ইউটিউবে mp3 গান ডাউনলোড করার উপায়, YouTube mp3 song download – helpwb.com এর পক্ষ থেকে সবাই কে স্বাগত জানিয়ে আজকের টিউটোরিয়াল টি শুরু করছি। আমরা জানি ইউটিউব পৃথিবীর সবচেয়ে বড়ো ভিডিও সার্চ ইঞ্জিন। যেখানে প্রতি টি ইউজার গড়ে 41.9 মিনিট সময় spend করে। যদি আপনি ও YouTube ব্যবহার করেন তবে কোন এক সময় আপনার মনেও ইউটিউব থেকে YouTube video এবং mp3 song download করার খেয়াল এসেছে। কারণ বর্তমানে Bollywood, Hollywood ও Tollywood থেকে যত গান আসে, সব গান গুলোই সবার আগে YouTube রিলিজ করা হয়।
ইউটিউবে ভিডিও save করার অপশন থাকলে, সেই ভিডিও মোবাইল ফোনের গ্যালারিতে নিয়ে যেতে পারবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করার জন্য ইন্টারনেটের সাহায্য নিতে হবে। তবে এই বিষয়ে আমাদের সাইটে একটি পোস্ট রয়েছে, একবার দেখে নিতে পারেন কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয়।
কিন্তু ইউটিউবে mp3 গান ডাউনলোড করার কোন অপশন নেই। যদি আপনি YouTube থেকে latest mp3 গান ডাউনলোড করতে চান, তবে আপনাকে যেকোনো একটি Browser এর সাহায্য নিতে হবে। কারন আপনি কোন apps এর সাহায্যে ভিডিও গান ডাউনলোড করতে পারলেও YouTube mp3 song download করতে পারবেন না।
তাই আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে ইউটিউব থেকে mp3 গান ডাউনলোড করার উপায় গুলো একেবারে সহজ সরল ভাষায় আলোচনা করতে চলেছি। নিম্নে দেওয়া পদ্ধতি গুলোর সাহায্যে আপনি যে কোন ইউটিউব ভিডিও কে mp3 formats convert করে নিজের মোবাইলের গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন।
কিভাবে ইউটিউব থেকে mp3 গান ডাউনলোড করবেন – YouTube mp3 song download
YouTube থেকে mp3 গান ডাউনলোড করা খুব সহজ, এর জন্য প্রথমে আপনাকে গানের লিঙ্কটি copy করতে হবে, তারপরে Copy করা লিঙ্কটি অন্য কোনও ওয়েবসাইটে পেস্ট করতে হবে, এই ওয়েবসাইটটি সেই ভিডিওটিকে এমপি 3 গানে রূপান্তরিত করে পাশাপাশি একটি ডাউনলোড করার জন্যও লিঙ্ক সরবরাহ করবে এবং আপনি সেই Download link থেকে গানটি ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন : কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন?
YouTube mp3 song download করার প্রক্রিয়া মোবাইল এবং কম্পিউটারে একেই, তবে যেহেতু বেশির ভাগ লোক স্মার্ট ফোনে ইউটিউব চালায়। তাই আমি মোবাইলের মাধ্যমে কিভাবে mp3 গান ডাউনলোড করতে হয় তা জানব। ইউটিউব থেকে mp3 song download করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন –
Step 1: Go To YouTube.com
প্রথমে নিজের মোবাইলে ইন্সটল যেকোনো একটি Browser open করে ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইট youtube.com যান।আমি Chrome browser open করে প্রক্রিয়া টি সম্পুর্ণ করবো।
Step 2: Select Your video & Copy video Link
youtube.com এ যাওয়ার পরে আপনি যে গান ডাউনলোড করবেন সেই গান টি সার্চ করে প্লে করুন। এবং একেবারে উপরে গানের URL দেখতে পাবেন, এখান থেকে URL copy করুন।
Step 3: Go to y2mate website
URL copy করার পরে y2mate.com সাইটে যান,যাওয়ার পরে নিচে দেওয়া স্ক্রিনশট এর মতো পেজ খুলবে।
- এখানে যে বাক্সটি রয়েছে, সেখানে copy করা link paste করুন।
- তারপর তির চিহ্নে ক্লিক করুন।
Step 4: Mp3 song download করুন
তির চিহ্নে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেওয়া পেজটি ওপেন হবে।
- প্রথমে mp3 অপশনে ক্লিক করুন।
- তারপর “Download” অপশনে ক্লিক করলেই আর একটি Download অপশন আসবে এখানে ক্লিক করলেই mp3 song download হয়ে যাবে।
So, উপরে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করে খুব সহজে আপনি YouTube mp3 song download করতে পারবেন।
YouTube থেকে mp3 গান ডাউনলোড করার ওয়েবসাইট
উপরে আমরা y2mate সাইটের মাধ্যমে মোবাইল এবং কম্পিউটারে ইউটিউব থেকে mp3 formats এ গান ডাউনলোড করার নিয়ম গুলো আলোচনা করেছি।তবে এই ওয়েবসাইট ছাড়া ও অনেক গুলো ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজে YouTube mp3 song download করতে পারবেন।
এর জন্য আপনাকে কেবলমাত্র গানের URL Copy করে, নিচে দেওয়া সাইটে paste করতে হবে।
Link paste করলেই automatic mp3 formats এ song convert হয়ে যাবে এবং সেখানে একটি ডাউনলোড অপশন থাকবে, এখানে ক্লিক করে খুব সহজে YouTube mp3 song download করতে পারবেন।
ইউটিউব ভিডিও কে MP3 গানে রুপান্তরিত করার ওয়েবসাইট গুলো হল-
- y2mate.com,
- onlinevideoconverter.com
- bigconverter.com
- mp3hub.com
- notube.com
- savetomp3.com
উপরে দেওয়া এই ওয়েবসাইট গুলো ব্যবহার করে খুব সহজে ইউটিউব থেকে mp3 গান ডাউনলোড করতে পারবেন।
আশাকরি YouTube থেকে mp3 audio song download করার পোস্ট টি পড়ে আপনি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করতে হয়।তারপর যদি গান ডাউনলোড করতে কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আরও পড়ুন :
আপনাকে ধন্যবাদ।