মোবাইলে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড, YouTube video Download 2025- আমরা সকলেই জানি YouTube পৃথিবীর সবচেয়ে বড়ো video sharing platform এবং একেই সঙ্গে গুগলের পরে second largest search engine. যেখানে প্রতি দিন লক্ষ লক্ষ ভিডিও অ্যাপলোড করা হয় এবং প্রতি মাসে প্রায় 6 বিলিয়ন ঘন্টা ভিডিও ইউটিউবে দেখা হয়।
ইউটিউব এমন একটি video site, যেখানে ভিডিও অ্যাপলোড করার পরিবর্তে টাকা ইনকাম হয়। এই কারণে YouTube দিনের পর দিন এগিয়ে চলেছে। ইউটিউবে movie, song, technology, blogging, wordpress, seo, Education and Insurance ,অনলাইন নিউজ এর video পেয়ে যাবেন। অর্থাৎ ইউটিউবে আপনি যে কোন ক্যাটেগরির ভিডিও দেখতে পাবেন।
এই কারণে কিছু ভিডিও ভালো লেগে যায় এবং পরে দেখার জন্য নিজের মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার কথা চিন্তা করে কিন্তু ইউটিউবে ভিডিও ডাউনলোড করার কোন অপশন নেই।
তবে YouTube 2014 সালে একটি offline view back নামে একটি নতুন পরিসেবা চালু করেছে যা ব্যবহারকারীদের পরে ব্যবহারের জন্য তাদের মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার অপশন দিয়েছে তবে ইউটিউব video Creater এর কথা ভেবে এই বৈশিষ্ট্যটি প্ল্যাটফর্মের সমস্ত ভিডিওতে প্রযোজ্য নয় এবং এটি স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ।
এছাড়াও, এই ইউটিউব ভিডিওগুলি কেবলমাত্র ইউটিউব অ্যাপে কাজ করে এবং 30 দিন পরে অদৃশ্য হয়ে যায়। এর মানে আপনি ভিডিও গুলো মোবাইলের গ্যালারিতে ডাউনলোড করতে পারবেনা।
ইউটিউবের অফলাইন ভিডিও ডাউনলোড বৈশিষ্ট্যটি ডেস্কটপ ব্যবহারকারীদেরও কভার করে না, এ কারণেই অনেক লোক ইউটিউব ভিডিও ডাউনলোডের মতো সরঞ্জামের সন্ধান করে এবং ইন্টারনেটে সার্চ দিয়ে থাকে ইউটিউব ভিডিও ডাউনলোড সফটওয়্যার, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার এবং ভিডিও ডাউনলোড করার apps ইত্যাদি।
এইসব নতুন ইউটিউব ইউজারস এর কথা ভেবে আজকের এই টিউটোরিয়ালে আমরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার এবং বিভিন্ন উপায় গুলো বিস্তারিত ভাবে আলোচনা করবো।
আমি আপনাদের সম্পুর্ণ পোস্টটি পড়তে বলব, তার কারন পোস্টটি সম্পুর্ণ পড়ার পরে আপনি খুব সহজে কম্পিউটার এবং মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন :
- কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়।
- জানুন ফেসবুক প্রোফাইল লক করার সঠিক উপায়।
- ৬ টি উপায়ে ফেসবুক থেকে আয় করুন।
কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবো – YouTube video Download
ইউটিউব ভিডিও ডাউনলোড করা একেবারে সহজ। তবে আজকের এই টিউটোরিয়ালে আপনি youtube video download করার 2 টি উপায় জানতে পারবেন।
- Savefrom.net সাইটের মাধ্যমে কম্পিউটার এবং মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড।
- Androids apps এর মাধ্যমে YouTube video download Apps
Savefrom.net সাইটের মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড।
savefrom.net ছাড়া ও অনেক সাইট রয়েছে যার মাধ্যমে আপনি youtube video download করতে পারবেন কিন্তু এই সাইটের মাধ্যমে কম্পিউটার এবং মোবাইল এর মাধ্যমে খুব সহজে video download করতে পারবেন। তবে এই সাইটের মাধ্যমে দুই ভাবে ভিডিও ডাউনলোড করা যাবে।
এক Video link copy করে এবং দুই ভিডিও লিংক কপি না করে ইউটিউব ভিডিও ডাউনলোড।
YouTube Video link copy করে video download
ইউটিউব ভিডিও এর লিংক কপি করে ভিডিও ডাউনলোড করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন –
Step – 1: Log in
প্রথমে নিজের কম্পিউটারে ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইট youtube.com ওপেন করে নিজের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। যদি আপনি মোবাইলে ভিডিও ডাউনলোড করতে চান তবে chrome browser open করে log in করুন। Log in না করে ও Youtube video download করা যাবে।
Step – 2: Copy Video url
আপনি যে ভিডিও টি ডাউনলোড করবেন তার url copy করুন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে url কিভাবে কপি করতে হয়।
যে ভিডিও টি ডাউনলোড করবেন সেই ভিডিও টি play করুন। Play করার পরে একেবারে উপরে সার্চ বারে video url থাকবে ,all select করে copy করেনিন।বোঝার সুবিধার জন্য নিচে ছবি দেওয়া হল দেখে নিতে পারেন।
Step – 3: Go to Savefrom.net
ভিডিও ইউ আর এল কপি করার পরে savefrom.net সাইটে যান, যাওয়ার পরে নিচে দেওয়া screenshots এর মতো সাইট ওপেন হবে।
এখানে “Enter the URL” অপশনে copy করা ইউটিউব ভিডিও URL paste করে “তির চিহ্নে” ক্লিক করুন।
Step – 4: Download YouTube video
তির চিহ্নে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেওয়া ছবি এর মতো একটি পেজ খুলবে। এখান থেকে আপনি আপনার ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন।
- এখানে click করে আপনি video quality select করেতে পারবেন।
- পরে “Download” অপশনে ক্লিক করলেই আপনার পছন্দের ভিডিও ডাউনলোড হয়ে যাবে।
Video Link copy না করে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম
আশাকরি আপনি বুঝতে পেরেছেন কিভাবে URL copy করে কম্পিউটার এবং মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয়। এখন আমরা video link copy না করে youtube video download করার পদ্ধতি জানব।
Step – 1. প্রথমে chrome browser open করে ইউটিউবের officials websites youtube.com যান।
Step – 2. এখন যে ভিডিও টি ডাউনলোড করবেন সেই ভিডিও টি প্লে করুন এবং ইউটিউব ভিডিও URL এর “YOUTUBE” এর আগে “SS” লিখে সার্চ দিন।
কম্পিউটারে https://www.youtube.com/……./ এর জায়গায় https://www.ssyoutube com/…../ এবং মোবাইলে https://m.youtube.com/……./ এর জায়গায় https://m.ssyoutube.com/……./ লিখে সার্চ দিলে Savefrom.net সাইটের youtube video download অপশনে চলে যাবেন।
Step -3. এখান থেকে আপনি step -4 অনুসরণ করে video quality select করে Download অপশনে ক্লিক করলেই ভিডিও ডাউনলোড হয়ে যাবে।
আশাকরি উপরে দেওয়া প্রয়োজনীয় স্টেপ্স গুলো অনুসরণ করে আপনি খুব সহজে YouTube video download করতে পারবেন। তারপর যদি কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার Apps
অনেক নিউ ইউটিউব ইউজারস আছে যারা Androids apps এর মাধ্যমে video download করতে চাই। তাদের কে বলি Google play store এ সার্চ দিলেও youtube video downloader খুঁজে পাবেন না। যে apps এর মাধ্যমে আপনি ভিডিও ডাউনলোড করবেন সব গুলো বাইরে থেকে ডাউনলোড করতে হবে।
যারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার এপস খুঁজছেন তাদের জন্য কয়েকটি most popular Youtube video downloader app এর লিস্ট নিচে দেওয়া হল –
TubeMate, Tube video download, সমস্ত ভিডিও ডাউনলোডার ইত্যাদি। এছাড়াও অনেক গুলো অ্যাপস রয়েছে যে গুলো আপনাকে অন্য কোন সাইট থেকে ডাউনলোড করতে হবে। এবং ইন্সটল করার সময় বিভিন্ন ধরনের permission চাওয়া হয়। যেমন – contact, phone call log, camera ইত্যাদির permission চাই।
আর যখন আপনি এই access গুলো দিয়ে দিবেন তখন আপনার সব personal information তাদের কাছে চলে যাবে এবং তারা আপনার এই পারশনাল ডাটা এর অপব্যবহার করতে পারে। তাই আমি আমার visitors কে অনুরোধ করব, তারা যেন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সময় কোন androids apps এর ব্যবহার না করে।
তবে বেশ কিছু দিন আগে Youtube এর একটি নিজস্ব app YouTube go launched করেছে যার মাধ্যমে আপনি মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন।
I hope আজকের এই টিউটোরিয়াল টি পড়ে আপনি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয়। যদি পোস্টের মাধ্যমে আপনি উপক্রিত হয়ে থাকেন, তবে বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
আরও পড়ুন: