Getfvid.com এবং fbdown.net ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক ভিডিও ডাউনলোড করার পদ্ধতি বিস্তারিত ভাবে আলোচনা করব।
আশাকরি সাইট দুটির নাম দেখে বুঝতে পেরেছেন, সাইট দুটি কেবলমাত্র ফেসবুক ভিডিও download করার জন্যই তৈরি করা হয়েছে।
চল দেখে নেওয়া যাক এই websites গুলোর সাহায্যে কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায়। Getfvid এবং fbdown site এর মাধ্যমে video download করার জন্য নিচে দেওয়া স্টেপস গুলো অনুসরণ করুন
Step 1. প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলে ইন্সটল ফেসবুক অ্যাপ খুলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে sign in করুন।
Step 2. Sign in করার পরে ফেসবুকের যে video টি ডাউনলোড করবেন, সেই ভিডিওর url copy করুন।এখন আপনার মনে প্রশ্ন আসতে Facebook video এর url আবার কিভাবে copy করব।চল দেখেনি url copy করার প্রক্রিয়াটি।
মনে করুন আপনি উপরে দেওয়া ভিডিও টির url copy করবেন।এর জন্য প্রথমে 3 dot অপশনে ক্লিক করুন।ক্লিক করার পরে নিচে দেওয়া photo এর মতো অপশন আসবে।
এখানে copy link অপশনে ক্লিক করলেই ভিডিও url copy হয়ে যাবে। আশাকরি url copy করার প্রক্রিয়া বুঝতে পেরেছেন।
Step 3. Video url copy করা হয়ে গেলে, যেকোনো একটি Browser open করে Getfvid.com অথবা fbdown.net site দুটির মধ্যে যেকোনো একটি সাইট ওপেন করুন। আমরা Google Chrome browser এ fbdown.net সাইট টি ওপেন করলাম।
Step 4. সাইট খুলে গেলে নিচে দেওয়া screenshots এর মতো দেখাবে।
প্রথমে খালি বক্সে url paste করে “Download” অপশনে ক্লিক করুন।
Step 5. Download অপশনে ক্লিক করলেই আপনার সামনে ফেসবুক ভিডিও ডাউনলোড করার অপশন চলে আসবে। যে আপনি HD quality অথবা Normal Quality তে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন। যে quality video download করবেন, সেই অপশনে ক্লিক করুন।
এখানে আপনি তিনটি অপশন পেয়ে যাবেন, Download video in Normal Quality, Download Video in HD quality এবং একটি More options রয়েছে, যদি আপনি অন্য quality এর fb video download করতে চান তবে এই অপশনে পেয়ে যাবেন।
Online Fb video download করার এই পদ্ধতির সাহায্যে computers এবং mobile phones থেকে video download করতে পারবেন।
Method 3. Android apps ও Online Websites ছাড়া ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার উপায়।
এতক্ষণে আমরা জেনেছি এন্ড্রয়েড অ্যাপ এবং অনলাইন ওয়েবসাইটের সাহায্যে কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে হয়। এখন আমরা জানব এন্ড্রয়েড অ্যাপ এবং অনলাইন ওয়েবসাইট ছাড়া কিভাবে Fb video download করতে হয়।
এখন আমরা যে পদ্ধতি জানতে চলেছি এর জন্য ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপস download করার প্রয়োজন নেই।
Step 1. আপনি ফেসবুক থেকে যে ভিডিও টি ডাউনলোড করবেন, সেই ভিডিওর URL copy করুন।মেথড ২ এ লিংক কপি করার পদ্ধতি বলা হয়েছে।
Step 2. Chrome browser open করে সার্চ বারে লিংক paste করে search করুন।
Step 3. এখন সার্চ বারে m.facebook.com লেখা দেখতে পাবেন।কিন্তু আপনাকে m এর জায়গায় basic লিখে সার্চ করতে হবে।
যেমন – m.facebook.com এর জায়গায় mbasic.facebook.com লিখে সার্চ করতে হবে।
Step 4. Search করলেই ফেসবুক বেসিক ভারসনে চালু হয়ে যাবে।এখান থেকে ভিডিও প্লে করুন।
Video play করলে তিনটি ডট দেখতে পাবেন।তিনটি ডট এ ক্লিক করলেই ডাউনলোড অপশন পেয়ে যাবেন।
আশাকরি এই পোস্টটি সম্পুর্ণ পড়ার পরে Facebook video download করতে আপনার কোন অসুবিধা হবে না।এবং আপনি আপনার পছন্দের ফেসবুক ভিডিও মোবাইল ডাউনলোড করে যেকোনো সময় দেখতে পারবেন।
যদি ভিডিও টি ভালো লেগে থাকে, তবে অবশ্যই বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়া সাইটে share করুন,
আরও পড়ুন :
7 thoughts on “3 টি উপায়ে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করুন – ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়”