ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম, Youtube channel verify 2025 – এই টিউটোরিয়াল টি আপনি পড়ছেন, তার মানে অবশ্যই আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে।যদি না থাকে তবে জেনেনিন কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়।
Youtube Channel create করার মূল লক্ষ্য হল ইউটিউবে video uploads করে taka income করা। কিন্তু ভিডিওতে যত বেশি visitors আসবে তত বেশি ইনকাম হবে,আর এই ভিজিটরদের ভিডিও দেখার জন্য আকর্ষিত করার জন্য Youtube video তে একটি আকর্ষণীয় Custom Thumbnail ব্যবহার করতে হবে।
কিন্তু ইউটিউব ভিডিও তে custom thumbnail এর ব্যবহার করার আগে আপনাকে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হবে।যদি চ্যানেল ভেরিফাই করা না থাকে তবে Customs Thumbnail এর ব্যবহার করতে পারবেন না। তাই প্রথমে Youtube channel verify করে নেওয়া উচিৎ।
যদি আপনি ও নতুন Youtubers হয়ে থাকেন এবং জানতে চান কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয়। তবে এই পোস্টটি সম্পুর্ণ পড়ুন।
কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন – How to verify Youtube Channel
আমরা সকলেই জানি ইউটিউব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় videos sharing platform. Youtube channel create করার পর আমাদের প্রথম কাজ হল নিজের মতো করে ইউটিউবের সেটিং করা। আর ইউটিউব চ্যানেল সেটিং করতে পারবেন না যতক্ষণ আপনি চ্যানেল ভেরিফাই করেননি।
আজকের এই টিউটোরিয়ালে আমরা দুটো বিষয় জানব, সেগুলো হল –
- ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সুবিধা।
- ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম।
Youtube Channel Verify করার সুবিধা
ইউটিউব চ্যানেল ভেরিফাই করা ইউটিউব এর এক জরুরি বিষয়। চ্যানেল ভেরিফাই না করলে Monetizations এর মতো features গুলো enable করতে পারবেন না। কারণ চ্যানেল ভেরিফাই করার পরেই ইউটিউবের বিভিন্ন features গুলো enable করতে পারবেন।
ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সুবিধা গুলো নিম্নে তুলে ধরা হল –
- যদি ইউটিউব একাউন্ট ভেরিফাই করা থাকে, তবে ইউটিউবের নজরে আপনার আইডি ফেক হিসেবে গন্য করা হয় না এবং ইউটিউব এর সঙ্গে partnership হয়ে যায়।
- Youtube channel verify করা না থাকলে 15 মিনিটের বেশি লম্বা ভিডিও আপলোড করা যাবে না।কিন্তু ভেরিফাই করার পরে যে কোন long video uploads করতে পারবেন।
- চ্যানেল ভেরিফাই করা থাকলে copyright Claim করতে পারবেন।
- চ্যানেল ভেরিফাই করার পরে আপনি ইইউটিউবে live streaming video করতে পারবেন।
- যদি আপনি ইউটিউবে ভিডিও upload করে টাকা ইনকাম করতে চান, তবে আপনাকে ইউটিউব এর video monetization enable করতে হবে। আর এই video monetization enable করার জন্য Youtube channel verify korte hobe.
- Channel verify করার পরে ইউটিউব এর Fan Fundimg feature ব্যবহার করতে পারবেন। তবে youtube video monetization enable করার পরেই Fan Funding পরিসেবা চালু করতে পারবেন।
Kivabe Youtube channel verify korte hoy – ইইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম
এখন আমরা আমাদের মূল আলোচ্য বিষয় ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম গুলো step by step আলোচনা করবো । youtube channel verification করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন।
Step 1: Log in
প্রথমে নিজের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইউটিউবে লগ ইন করুন।
Step 2: Click in Profile photo and YouTube Studio
ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে ডান দিকে একেবারে উপরে “Profile Photo” তে ক্লিক করলে, বেশ কিছু অপশন আসবে তার মধ্যে “YouTube Studio” অপশনে ক্লিক করুন। নিচে দেওয়া photo এর মতো।
Step 3:. Click on Setting
Youtube studio অপশনে ক্লিক করার পরে নিচে দেওয়া photo এর মতো একটি পেজ ওপেন হবে। এখানে “Setting” অপশনে ক্লিক করুন।
Step 4: Setting
Setting অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলের সেটিং পেজ খুলে যাবে নিচে দেওয়া screenshot এর মতো।
Screenshot এ যেভাবে নাম্বারিং করা হয়েছে, সেই ভাবে আপনি ও কাজ করুন।
- প্রথমে “Channel” অপশনে ক্লিক করুন।
- তারপর “Features Eligibility” অপশনে ক্লিক করুন।
- Next “Eligible” option e click করুন।
- Finally, “Verify Phone Number ” অপশনে ক্লিক করুন
Step 5: Phone Verification
Verify phone number অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে phone verification এর পেজ খুলে যাবে, নিচে দেওয়া ফোটো এর মতো।
Select Your Country : প্রথমে আপনি নিজের country select করুন। ভারতীয় হলে India এবং বাংলাদেশের অধিবাসী হলে Bangladesh সিলেক্ট করুন।
Phone Number: তারপর নিজের Mobile number type করুন।
Get Code: Country select এবং phone নাম্বার দেওয়ার পরে “Get Code” বাটনে ক্লিক করুন।
Step 6: Verify Your Youtube Channel
Get code বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার দেওয়া মোবাইল নম্বরে 6 Digit এর ভেরিফিকেশন কোড আসবে এবং নিচে দেওয়া ফটো এর মতো পেজ খুলবে সেখানে otp বা verification code দিয়ে “Submit” অপশনে ক্লিক করুন।
Submit অপশনে ক্লিক করলেই আপনার Youtube channel verify হয়ে যাবে এবং একটি মেসেজ দেখাবে “Congratulations! Your phone number is now verified“
এখন আপনার সাথে ইউটিউব এর partnership হয়ে গেছে এবং আপনি ইউটিউবে যেকোনো লম্বা ভিডিও আপলোড করতে পারবেন।
আশাকরি ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম গুলো অনুসরণ করে আপনি খুব সহজে নিজের চ্যানেল ভেরিফাই করতে পারবেন। তারপর ও যদি কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার সহায়তা করে আমরা খুশি হবো।
যদি পোস্টটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও জানতে পারে কিভাবে youtube channel verify korte hoy.
আরও পড়ুন :
- কিভাবে ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভার করতে হয়।
- জানুন কিভাবে ফেসবুক আইডির প্রোফাইল লক করতে হয়।
- কিভাবে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়।
- ফেক রিপোর্ট থেকে fb id নিরাপদ রাখার উপায়।
Discover more from HelpWB
Subscribe to get the latest posts sent to your email.
সাবস্ক্রাইব করবেন
Vai amar YouTube channel subscribe asena ki korbo
Md Nahim Khan Raj