ইউটিউব চ্যানেল আইডিয়া 2024 – Hello বন্ধুরা helpwb.com এর পক্ষ থেকে সবাই কে স্বাগত জানিয়ে আজকের টিউটোরিয়াল টি শুরু করছি। বর্তমানে ইউটিউবে, YouTube users এর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে, ঠিক তার সাথে ইউটিউবে বেড়ে চলছে YouTube content Creator’s এর সংখ্যাও।
আর এই সংখ্যা বাড়বেই না কেন? কারণ এখন ইউটিউব ভিডিও কন্টেন্ট ক্রিয়েচারদের মেধার সঠিক মূল্য দিয়ে থাকে। এখানে কাজ করার জন্য কোনো প্রকার investment এবং experience এর প্রয়োজন নেই। এখানে যে কোন লোক নিজের creativity এর মাধ্যমে সফল হতে পারবে। যদি আপনার মধ্যে কোন ইউনিক গুন থাকে, তবে আপনি ও খুব অল্প সময়ে ইউটিউবে সফল হতে পারবেন এবং এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।
বর্তমানে কে না চাই যে তার একটা ইউটিউব চ্যানেল থাকুক, কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যখনই আমরা ইউটিউব চ্যানেল start করার কথা ভাবি, তখনই আমাদের মনে কিছু প্রশ্ন বার বার ঘুরতে থাকে। যেমন – কোন টপিকের উপরে ইউটিউব চ্যানেল চালু করলে ভালো হয়, লাভজনক ইউটিউব চ্যানেল আইডিয়া কি কি এবং কোন YouTube channel category সিলেক্ট করব ইত্যাদি ইত্যাদি। এমন ও অনেক বন্ধু আছে যারা গুগলে সার্চ করতে থাকে YouTube Channel ideas, ইউটিউব চ্যানেল আইডিয়া, YouTube channel ideas ba bgla ইত্যাদি ইত্যাদি।
যদি আপনি তাদের মধ্যে একজন হয়ে থাকেন, তবে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। কারণ আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি Best and profitable YouTube channel ideas গুলো নিয়ে।
এই অবস্থায় যদি আপনি নিজের একটি Professional YouTube channel চালু করার কথা ভাবছেন, তবে আপনাকে অবশ্যই একটা লাভজনক ইউটিউব চ্যানেল আইডিয়া নিয়ে চ্যানেল শুরু করতে হবে এবং Niche ও keyword research করতে হবে। কারণ ইউটিউব এর পরবর্তী journey এই বিষয় গুলোর উপরেই নির্ভর করে থাকে। যদি আপনি ভুল YouTube Channel Category সিলেক্ট করেন, তবে আপনার কম্পিটিশন বেশি হবে এবং ভিডিও তে ভিজিটর আসবেনা ও সফল হতে অনেক বেশি সময় লাগবে।
তাই আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে 20 টি লাভজনক ইউটিউব চ্যানেল আইডিয়া নিয়ে আলোচনা করতে চলেছি। এই চ্যানেল ক্যাটেগরির উপরে চ্যানেল শুরু করলে কম্পিটিশন তো কম হবেই, তার সঙ্গে কম সময়ে সফল হতে পারবেন এবং অনেক বেশি টাকা ইনকাম ও করতে পারবেন।
25 টি সেরা লাভজনক ইউটিউব চ্যানেল আইডিয়া – YouTube channel ideas to make money online 2022
New YouTube Creater রা চ্যানেল তৈরি করার সময় সব থেকে বেশি যে ভুল করে তা হল Technology এর উপরে ইউটিউব চ্যানেল তৈরি করা। কারণ টেকনোলজি ক্যাটেগরিতে আগে থেকেই অনেক বড় বড়ো ইইউটিউবার রয়েছে। এদের সঙ্গে কম্পিটিশন করে আগে যেতে হলে অনেক বেশি সময় লাগবে। তাই আপনাকে এমন কিছু ইউনিক আনকমন ইউটিউব চ্যানেল আইডিয়া নিয়ে একাউন্ট তৈরি করতে হবে। যেন খুব অল্প সময়ে সাফল্য অর্জন করা যায় এবং সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায়।
Also Read : 400 টি সেরা ইউটিউব চ্যানেলের সুন্দর নামের তালিকা
আজকের টিউটোরিয়ালে এমন কিছু ইউনিক ইউটিউব চ্যানেল আইডিয়া নিয়ে কথা বলবো। যে Topics গুলো নিয়ে ইউটিউব চ্যানেল চালু করলে খুব কম সময়ে সাফল্য অর্জন করতে পারবেন। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ YouTube channel ideas গুলো বিস্তারিত ভাবে তুলে ধরা হল –
Vlogging YouTube Channel
বর্তমানে vlogging ইউটিউবে এক নতুন আলোড়ন তৈরি করতে চলছে ।vlogging YouTube channel ideas আপনার জন্য এক লাভজনক আইডিয়ায় পরিনত হতে পারে।এর কারণ হল আমরা বেশির ভাগ লোক অন্য লোকের সম্মন্ধে জানতে পছন্দ করি, যে তারা কি করছেন, কোথায় কিভাবে থাকছেন, কি খাবার খাচ্ছেন ইত্যাদি ইত্যাদি।
ইচ্ছে করলে আপনি একটি vlogging চ্যানেল খুলে নিজের Daily life এর কিছু উত্তেজনামূলক মহূর্ত ক্যামেরায় বন্দী করে পুরো পৃথিবীর লোকের সঙ্গে ভাগ করে নিতে পারেন।বর্তমানে লক্ষ্য করলে দেখতে পাবেন এই ধরনের চ্যানেলে খুব কম সময়ে অনেক বেশি সাবস্ক্রাইবার হয়ে যায়।
যদি আপনি নিজের First YouTube channel খোলার চিন্তা করে থাকেন। তবে এই চ্যানেল টপিক আপনার জন্য best YouTube channel ideas হিসাবে প্রমাণিত হতে পারে। কারণ এই ধরনের চ্যানেল চালানোর জন্য কোনো টেকনিক্যাল জ্ঞ্যান বা কোন দামী উপকরণের প্রয়োজন নেই, কেবলমাত্র নিজের স্মার্টফোনের ব্যবহার করেই চ্যানেল চালাতে পারবেন।
Documentary Vlogging
Ducumentary vlogging অনেক বেশি একটি Popular vlogging niche, তবে বাংলা ভাষায় এই ধরনের চ্যানেলের সংখ্যা অনেক কম রয়েছে এবং যারা এই ধরনের চ্যানেল পরিচালনা করছে তারা খুব কম সময়ে ইউটিউবে সফলতা অর্জন করেছে।
এই ক্যাটেগরির চ্যানেলে আপনি বিভিন্ন পপুলার ঐতিহাসিক জায়গার বিষয়ে ইন্টারেস্টিং বিষয় গুলো সবার সামনে তুলে ধরতে পারেন। তবে এর জন্য ওই জায়গার সম্মন্ধে ভালো নলেজ রাখতে হবে।
ইচ্ছে করলে আপনি সেখানে গিয়ে vlogging করতে পারবেন। এর ফলে আপনি সেই জায়গা এবং ওখানে বসবাসকারী লোকের culture এর ব্যাপারে ও নিজের সাবস্ক্রাইবার এর সংগে শেয়ার করতে পারবেন।আর আপনি ভালো ভাবে জানেন আমরা বাঙালিরা অন্য জায়গার culture সম্মন্ধে জানতে কত পছন্দ করি।
Village Culture vlog
আপনি ভালো ভাবে জানেন যে শহরে বসবাসকারী লোকেরা গ্রামের মানুষের culture, life styles এবং খাবার এর বিষয়ে জানতে কতটা উৎসুক।যদি আপনি গ্রামে বসবাস করেন তবে গ্রামে থেকে আপনি নিজের vlogging career শুরু করতে পারেন। Village vlogging আপনি নিজের গ্রাম অথবা আসেপাশের গ্রামের গুরুত্বপূর্ণ বিষয় গুলো তুলে ধরতে পারেন।
এছাড়াও গ্রামের লোকেরা কিভাবে বসবাস করে, কি ধরনের খাবার খাই এবং গ্রামের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, নদী, নালা ইত্যাদি বিষয় গুলো নিজের vlogging video তে তুলে ধরতে পারেন।
ইউটিউবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই ধরনের চ্যানেলের সংখ্যা নেই বললেই চলে। তাই এই টপিকের উপরে ইউটিউব চ্যানেল চালু করলে খুব কম সময়ে সফল হওয়া সম্ভব এবং এটি আপনার জন্য Best YouTube channel idea হিসাবে প্রমাণিত হবে।
Also Reads: ইউটিউব থেকে আয় করার সেরা ৩ টি উপায়।
Travel Guide
বাঙালীরা ভ্রমণ প্রিয় লোক এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে ভালোবাসেন। শীত, বর্ষা, অথবা গরম দিন যে কোন আবহাওয়ায় হোক না কেন বাঙালীরা ভ্রমণ করতে ভালোবাসেন। কিছু লোক শখে তো কিছু লোক কাজে সারাবছর travel করে থাকে।
আপনি ইচ্ছে করলে এদের জন্য একটি vlogging channel খুলে কম খরচে ট্রাভেলিং করার টিপস দিতে পারেন।যেমন – A জায়গা থেকে B জায়গায় বাসে যাত্রা করলে এত টাকা খরচ হবে এবং ট্রেনে ভ্রমণ করলে এত টাকা খরচ হবে। এই ভাবে আপনি গাইড করতে পারেন।যদি আপনি এখন চ্যানেল শুরু করেন তবে ২০২২ এর মধ্যে আপনার চ্যানেল একটি পপুলার ইউটিউব চ্যানেলে পরিনত হবে।
Food Vlogging Review
Food vlogging 2022 এর লাভজনক ইউটিউব চ্যানেলের অন্যতম ইউটিউব চ্যানেল আইডিয়া। ভারত এবং বাংলাদেশের মতো দেশে খাবারের কোন অভাব নেই। মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আপনি নিজের এলাকার বিভিন্ন ধরনের পপুলার ফুডস নিয়ে ভিডিও তৈরি করতে পারেন।
যদি আপনি popular জায়গার Dishes নিয়ে ভিডিও তৈরি করেন এবং আপনার চ্যানেল পপুলার হয়ে যায়। তবে সেই এলাকার বিভিন্ন Restaurant আপনাকে নিজের restaurants promote করার জন্য বলতে পারে।এর ফলে আপনি এখান থেকে অনেক বেশি টাকা আয় করতে পারবেন।
Home Decorations
বর্তমান সময়ে ভারত এবং বাংলাদেশের মতো দেশে সবাই নিজের বাড়ি-ঘর নতুন নতুন ডিজাইনার দিয়ে সাজিয়ে থাকে এবং এর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকে।আপনি এই টপিকের উপরে চ্যানেল বানিয়ে নতুন নতুন ডিজাইনের আসবাবপত্র, ঘর সাজানোর জন্য Lights, painting, clock ইত্যাদি ছোট ছোট বিষয় গুলো নিজের ভিডিওতে তুলে ধরতে পারেন।
How To
বর্তমানে how to topics সবচেয়ে বেশি জনপ্রিয় টপিকের মধ্যে একটা। কারণ Google এবং YouTube এ সবচেয়ে বেশি এই How to টপিক search করা হয়ে থাকে। ভেবে দেখুন আপনি ও কোনো এক সময় গুগলে How to লিখে সার্চ করেছেন।
যেমন – How to grow YouTube channel?, How to download YouTube videos?
Product Unboxing
বর্তমানে Priduct unboxing একটি পপুলার ইউটিউব চ্যানেল আইডিয়া এর মধ্যে একটা।তবে বাংলা ভাষায় এই ধরনের চ্যানেলের সংখ্যা নেই বলেই চলে। আর আপনি ভালো ভাবে জানেন যে lockdown হয়ে যাওয়ার পরে আমরা ছোট থেকে বড়ো যে কোন ধরনের ইলেকট্রনিকস প্রডাক্ট অনলাইনে ক্রয় করে থাকি। তবে ক্রয় করার আগে সেই product এর design, features ও styles দেখে ডিসিশন নিয়ে থাকি প্রডাক্ট টি ভালো হবে না খারাপ।
এই ধরনের চ্যানেলের আরও একটি ভালো দিক হল – এর মাধ্যমে আপনি affiliates marketing করে ও অনেক money earn করতে পারবেন।
Also Read : জানুন ইউটিউব চ্যানেল ডিলিট কিভাবে করতে হয়।
Daily Use Product Review
Daily use products review category তে ওই সমস্ত জিনিস গুলো আসে যে জিনিস গুলো আমরা আমদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি।যেমন – Toothbrush থেকে শুরু করে kitchen এ ব্যবহৃত ছোট ছোট product এর reviews video বানিয়ে ইউটিউবে আপলোড দিতে পারেন।
প্রতিদিন নতুন নতুন ডিজাইনের প্রডাক্ট বাজারে আসছে আপনাকে কেবলমাত্র একটু স্মার্ট ভাবে এই প্রডাক্ট গুলো ভিডিও তে তুলে ধরতে হবে
Top 5 or Top 10
এই ধরনের ভিডিও ও ইউটিউবে অনেক বেশি দেখা হয়ে থাকে এবং খুব কম সময়ে সফল হওয়া যায়। কারণ আপনি নিজে অনেকবার এই ধরনের ভিডিও দেখেছেন। এই ক্যাটেগরিতে আপনি Top 5 অথবা Top 10 , Top 20 ইত্যাদি topic cover করতে পারবেন। যেমন – Top 10 Bengali Movies, Top 10 richest person in Bangladesh ইত্যাদি ইত্যাদি।
Gaming channel
বর্তমানে গেমিং চ্যানেলের popularity আমার বলার প্রয়োজন নেই। কারণ PUBG, FREE fire, BGMI ইত্যাদি game ভারত এবং বাংলাদেশে আসার পরে গেমিং এর জগতে এক আলোড়ণ তৈরি হয়েছে।
যদি আপনি গেম খেলতে ভালো বাসেন তবে mobile অথবা কম্পিউটারে game খেলার সময় screen recording করে সেই gameplay video moments গুলো youtube এ upload করে টাকা ইনকাম করতে পারবেন।
তবে ইউটিউবে gaming channel অনেক রয়েছে, যারা ইউটিউবে live streaming করে লাখ লাখ টাকা ইনকাম করছে। তবে আমি আপনাকে গেমিং ভিডিওর সঙ্গে বিভিন্ন গেমিং নিউজ, 3 finger, 2 fingers game কিভাবে খেলতে হয় অর্থাৎ গেমিং টিপস অ্যান্ড ট্রিক এর উপরে চ্যানেল তৈরি করতে বলব।
Tutorial Channel
যদি আপনি কোন নির্দিষ্ট এক্সপার্ট হয়ে থাকেন অর্থাৎ যদি আপনার কাছে কোন কারিগরি দক্ষতা থাকে। তবে টিউটোরিয়াল চ্যানেল আপনার জন্য এক অন্যতম লাভজনক ইউটিউব চ্যানেল আইডিয়া হিসাবে প্রমাণিত হবে।যখন আমরা
কারণ যখন আমাদের কোন একটা বিষয় বুঝতে সমস্যা হয় তখন আমরা ইউটিউব অথবা গুগলে সার্চ করে থাকি।তার সঙ্গে এই ধরনের চ্যানেল ক্যাটেগরির ভিডিওতে সর্বদা organic traffic আসে।
যেমন – YouTube Tutorial channel, wordpress tutorial, computer, video editing tutorial ইত্যাদি।
Education YouTube Channel
শিক্ষায় হল জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। কিন্তু বর্তমানে লকডাউন এর কারণে স্কুল কলেজ সব বন্ধ রয়েছে। তাই এই লকডাউনে ছাত্র-ছাত্রীরা অনলাইনে পড়াশোনা করছে। এমন অবস্থায় যদি আপনি কোন নির্দিষ্ট বিষয়ে experts হয়ে থাকেন। তবে ইউটিউবে একটি Education channel খুলে online education দিতে পারেন।
Motivation YouTube channel
Motivation চ্যানেল আইডিয়া একটি লাভজনক ইউটিউব চ্যানেলের মধ্যে আসে। বর্তমান সময়ে ছাত্র ছাত্রী হোক, কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের আধিকারিক অথবা কোন বড়ো বিজনেস ম্যানই হোক না কেন সবার মোটিভেশান এর প্রয়োজন।
Motivation এর সঙ্গে আমাদের জীবনের এক গভীর সম্পর্ক রয়েছে। মোটিভেশান আমাদের সুপ্ত সিংহশক্তি’কে জাগিয়ে তুলতে সাহায্য করে। কোনো কারণবশত আমরা যতই নিরাশ থাকি না কেন একটা ছোটো Motivational video আমাদের মনে এক নতুন আশার প্রদীপ জ্বালিয়ে তুলতে পারে। এই ক্যাটেগরিতে ভিউয়ের সংখ্যা অনেক বেশি, আপনি ইচ্ছে করলে এই ইউটিউব চ্যানেল আইডিয়া নিয়ে নিজের YouTube career আরম্ভ করতে পারেন।
Podcast- Story Telling
আমার মনে হয় না ভারত এবং বাংলাদেশের মতো দেশে বিশেষ করে বাংলা ভাষায় কোনো podcast channel রয়েছে। যদি আপনার মধ্যে ক্যোয়ালিটি থাকে তবে আমি suggest করব, আপনি অবশ্যই একটি podcast channel শুরু করুন।কারণ এই টপিকের উপরে আপনি খুব অল্প সময়ে success achieve করতে পারবেন।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে podcast আবার কি? আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি podcast কথার অর্থ হল কোনো লোকের জীবন সমন্ধে বলা বা Story telling. আমাদের দেশে podcast channel না থাকলেও অন্যান্য দেশে পডকাস্ট একটি লাভ জনক YouTube channel ideas হিসেবে প্রমাণিত হয়েছে।
Interview Channel
২০২২ সালে লাভজনক ইউটিউব চ্যানেল আইডিয়া এর কথা বলা হবে, কিন্তু Interview channel এর কথা আসবে তা কি হয়। আপনি বিভিন্ন পপুলার লোকের ইন্টারভিউ নিয়ে সেই ভিডিও গুলো ইউটিউবে আপলোড করতে পারেন। যেমন – বড়ো বড়ো ইউটিউবার, বিজনেস ম্যান তারা কিভাবে সফলতা অর্জন করেছে ইত্যাদি।
এখন প্রশ্ন হল এই বড়ো বড়ো ইউটিউবার বা successful people আমার আপনার মতো ছোট চ্যানেল কে ইন্টারভিউ দিবে কেন? এর সহজ সরল উত্তর হল আপনাকে পপুলার লোকেদের ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন নেই। আপনি নিজের এলাকায় দেখতে পাবেন অনেক লোক আছে যারা নিজের জীবনে অনেক কিছু করেছে কিন্তু লোক চিনেন না, আপনি এই সমস্ত লোকের সফলতার কাহিনি তুলে ধরতে পারেন। যখন আপনার ইন্টারভিউ ইউটিউব চ্যানেল পপুলার হয়ে যাবে, তখন বড়ো বড়ো ইউটিউবার ও বিজনেস ম্যান রা আপনার চ্যানেলে ইন্টারভিউ দিতে আসবে।
এছাড়াও আরও অনেক গুলো Best and profiatable youtube channel ideas রয়েছে যে Topics এর উপরে ইউটিউব চ্যানেল শুরু করলে কম্পিটিশন কম হবে এবং অনেক কম সময়ে সফল হওয়া যায়। এই রকম কিছু গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেল আইডিয়া নিম্নে তুলে ধরা হল –
- Study Counseling channel,
- Trending Topic Explain,
- Make money online,
- Mobile hidden features,
- Bengali poem animation for kids,
- Biography,
- History,
- Challengers,
- Life Hacks,
- Crypto-currency,
- Computer,
- Tech News,
- News Channel,
- Desi Prank channel,
- Local Language Comedy.
উপরে দেওয়া YouTube channel ideas গুলোর মধ্যে যেকোনো একটি সিলেক্ট করে, যদি চ্যানেল শুরু করেন। তবে আমি আশাবাদী খুব অল্প সময়ে আপনার YouTube’s journey সফলতার শিখরে আরোহন করবে।
আশাকরি ইউটিউব চ্যানেল আইডিয়া পোস্টটি পড়ে আপনি উপক্রিত হয়েছেন এবং আপনি বুঝতে পেরেছেন ইউটিউবে Bangla ভাষায় পপুলার Channel topics কোন গুলো।
পরিশেষে, একটা কথা বলে রাখি এখানে যত গুলো আইডিয়া দেওয়া হয়েছে তার মধ্যে কিছু ক্যাটেগরি জটিল এবং কিছু টপিক একেবারে সহজ। তবে পরিশ্রম করলে ভারী কাজ ও সহজ মনে হয় আর পরিশ্রম না করে সহজ কাজ ও জটিল মনে হয়। উপরে দেওয়া ক্যাটেগরি গুলোর মধ্যে আপনি কোন ক্যাটেগরির উপরে নিজের চ্যানেল শুরু করতে চলেছেন, তা কমেন্ট বাক্সে কমেন্ট করে যানাবেন।
আরও পড়ুন
1 thought on “25 টি সেরা লাভজনক ইউটিউব চ্যানেল আইডিয়া – YouTube Channel Ideas to Make Money Online 2024”