সেরা 12 টি মেসেঞ্জার টিপস এবং ট্রিকস – Facebook Messenger Tips and Tricks 2021

Facebook Messenger tips and tricks 2021: ফেসবুক ম্যাসেঞ্জার দিয়ে আমরা সহজেই বন্ধুদের কাছে এসএমএস পাঠাতে পারি, তবে আপনি কি জানেন যে আমরা কেবল ফেসবুক মেসেঞ্জার থেকে এসএমএস পাঠাতে পারি না, আমরা এটি দিয়ে আরও অনেক কিছু করতে পারি।

উদাহরণস্বরূপ – ভয়েস কলিং, ভিডিও কলিং ইত্যাদি যার জন্য আপনার কোনও Application download করার বা কোনও অতিরিক্ত data recharge করার দরকার নেই। আপনাকে যা করতে হবে তা হ’ল মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে গিয়ে ফোন বা ভিডিও আইকনে ক্লিক করতে হবে। আপনি আপনার বন্ধুদের নামের ডান দিকে এই আইকনটি পাবেন।

যদি আপনার কাছে Android phones থাকে এবং তার সাথে আপনি একজন ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন এবং ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন। তবে আজকে এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে Facebook messenger এর জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিকস নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

Facebook team মাঝেমধ্যে Facebook messenger সম্পর্কিত নতুন নতুন শীর্ষস্থানীয় features নিয়ে আসতে থাকে।আজকে এই গুরুত্বপূর্ণ features সেটিংসের মধ্যে top Facebook messenger tips and trick গুলো বাংলা ভাষায় জানব।

Facebook Messenger Tips and Tricks in Bengali – সেরা 12 টি মেসেঞ্জার টিপস যা আপনার জানা উচিৎ

বর্তমানে ৮০% – ৯০% ফেসবুক ব্যবহারকারী sms, চ্যাট এবং ফটো, ভিডিও share করতে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন, তবে ফেসবুক মেসেঞ্জারের সাহায্যে এগুলো ছাড়াও আমরা অনেক কিছু করতে পারি। নিচে ফেসবুক মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিকস গুলো তুলে ধরা হল –

1. Facebook Messenger My Day Features

Facebook Messenger কিছু দিন আগে দারুণ একটি features launch করেছে যার নাম “My Day”. যদি আপনি এখনো old version Messenger use করছেন, তবে তাড়াতাড়ি play store এ গিয়ে মেসেঞ্জার অ্যাপ update করেনিন। Messenger Update করলেই এই নতুন features টি উপভোগ করতে পারবেন।

My Day মেসেঞ্জার features টি WhatsApp status এর মতো কাজ করে । My Day অপশনে আপনি photo, videos status দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। এই পরিসেবা চালু করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন –

  • প্রথমে Facebook messenger Open করুন।
  • তারপর Add to My day বাটনে ক্লিক করে পছন্দ মতো photo, video share করুন।

2. আপনার বন্ধুর nick name কিভাবে set করতে হয়

আপনি কি জানেন বন্ধুর সাথে chat করার সময় আপনি, আপনার বন্ধুর জন্য nick name set করতে পারবেন। যদি না জানা থাকে তবে জেনেনিন কিভাবে মেসেঞ্জারে বন্ধুর ডাকনাম দিতে হয়।

  • প্রথমে যে বন্ধুর ডাকনাম সেট করবেন তার সাথে চ্যাট খুলুন।
  • তারপরে চ্যাটের একেবারে উপিরে “i” বোতামটি হালকা চাপুন এবং nick name নির্বাচন করুন।
  • তারপরে আপনি ডাকনামটি সেট করার জন্য আপনার বন্ধুর নামটি ট্যাপ করুন।

3. Group chat নিজের নাম পরিবর্তন করুন

ফেসবুক মেসেঞ্জারে আমরা বন্ধুদের সাথে মাঝে মধ্যে গ্রুপ চ্যাট করে থাকি।কিন্তু আপনি কি জানেন গ্রুপ চ্যাটের জন্য আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনার নাম রাজিকুল ইসলাম, এখন আপনি গ্রুপ চ্যাটের জন্য নাম পরিবর্তন করে রাসেল রাখলেন।

এখন গ্রুপ চ্যাট করার সময় আপনার বন্ধুরা আপনার নাম রাজিকুল ইসলাম এর জায়গায় রাসেল দেখতে পাবে। চল দেখে নেওয়া যাক কিভাবে ফেসবুক মেসেঞ্জার গ্রপ চ্যাট নেম চেঞ্জ করতে হয়।

  • প্রথমে Group chat open করুন।
  • তারপর ডানদিকে একেবারে উপরে ‘i’ বাটনে ক্লিক করুন।
  • Click করার পরে আপনার সামনে nickname নামে একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করে নাম পরিবর্তন করে save করুন।

4. Messenger Group Chats এর জন্য photo change করুন।

গ্রুপ চ্যাটের জন্য নাম পরিবর্তনের মতো photo ও চেঞ্জ করতে পারবেন। চ্যাট করার সময় প্রোফাইল photo এর জায়গায় নতুন photo থাকবে।

  • প্রথমে Group chat open করুন।
  • তারপর ডানদিকে একেবারে উপরে ‘i’ বাটনে ক্লিক করুন।
  • তারপর যে পেজ খুলবে সেখানে একেবারে উপরে ডান দিকে তিনটি ডটে ক্লিক করুন।
  • Click করার পরে আপনার সামনে photo change করার অপশন চলে আসবে, চেঞ্জ করে save করে দিন।

5. মেসেঞ্জারে চ্যাট করার সময় নিজের পছন্দের থিম পরিবর্তন করুন

ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করার সময় লক্ষ্য করলে দেখতে পাবেন, মেসেঞ্জারের চ্যাট থিমের রঙ সাদা হয়।যদি আপনার এই সাদা colour বিরক্তিকর মনে হয়।তবে আপনি আপনার পছন্দ মতো theme colours change করতে পারবেন। এর জন্য

  • প্রথমে বন্ধু অথবা গ্রুপ চ্যাট ওপেন করুন।
  • তারপর ‘i’ বাটনে ক্লিক করুন।
  • Click করলেই আপনার সামনে প্রথম Theme option থাকবে, সেখানে ক্লিক করে নিজের পছন্দের থিম সিলেক্ট করুন।

6. মেসেঞ্জারে Conversation Mute করুন।

যদি আপনি Facebook messenger এ আসা notification  বিরক্তিকর মনে করেন, তবে আপনি এই notification গুলো mute করতে পারবেন ।  এর solutions Facebook Messenger আগে থেকেই দিয়ে দিয়েছে।

আপনি যে লোক বা Group  এর Notification mute করতে চাইছেন তাকে tap করে, notification এ click করুন। সেখানে mute options পেয়ে যাবে। আপনি নিজের ইচ্ছে মতো   ১ ঘন্টা, ২ ঘন্টা, ২৪ ঘন্টার জন্য mute করতে পারবে।

7. Desktops এ Facebook messenger ব্যবহার করুন

আপনি জানেন যে মেসেঞ্জারটি কেবল মোবাইল ফোনে ব্যবহার করা যেতে পারে। তবে এখন আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ডেস্কটপে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারেন। ডেস্কটপগুলিতে fb ম্যাসেঞ্জার ব্যবহার করতে আপনার কম্পিউটারে ফেসবুক মেসেঞ্জার ইনস্টল করতে হবে। উদাহরণস্বরূপ, অ্যান্ড্রয়েড মোবাইল যেভাবে ইনস্টল করেন আপনাকে একই প্রক্রিয়াটি ব্যবহার করে ইনস্টল করতে হবে।

এছাড়া আপনি direct মেসেঞ্জারের ওয়েবসাইট messenger.com এ Desktops এ ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। কিন্তু মোবাইলে যে সুবিধা গুলো পাওয়া যায়, সেই সুবিধা গুলো কম্পিউটারে পাবেন না।

8. Facebook Messenger এর মাধ্যমে নিজের Location Share করুন।

আপনি কি জানেন Facebook messenger এর  help নিয়ে  sms chatting এর সংগে সংগে  আপনি নিজের  location share করতে  পারবেন। এই location share এর মাধ্যমে আপনার বন্ধুরা জানতে  পারবে আপনি কোথায়  আছেন। এর  জন্য 

first 3 dots  click করতে  হবে ,পরে  location option click করে  location tag করতে  হবে . নিজের  real and fake location share করতে  পারবেন।

9. Sports Memes and GIF share করুন।

Facebook messenger এর  help নিয়ে  friends দের  Gif Animation, sports memes ইত্যাদি send করতে  পারবেন। Gif ও sports memes এর  option আগে থেকেই  messenger  দেওয়া  আছে।

এর জন্য আপনাকে প্রথমে  3 dote  click করতে  হবে ,click করার  পরে অনেক গুলি option দেখতে  পাবেন । আপনি আপনার ইচ্ছে মতো যেকোনো options use করুন।

10. Free voice call এবং video call করুন।

Facebook messenger এ sms করার সঙ্গে সঙ্গে voice and video call করতে  পারবেন। এর জন্য আপনি যে লোককে call করবেন তার mobile এ FB messenger install হতে হবে ও তার সঙ্গে  internet connection ও থাকতে হবে। এর জন্য আপনি যাকে call করবেন তার phone numbers এর প্রয়োজন নেই। আরও জানিয়ে রাখি মেসেঞ্জারের মাধ্যমে call করার জন্য কোন টাকা লাগবে না।

11. Direct Call to Company

Facebook কিছু গুরুত্বপূর্ণ  retail company এর সংগে  partnerships করেছে। যার জন্য আমরা  company কে direct messenger এর  help নিয়ে call করতে পারি। যদি আপনি কোম্পানির কোনো product ক্রয় করতে চান, তাহলে আপনি facebook account এর help নিয়ে  order করতে পারবেন। আপনি আপনার shoping update messenger apps এ পেয়ে যাবেন। এখন পর্যন্ত এই service কেবল মাত্র  EVERLANE and zulity কোম্পানির সাথে available আছে।

12. Facebook Messenger এর মাধ্যমে Money Transfer করুন।

Facebook messenger এর সাহায্যে  আপনি আপনার Bank account এ direct money transfer করতে  পারবেন। Facebook messenger এর সাহায্যে  Online money transfer  করা খুব সহজ সরল হয়েছে।

এর জন্য আপনাকে প্রথমে Facebook Messenger open করতে হবে। তারপর আপনি আপনার যে বন্ধুকে money transfer করবেন তার chatting on করে, right  side এর উপরে 3 dots এ click করুন। সেখানে অনেক গুলি options এর মধ্যে payment options পেয়ে যাবেন। এবার আপনি আপনার বন্ধুকে যত খুশি টাকা debits cards, Credit card, Visa, master card এর মাধ্যমে transfer করতে পারবেন।

আশাকরি উপরে দেওয়া Facebook Messenger tips and tricks গুলোর দ্বারা আপনি উপক্রিত হয়েছেন। হতে পারে এই Facebook Messenger tips and tricks গুলোর মধ্যে কিছু fb মেসেঞ্জার টিপস এবং ট্রিকস আপনার জানা আছে। যেগুলো জানা নেই সেই টিপস্ গুলো একবার হলেও try করে দেখতে পারেন।

আশাকরি এই পোস্ট টি আপনার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই টিউটোরিয়াল টি বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, যেন আপনার বন্ধুরা ও জানতে পারে 2021 সালের সেরা Facebook messenger tips and tricks গুলো সম্পুর্ণ বাংলা ভাষায়।

আরও পড়ুন :

Leave a Comment

error: Content is protected !!