ফেসবুক ভিডিও থেকে আয় 2025– ফেসবুক নামটি বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার কাছে একটি পরিচিত নাম। ফেসবুকে বন্ধুদের সঙ্গে photo, videos, messaging করার জন্য আমরা ফেসবুক ব্যবহার করে থাকি, দিনে কম করে একবার হলেও ফেসবুক ওপেন করা চাই। কিন্তু আপনি কি জানেন ইউটিউব এর মতো ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করা যায়। যদি না শুনে থাকেন, তবে আজকের পোস্টটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে পরিণত হতে চলেছে।
সম্প্রতি ফেসবুক Publishers এর জন্য Facebook Video Monetization বা In-Stream Ads বা Ads Break নামে একটি নতুন পরিসেবা চালু করেছে। এই পরিসেবা ব্যবহার করে যেকোনো Facebook users ইউটিউব এর মতো ফেসবুকে ভিডিও আপলোড করে, ভিডিওতে ads লাগিয়ে ফেসবুক ভিডিও থেকে আয় করতে পারবে।
তবে ফেসবুকে video monetization বা In-Stream ads এর মাধ্যমে টাকা ইনকাম করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। এই নিয়ম গুলো পরিপূর্ণ করে ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় – Make money from Facebook videos
ফেসবুক ভিডিও আপলোড করে টাকা ইনকাম করার এই টিউটোরিয়ালে যে বিষয় গুলো জানতে পারবেন সেই গুলো নিচে তুলে ধরা হল –
- ফেসবুক ভিডিও থেকে আয় করার জন্য কি কি প্রয়োজন?
- In-Stream Ads বা Ads Break কি?
- ফেসবুক In-stream ads বা Ads Break পাওয়ার জন্য কি কি প্রয়োজন।
- অ্যাড ব্রেকস চালু করার নিয়ম।
- Live ভিডিওতে কিভাবে বিজ্ঞাপন লাগাতে হয়
ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করার জন্য কি কি প্রয়োজন?
ফেসবুক ভিডিও গুলি থেকে টাকা উপার্জনের বেশ কিছু নীতি রয়েছে, যেখানে ফেসবুক এর পক্ষ থেকে আপনার আপলোড করা ভিডিওগুলিতে কিছু বিজ্ঞাপন দেখায় এবং যখন কোনও ব্যবহারকারী সেই ভিডিওটিতে যান, তখন সেখান থেকে আপনার টাকা আয় হবে। তবে এর জন্য আপনাকে কিছু গাইডলাইন অনুসরণ করতে হবে।
ফেসবুক ভিডিও থেকে আয় করার জন্য আপনার কেবলমাত্র একটি ফেসবুক পেজ এর প্রয়োজন। প্রথমত, আপনার কাছে একটি জনপ্রিয় ফেসবুক পৃষ্ঠা থাকা উচিত কারণ আপনি কেবল fb page এ আপলোড করা ভিডিওগুলি থেকে উপার্জন করতে পারবেন,
আপনার প্রোফাইলে কোনও ভিডিও আপলোড করে কোনও আয় হবে না এবং মনে রাখবেন যে আপনার পেজে কমপক্ষে 10,000 টি like থাকা চাই এবং যদি এটি না হয় তবে আপনার আয় সেখান থেকে হবে না।
যদি আপনার ফেসবুক পেজ না থাকে, তবে জেনেনিন কিভাবে ফেসবুক পেজ খোলা যায় এবং কিভাবে ফেসবুক পেজ জনপ্রিয় করা যায়।
এখান থেকে বোঝা যায় ফেসবুক ভিডিও থেকে আয় করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করতে হবে –
- প্রথমে ফেসবুক পেজ তৈরি করতে হবে।
- ফেসবুক পেজে like and followers বাড়াতে হবে।
- ভিডিও আপলোড করতে হবে।
- Facebook video monetization চালু করে টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুক পেজে কোন video upload করার আগে অবশ্যই edit করে নিবেন, যেভাবে ইউটিউব এর জন্য videos edit করেন। এবং ভিডিওতে নিজের পেজের নাম ও logo দিতে ভুলবেন না। যেন আপনার পোস্টটি বেশি লোকের কাছে পৌছায়।
In-Stream ads বা Ads Break কি?
Facebook users এর জন্য ফেসবুক একটি নতুন প্রোগ্রাম শুরু করেছে, যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওগুলিতে Ads লাগিয়ে Facebook video monetization করতে পারবেন। লক্ষ্য করলে দেখতে পাবেন ফেসবুকে ভিডিও দেখার সময় আমরা অনেক বার দেখতে পাই যে ফেসবুক পেজের ভিডিওর মাঝখানে একটি ছোট অ্যাড আসে। এই Ads বিজ্ঞাপন বিরতি বা Ads Break বলা হয়ে থাকে।
Ads Break এর মানে হল বিজ্ঞাপন বিরতি। Facebook videos দেখার সময় হঠাৎ করে ভিডিও এর মাঝে 5 সেকেন্ড বা 15 সেকেন্ড এর একটি Videos Ads চলতে শুরু করে অথবা যে ভিডিও টি দেখছেন সেই ভিডিওর নিচে Apps Download এর Ads দেখতে পাওয়া যায়।এই Ads গুলো কে In-Stream ads বা Ads Break বলা হয়।
যদি আপনি আপনার ফেসবুক পেজে In-Stream বা Ads Break ব্যবহার করেন তবে আপনি ভিডিওতে বিজ্ঞাপন প্রয়োগ করে ইউটিউবের মতো উপার্জন করতে পারবেন। ইউটিউবে উপার্জনের জন্য ভিডিওগুলির মধ্যে বিজ্ঞাপন দেখাই, সেই একই রকম ভাবে ফেসবুক পৃষ্ঠা থেকেও উপার্জন করতে পারবেন।
এখানে একটি উল্লেখ করার মতো বিষয় হ’ল ইউটিউবের চেয়ে বেশি লোক ফেসবুক চালায় এবং তাই এখান থেকে আপনি ভাল অর্থ উপার্জনও করতে পারবেন।
Facebook In-Stream Ads বা Ads Break চালু করার জন্য কি কি প্রয়োজন
ফেসবুক পেজের ভিডিওতে বিজ্ঞাপন বিরতি প্রয়োগের প্রোগ্রামটি একেবারে নতুন। অতএব, যারা বড় প্রকাশক তারা খুব সহজেই Facebook Video Monetize এর অনুমতি পেয়ে যান। কিন্তু নতুন প্রকাশকেরা Facebook video monetization এর অনুমতি সহজে পাইনা। যদি আপনিও ফেসবুক ভিডিও থেকে আয় করতে চান। আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে, তবেই আপনি ফেসবুক ভিডিও থেকে আয় করতে পারবেন।
- আপনার অবশ্যই একটি ফেসবুক পেজ থাকা চাই। কারণ অ্যাড ব্রেক আপনি কেবলমাত্র আপনার ফেসবুক পেজ এর ভিডিওটিতে লাগাতে পারবেন। এখন প্রযন্ত ফেসবুক প্রোফাইলে বিজ্ঞাপন যুক্ত করার কোনও সুবিধা নেই।
- আপনার Facebook page এ কম করে 10000+ like and followers থাকতে হবে।
- Facebook Page এর Admin এর বয়স কম করে 18+ হতে হবে।
- ফেসবুক video monetization এর জন্য আপনার দেশ এবং আপনার ভাষা থাকতে হবে। ভারত এবং বাংলাদেশ এই লিস্টে রয়েছে এবংং বাংলা এবং হিন্দি ভাষায় ভিডিও মনেটাইজ করে টাকা ইনকাম করতে পারবেন।
- আপনার ফেসবুক পেজে এমন কোনও ভিডিও না থাকে, যা ফেসবুকের Privacy Policy অনুসরণ করে না। অর্থাৎ আপনার আপলোড করা ভিডিও টি পারিবারিকভাবে বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত।
- Facebook video monetization এর সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার ফেসবুক পেজে গত 60 দিনে 30,000 বার ভিডিও দেখা চাই এবং আপনার 3 মিনিটের ভিডিওতে গড়ে 1 মিনিট পর্যন্ত দেখা চাই। তবেই আপনি ফেসবুক পেজ এর videos monetize করতে পারবেন।
এগুলি যাচাই করার পরে, আপনাকে Facebook page Creater অপশনে গিয়ে আপনার Facebook page এর যোগ্যতা যাচাই করতে হবে। যদি আপনার পেজ monetizations এর যোগ্য হয়, তবে ভিডিওতে বিজ্ঞাপন ব্রেক লাগিয়ে ফেসবুক ভিডিও থেকে আয় করতে পারবেন।
ফেসবুক পেজের In-Stream ads বা Ads Break যোগ্যতা যাচাই
Facebook In-Stream ads বা Ads break এর জন্য আপনার পেজ টি যোগ্য কিনা যাচাই করার জন্য যে কাজ গুলো করতে হবে সেগুলো হল-
- প্রথমে নিজের ফেসবুক একাউন্টে লগইন করুন।
- তারপর ফেসবুকের In-Stream ads বা Ads break এর officials link এ ক্লিক করে যাচাই করুন।পেজটি যোগ্য কিনা।
In-Stream ads বা আডস ব্রেক চালু করার পদ্ধতি
So, এখন আমরা জানব কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওতে Ads break বা In-Stream ads চালু করবেন।ফেসবুক ভিডিওতে Ads লাগিয়ে টাকা ইনকাম করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন –
প্রথমে Facebook page creater অপশনে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইন করার পরে আপনার ফেজ যোগ্য কিনা যাচাই করুন।
আপনি আপনার ফেসবুক পেজে যে পোস্ট করেন তার সমস্ত তথ্য Facebook Creater Studies তে পেয়ে যাবেন। এই ভিডিও অপশনে ভিডিও আপলোড করার সময় আপনাকে Ads break লাগাতে হবে।
এখানে আপনি বিজ্ঞাপন লাগানোর দুটো অপশন পেয়ে যাবেন। একটি auto ads এবং অপরটি Manual Ads. আপনি নিজের ইচ্ছে মতো যেকোনো একটি পছন্দ করুন। Auto ads select করলে autocratic video তে ads চলবে।অন্য দিকে Manual ads select করলে আপনি নিজের পছন্দ মতো 60 সেকেন্ড বা 120 সেকেন্ড পর বিজ্ঞাপন লাগাতে পারবেন।
যদি আপনি আগে upload করা ভিডিওতে বিজ্ঞাপন লাগাতে চান।তবে এর জন্য Video edit অপশনে গিয়ে বিজ্ঞাপন নির্বাচন করতে পারবেন।
Live ভিডিওতে কিভাবে বিজ্ঞাপন লাগাতে হয়
অনেকে লাইভ ভিডিওতে বিজ্ঞাপন লাগিয়ে ফেসবুক ভিডিও থেকে আয় করছে। আপনি ও লাইভ ভিডিওতে বিজ্ঞাপন লাগিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য দুটি conditions রয়েছে।
- লাইভ ভিডিও কম করে 4 মিনিটের হতে হবে।
- এক সঙ্গে কম করে 400 লোক কে ভিডিও watch করতে হবে।
আশাকরি ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় গুলো আপনি বুঝতে পেরেছেন। তারপর ও যদি কোন সমস্যা হয়, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই টিউটোরিয়াল টি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে করে আপনার বন্ধুরা ও ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় গুলো জানতে পারে।
আরও পড়ুন :
- ফেসবুকের সেরা 10 টি টিপস এবং ট্রিকস।
- ফেসবুক মেসেঞ্জার কি এবং কিভাবে ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করে চালাতে হয়।
- ফেসবুক কি? ফেসবুকের বিস্তারিত ইতিহাস।
1 thought on “ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায়”