Facebook id block and unblock – ফেসবুকে ব্লক এবং আনব্লক করার নিয়ম – আপনারা সবাই ফেসবুকের সাথে ভালভাবে পরিচিত এবং ফেসবুকে আপনার একাউন্টও রয়েছে।যাদের ইন্টারনেটের সামান্য knowledge আছে, তাদের সকলের fb id আছে।
ফেসবুক একটি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট যা তার নিজস্ব একটি জগৎ তৈরি করেছে। এই ফেসবুকের জগতে যে কেউ যে কোনও নামেই একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।
তবে কিছু লোক আছে যারা তাদের পরিচয় পরিবর্তন করে এবং সাধারণ মানুষকে বিরক্ত করার জন্য ফেসবুক ফেক আইডি খুলেন। অনেকে বিরক্ত হয়ে তাদের ফেসবুক আইডি ডিলিট করে ফেলেন।
কিন্তু বন্ধুরা ফেসবুক একাউন্ট আর ডিলিট করার প্রয়োজন নেই। কারন আজকে আমরা আপনাদের জন্য এই সমস্যার সমাধান নিয়ে এসেছি।যার মাধ্যমে আপনি যে কোন Fake id কে ব্লক করে।
So, আজকের পোস্টের মূল আলোচ্য বিষয় হল কিভাবে ফেসবুক ব্লক এবং আনব্লক করতে হয়।
ফেসবুকে যদি আপনার একাউন্ট না থাকে এবং কিভাবে ফেসবুক একাউন্ট খুলতে হয় এর সাহায্যে আপনি ফেসবুকে নিজের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ফেসবুক একটি সামাজিক সাইট, যা বর্তমানে পুরো বিশ্ব ব্যবহার করে।
Facebook id আমরা মুলত দুটি কারণে তৈরি করে থাকি।এক বন্ধুদের সঙ্গে মেসেজ, ভিডিও , ফটো শেয়ার অর্থাৎ নুতন বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনার জন্য এবং দুই অনলাইনে নিজের বিজনেস ফ্রি প্রমোট করার জন্য ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপ ওপেন করি।
পড়ুন : ফেসবুক পেজ খোলার সঠিক উপায়।
How to Block and Unblock Facebook Account – Facebook account block and unblock kivabe korte hoy
Facebook block and unblock করার আগে আপনাকে জানতে হবে কেন আপনি ফেসবুক আইডি ব্লক করবেন এবং ফেসবুকে ব্লক করলে কি হয়? এই বিষয় গুলো অবশ্যই আপনার জানা উচিৎ।
কেন আমরা ফেসবুকে block এবং unblock করব
যেকোন জিনিসের ভালো এবং মন্দ দুটোই দিক থাকে। সেই একেইরকম ফেসবুকের ও ভালো এবং খারাপ দুটোই দিক আছে।
এখন কথা হল ফেসবুকে অন্য কোন ইউজার কে ব্লক কেন করব। আপনি কি জানেন কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট চুরি করতে পারে?
অনেক সময় দেখবেন কিছু ফেসবুক ইউজার বারবার আপনাকে অপ্রয়োজনীয় মেসেজ পাঠিয়ে বিরক্ত করে, সব পোস্টে আপনাকে ট্যাগ করে এবং বারবার ফেসবুক পেজ ও গ্রুপ লাইক বা follow করার জন্য আমন্ত্রণ করতেই থাকে।
আরও জানুন: ফেসবুক পেজ জনপ্রিয় করার সেরা 8 টি পদ্ধতি।
এই সব জিনিস গুলো অনেক সময় বিরক্তিকর মনে হয় এবং যদি আপনিও এই জিনিসগুলিকে বিরক্তিকর মনে করেন তবে আপনি সেই FB Users কে ব্লক করে এই জিনিসগুলি বন্ধ করতে পারবেন।
কোনো ইউজারকে ফেসবুকে ব্লক করলে কি হয়
ফেসবুক ইউজারসদের সিকিউরিটির ব্যবস্থা রেখেছে, আপনাকে কেবলমাত্র সিকিউরিটির knowladge থাকতে হবে। ফেসবুকে কেউ যদি কোনওভাবে আপনাকে বিরক্ত করে, তবে আপনি সেই FB id block করতে পারবেন।
এখন আপনি অবশ্যই ভাবছেন ফেসবুকে ব্লক করলে কি হয়। ফেসবুকে ব্লক করলে কি হয় তা বিস্তারিত ভাবে নিচে তুলে ধরা হল –
- আপনার ব্লক করা fb আইডি আপনাকে কখনই friends request প্রেরণ করতে পারবেনা।
- যদি সেই ব্লক করা ফেসবুক আইডিটি ইতিমধ্যে আপনার বন্ধুত্বের তালিকায় থাকে, তবে এটি নিজে থেকেই আপনার ফ্রেন্ড লিস্ট থেকে মুছে যাবে অর্থাৎ আনফ্রেন্ড হয়ে যাবে।
- আপনার ফেসবুক প্রোফাইল ওপেন করতে পারবেনা।
- আপনাকে মেসেজ, ভিডিও বা chat করতে পারবেনা।
- যাকে আপনি ব্লক করবেন, সে নিজের কোন পোস্টে আপনাকে tag করতে পারবেনা এমনকি আপনার কোন পোস্টে কমেন্ট করতেও পারবেনা।
- আপনার ব্লক করা ফেসবুক ইউজার আপনাকে কোন ধরনের গ্রুপ বা পেজে লাইক বা follow করার জন্য রিকুয়েষ্ট সেন্ট করতে পারবেনা।
সুতরাং আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেউ ফেসবুকে ব্লক করলে কি হয়। এইভাবে, ফেসবুকে আইডি ব্লক করে হয়রানিকারী লোকেদের কথা বলা বন্ধ করতে পারবেন।
এখন আমরা আমাদের মূল আলোচ্য বিষয় ফেসবুক ব্লক এবং আনব্লক করার পদ্ধতি গুলো বিস্তারিত ভাবে আলোচনা করব।
How to Block a Facebook Account – ফেসবুক ব্লক করার নিয়ম
বরত্মানে ফেসবুকে ব্লক করা খুব সহজ হয়েছে, যে কেই সহজেই যেকোনো লোক কে খুব সহজেই ব্লক করতে পারে। আজকে আমি আপনাদের দুটি পদ্ধতি বলব যে পদ্ধতি গুলো অনুসরণ করে যেকোনো ফেসবুক আইডি ব্লক করতে পারবেন।
পড়ুন : ফেসবুক ইউজার নেম পরিবর্তন করার নিয়ম।
মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকে ব্লক করার উপায় গুলো নিম্নে বিস্তারিত ভাবে আলোচনা করা হল –
Method 1. Facebook id open kore block korar niom
যে ব্যক্তিকে আপনি ব্লক করবেন সেই ব্যক্তির Facebook account open করে block করতে পারবেন। ফেসবুক আইডি খুলে FB id block করার উপায় গুলো নিম্নে ধাপে ধাপে দেওয়া হল –
Step 1. প্রথমে নিজের মোবাইলে ইন্সটল ফেসবুক অ্যাপ খুলে লগইন করুন।
Step 2. Facebook sign in করার পরে আপনি যে লোককে ফেসবুকে ব্লক করবেন, তার ফেসবুক আইডি ওপেন করুন।
Step 3. Facebook id open করার পরে অনেক গুলো অপশন থাকবে তার মধ্যে “More” অপশনে ক্লিক করবেন।
Step 4. More অপশনে ক্লিক করার পরে আপনার সামনে Block লেখা option থাকবে সেখানে click করে ব্লক করুন।
Method 2. Setting এ গিয়ে Facebook id block kivabe korte hoy
Setting অপশনে গিয়ে ফেসবুকে ব্লক করার নিয়ম গুলো নিম্নে তুলে ধরা হল –
Step 1. প্রথমে ফেসবুকে লগইন করে ” Setting & Privacy “ অপশনে ক্লিক করুন।
Step 2. তারপর আপনার সামনে অনেক গুলো অপশন আসবে তার মধ্যে ” Privacy Shortcuts “ অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে যে পেজ খুলবে সেখানে ” More Setting ” বাটনে ক্লিক করুন।
Step 3. এখন আপনার সামনে যে পেজ খুলবে সেখানে ” Blocking “ select করুন।
Step 4. Select করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ ওপেন হবে, এখানে আপনি যে লোক কে ব্লক করবেন তার নাম সার্চ করে অথবা তার ইমেইল আইডি দিয়ে ব্লক বাটনে ক্লিক করুন।
আশাকরি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুকে ব্লক করতে হয়।উপরে দেওয়া পদ্ধতি গুলো অনুসরণ করে খুব সহজে মোবাইল থেকে ফেসবুকে অন্য কোন ইউজার কে ব্লক করতে পারবেন।
How to Unblock Facebook account – ফেসবুক আইডি আনব্লক কিভাবে করতে হয়
এতক্ষণে আমরা জেনেছি ফেসবুকে ব্লক করলে কি হয় এবং ফেসবুক id block কিভাবে করতে হয়। এখন আমরা জানব Facebook id unblock কিভাবে করতে হয়।
তার আগে আমাদের জানতে হবে আমরা ফেসবুকে আনব্লক কেন করব। অনেক সময় আমরা কোন কারণে খুব কাছের বন্ধু কে block করে দিয়ে থাকি। পরে আবার সেই বন্ধু কে আনব্লক করার প্রয়োজন পরে।
উপরে Facebook account block করার দুটি মেথড জেনেছি কিন্তু Facebook unblock করার একটি নিয়ম জানব।
Facebook id unblock করার জন্য নিচে দেওয়া Step গুলো অনুসরণ করুন।
Step 1. প্রথমে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুক একাউন্টে লগইন করুন।
Step 2. এবার ফেসবুক একাউন্ট ব্লক করার সেকেন্ড মেথডের তৃতীয় স্টেপ পর্যন্ত অনুসরণ করুন।
Step 3. তৃতীয় স্টেপ পর্যন্ত অনুসরণ করার পরে নিচে দেওয়া ফটো এর মতো পেজ খুলবে।এখানে আপনি আপনার block list দেখতে পাবেন অর্থাৎ যাদের আপনি block করেছেন, তাদের list দেখতে পাবেন।
Step 4. এবার আপনি আপনার যে বন্ধুকে আনব্লক করতে চান, সেই বন্ধুর ডানদিকে অবস্থিত “Unblock” বাটনে ক্লিক করুন।
উপরে দেওয়া উপায় গুলো অনুসরণ করে আপনি আপনার পছন্দের মানুষকে ফেসবুকে আনব্লক করতে পারবেন।
ফেসবুকে কাউকে ব্লক করবেন কীভাবে? আর কীভাবে ফেসবুকে কাউকে আনব্লক করবেন? আপনি নিশ্চয়ই এ সম্পর্কে সমস্ত কিছু বুঝতে পেরেছেন।
এই সহজ পদ্ধতি অনুসরণ করে যারা ফেসবুকে আপনাকে হয়রান করে তাদেরকে আপনি ব্লক করতে পারবেন এবং ভুলবশত যাদের ব্লক করেছেন তাদের দ্বিতীয় বার Unblock করতে পারবেন।
Facebook id block and unblock কিভাবে করতে হয় পোস্টটি আপনার ভালো লেগে থাকলে সোসাল মিডিয়া সাইটে share করুন। যাতে আপনার বন্ধুরা ও জানতে পারে ফেসবুক ব্লক এবং আনব্লক করার নিয়ম এবং ফেসবুকে ব্লক করলে কি হয়।
Also Reads
ফেসবুক টেম্পোরারি ব্লক হলে কিভাবে ফেসবুক ব্লক খুলবেন।
জানুন কিভাবে ফেসবুকের থিমের রঙ এবং background color change করতে হয়।
2 thoughts on “ফেসবুকে ব্লক এবং আনব্লক করার নিয়ম”