ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম, YouTube video Upload 2025 – Hello বন্ধুরা helpwb.com এর পক্ষ থেকে সবাই স্বাগত জানিয়ে আজকের টিউটোরিয়ালটি শুরু করছি। আজকের টিউটোরিয়ালের Title দেখে বোধহয় বুঝতে পেরেছেন আজকে আমরা ইউটিউবে video upload করার উপায় গুলো বিস্তারিত ভাবে জানব।
তবে ইউটিউব ভিডিও আপলোড করার আগে ইউটিউবে ভিডিও ছাড়ার নিয়ম ভালো ভাবে জানতে হবে। যদি ইউটিউবে ভিডিও ছাড়ার সঠিক নিয়ম আপনার জানা থাকে, তবে খুব সহজে আপনি আপনার ইউটিউব ভিডিও কে YouTube search এ নিয়ে যেতে পারবেন এবং তার সঙ্গে ভিউ ও সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়াতে পারবেন।
আজকের মূল আলোচ্য বিষয় YouTube video upload করার আগে আপনাদের জানিয়ে রাখি YouTube পৃরিথীর সবচেয়ে বড়ো ভিডিও sharing website, যেখানে হাজার হাজার YouTubers, ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।
এখন আপনি ইউটিউবে ভিডিও ছাড়ার নিয়ম টিউটোরিয়াল টি পড়ছেন, এর অর্থ আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, কারণ চ্যানেল ছাড়া আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেনা। যদি না থাকে তবে জেনেনিন একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার সঠিক পদ্ধতি এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে নিজের অসাধারণ জ্ঞান সবার সঙ্গে ভাগ করে লাখ লাখ টাকা আয় করুন।
যদি সঠিক উপায়ে ইউটিউবে ভিডিও ছাড়ার নিয়ম জানতে চান, তবে এই টিউটোরিয়াল টি মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ুন।
কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করতে হয় – YouTube video upload করার পদ্ধতি
এখন আমরা আমাদের মূল আলোচ্য বিষয় YouTube এ ভিডিও ছাড়ার নিয়ম গুলো step by step বিস্তারিত ভাবে আলোচনা করবো। আজকের এই টিউটোরিয়ালে আপনি যে বিষয় গুলো জানতে পারবেন সেগুলো হল-
- ইউটিউবে ভিডিও ছাড়ার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস।
- কম্পিউটারের মাধ্যমে ভিডিও ছাড়ার পদ্ধতি।
- মোবাইলে YouTube app এর সাহায্যে ইউটিউবে ভিডিও ছাড়ার নিয়ম।
ইউটিউব ভিডিও আপলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস
ইউটিউব চ্যানেল শুরু করার প্রথম দিকে যখন আমরা video upload করি, তখন আমাদের self created video তে copyright claim চলে আসে। এর কারণ হল YouTube policy মেনে না চলা।নিচে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি যেগুলো YouTube video upload করার আগে আপনার জানা উচিৎ।
- একটা ভিডিও এর viral হওয়ার জন্য sound গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু অন্য কারো music বা audio recordings নিজের ভিডিওতে ব্যবহার করবে না।
- কোন video games বা software এর direct ভিডিও করে আপলোড করবে না।
- কোন TV serials বা movie এর video recording করে ইউটিউবে ভিডিও আপলোড করা যাবে না।
- Nudity বা অশ্লীল ভিডিও ইউটিউবে আপলোড করবেনা।
- যদি আপনি অন্য কোন লোকের image অথবা video বানিয়ে upload করেন,তবে আগে তার কাছে permission নিতে হবে।
- যদি আপনি নিজের তৈরি করা ভিডিও তে কোন কিছু হ্যাকিং করার পদ্ধতি বলেন, তবে ইউটিউব এর পক্ষ থেকে এই ভিডিও ডিলিট করে দিতে পারে।
এছাড়া অনেক গুলো conditions রয়েছে, তবে ইউটিউব ভিডিও আপলোড করার আগে অবশ্যই একবার YouTube Community Guidelines গুলো ভালো ভাবে পড়ে নিন।
আরও পড়ুন :
- কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয়?
- ইউটিউব চ্যানেল এর সেরস ১৫ টি সেটিংস।
- কিভাবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হাইড করতে হয়?
কম্পিউটারের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম
এখন আমরা আমাদের মূল আলোচ্য বিষয় ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম গুলো step by step আলোচনা করবো। তবে প্রথমে আমরা কম্পিউটার বা pc এর মাধ্যমে ভিডিও ছাড়ার নিয়ম জানব, তারপরে মোবাইলের মাধ্যমে ইউটিউব চ্যানেলে video uploads করার উপায় পদ্ধতি আলোচনা করব।
কম্পিউটারে YouTube video upload করার সঠিক নিয়ম জানার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন –
Step 1: Log in
প্রথমে কম্পিউটার বা মোবাইলে যে কোন একটি browser open করে ইউটিউব এর officials websites youtube.com সাইটে গিয়ে নিজের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে log in করুন।
Step 2: Go to YouTube Studio
Log in করার পরে একেবারে ডান পাশে উপরের দিকে “People Icon” ক্লিক করলে অনেক গুলো অপশন আসবে, তার মধ্যে তিন নম্বরে থাকা “YouTube Studio” অপশনে ক্লিক করুন। বোঝার সুবিধার জন্য নিচে দেওয়া ছবি দেখে নিতে পারেন।
Step 3: Click on Upload Videos
YouTube Studio তে ক্লিক করলে নিচে দেওয়া ছবি এর মতো পেজ খুলবে, এখানে “Upload Videos” অপশনে ক্লিক করুন।
Step 4: Select Your Files
Upload videos তে ক্লিক করার পরে একটি popup windows ওপেন হবে। এখানে “Select Files” অপশনে ক্লিক করে আপনি যে ভিডিও টি আপলোড করবেন সেই ভিডিও টি সিলেক্ট করুন
Step 5: Upload and Settings your video
File select করার সঙ্গে সঙ্গে ইউটিউবে ভিডিও আপলোড শুরু হয়েছে।তবে আপলোড হতে কিছু সময় লাগবে।
তবে যতক্ষণ ভিডিও আপলোড হয়নি ততক্ষণে আপনি ভিডিও সেটিংস করে নিন। ইউটিউব ভিডিও আপলোড হওয়ার সময় নতুন পেজ খুলবে সেখানে সেটিংস গুলো করতে হবে।
Video Details
Details অপশনে serial ভাবে যে সেটিং গুলো করবেন, সেগুলো নিম্নে তুলে ধরা হল –
- Title – এখানে আপনি আপনার ভিডিও এর একটি সুন্দর SEO Friendly Titles দিয়েদিন।
- Description – এখানে আপনি আপনার ভিডিও এর সমন্ধে বলুন, যে ভিডিও তে কি বিষয় আলোচনা করা হয়েছে।
- Thumbnail – এই অপশনে থেকে ভিউয়ার দের attract করার জন্য customs thumbnails upload করতে পারবেন।
- Playlists – যদি আপনি প্লে লিস্ট তৈরি করতে চান তবে এখান থেকে করতে পারবেন।
- Audience – এখানে দুটো বক্স থাকবে কিন্তু আপনি No, it’s not made for kids অপশনে ক্লিক করবেন। তারপরে show more অপশনে ক্লিক করুন।
- Tags – Show more option এ ক্লিক করার পরে অনেক গুলো অপশন থাকবে কিন্ত আপনি কেবলমাত্র Tags অপশনে লোকে কি সার্চ করে সেই keyword গুলো দিয়ে Next বাটনে ক্লিক করুন।
Step 6: Publish Your Videos
পরপর তিনবার Next বাটনে ক্লিক করে আপনি Visibility অপশনে চলে যাবেন।এখানে এখানে “Public” সিলেক্ট করে “Publish” বাটনে ক্লিক করুন
Publish বাটনে ক্লিক করলেই ইউটিউবে ভিডিও আপলোড হয়ে যাবে।আশাকরি আপনি বুঝতে পেরেছেন কিভাবে কম্পিউটারের মাধ্যমে ইউটিউব ভিডিও আপলোড করতে হয়।
আরও জানুন :
- ফেসবুকের ইতিহাস বা জন্ম কাহিনী।
- জানুন ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায়।
- ইমেইল কি, ইমেইলের বিস্তারিত ইতিহাস।
YouTube app এর মাধ্যমে ইউটিউবে ভিডিও ছাড়ার নিয়ম।
এতক্ষণে আমরা জানলাম কিভাবে কম্পিউটারের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড করা যায়।এখন আমরা আমাদের মোবাইলে ইন্সটল ইউটিউব অ্যাপ এর সাহায্যে ইউটিউবে ভিডিও ছাড়ার নিয়ম গুলো বিস্তারিত ভাবে আলোচনা করব।
মোবাইলে ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম গুলো জানার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন –
Step 1: Log in
প্রথমে নিজেত মোবাইল ইন্সটল YouTube app ওপেন করে জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
Step 2: Click on People Icon
Log in করার পরে “People icon” অপশনে ক্লিক করুন।
Step 3: Go TO Your Channel
People icon অপশনে ক্লিক করার পরে যে অপশন গুলো আসবে তার মধ্যে “Your Channel” অপশনে ক্লিক করুন।
Step 4: Click on Create
Your Channel অপশনে ক্লিক করার পরে নিচে দেওয়া ছবির মতো পেজ খুলবে। এখানে “Create” অপশনে ক্লিক করুন।
Step 5: Upload Your Videos
Create অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে তিনটি অপশন আসবে Upload vides, Create a Shorts and Go live. যেহেতু আপনি YouTube video upload করবেন, সেহেতু “Upload Videos” অপশনে ক্লিক করুন। এবং যে ভিডিও টি আপলোড করবেন সেটি সিলেক্ট করুন।
Step 6: Publish Your Videos
File select করার সঙ্গে সঙ্গে নিচে দেওয়া পেজটি ওপেন হয়ে যাবে। যেভাবে নাম্বারিং করা হয়েছে সেই ভাবে সেটিং করুন।
- প্রথমে একটি সুন্দর ভিডিও টাইটেল দিয়ে দিবেন।
- এখানে কোন পরিবর্তন না করে “Public” থাকতে দিন।
- Select audience অপশনে No, it’s not made for kids সিলেক্ট করুন।
- Finally “Upload” অপশনে ক্লিক করুন।
Upload অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিও ইউটিউবে আপলোড হয়ে যাবে।আশাকরি আপনি বুঝতে পেরেছেন কিভাবে YouTube video upload করতে হয়।নতুন ইউজারস এর সুবিধার জন্য কম্পিউটার এবং মোবাইল উভয়ের মাধ্যমে ইউটিউবে ভিডিও ছাড়ার নিয়ম গুলো step by step আলোচনা করা হয়েছে। তারপর ও যদি YouTube video upload করতে কোন সমস্যা হয় তবে কমেন্ট করে জানাবেন।
আশাকরি ইউটিউবে ভিডিও ছাড়ার নিয়ম পোস্টটি পড়ে আপনি উপক্রিত হয়েছেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে শেয়ার করুন।
আরও পড়ুন :
- ফেসবুক গ্রুপের জন্য সুন্দর নামের তালিকা।
- কিভাবে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যায়?
- YouTube থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম।
Discover more from HelpWB
Subscribe to get the latest posts sent to your email.
Smart fon diye ki profeisonal yutoob channel khola jai. 2022