ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হাইড করার উপায় – Youtube channel Subscriber Hide 2021

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হাইড করার নিয়ম, youtube channel subscriber hide 2021 – helpwb.com এর পক্ষ থেকে সবাই কে স্বাগত জানিয়ে আজকের টিউটোরিয়াল টি শুরু করছি।আজকের এই টিউটোরিয়াল টি আপনি পড়ছেন এর অর্থ আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যদি না থাকে তবে জেনেনিন কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়।

আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন, তবে অবশ্যই আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেছেন। যদি কেউ আপনার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকে তবে সাবস্ক্রাইব 0 দেখাবে। ধরুন ১০০ থেকে ২০০ জন আপনার চ্যানেল subscribe করেছে। এখন আপনি চিন্তা করে দেখুন Subscribers count যদি 100 – 200 দেখাই, তবে আপনি কি নিজের ভিউয়ার এর কাছে এই কম সংখ্যক সাবস্ক্রাইবার দেখিয়ে নিজের impression খারাপ করতে চান। নিশ্চয়ই আপনি কখনো নিজের চ্যানেলের impression খারাপ করতে চান না।

তবে চিন্তা করার প্রয়োজন নেই এর জন্য ইউটিউব, Youtubers এর জন্য একটা অপশন দিয়েছে যার সাহায্যে আপনি আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হাইড করে ভিউয়ার এর কাছে থেকে লুকিয়ে রাখতে পারবেন।

আজকেই এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হাইড করবেন।

How to Hide YouTube channel Subscribers count – ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হাইড করার পদ্ধতি।

What is Subscribers count in bangla

YouTube channel খোলার পরে যখন কোন ইউজার আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে, তখন সে আপনার subscriber হয়ে যায়। এখন যখন আপনি আপনার youtube channel এ কোন video upload করবেন, তার notification তাদের কাছে চলে যাবে। এখন প্রশ্ন হল আপনি কি ভাবে জানবেন আপনার চ্যানেলে কত জন সাবস্ক্রাইবার রয়েছে বা কত জন আপনার youtube channel subscribe করেছে।

Subscribers জানার জন্য youtube এর একটি feature রয়েছে যার নাম Subscriber Count. Count শব্দের অর্থ হল গনণা করা অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে কত জন সাবস্ক্রাইব রয়েছে তা গনণা বা count করে সাবস্ক্রাইব বাটনের পাশে দেখানো হল Subscriber count এর কাজ। এটি প্রত্যেক youtubers এর একটি অতি গুরুত্বপূর্ণ কাজের ফিচার।

কেন আপনি Youtube channel subscriber Hide করবেন

আপনি ভালো ভাবে জানেন যে ইউটিউবে অসংখ্য ইউটিউব চ্যানেল রয়েছে। এবং প্রত্যেক Youtubers চাই তার চ্যানেল এর ভিজিটর সংখ্যা বৃদ্ধি পাই, কারন ভিউয়ার এর সংখ্যা বৃদ্ধি হলে সাবস্ক্রাইবার এর সংখ্যা ও বাড়বে।

কিন্তু আপনি যে topics এর উপরে ভিডিও তৈরি করেন সেই টপিক এর উপরে অন্য Youtubers video upload করে এবং তার subscriber count আপনার সাবস্ক্রাইবারের চেয়ে বেশি থাকে তবে এটা আপনার চ্যানেল এর জন্য ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে।

তাই আপনি আপনার Youtube channel subscribers hide করবেন। Channel subscriber hide করার পরে আপনি ছাড়া অন্য কেউ দেখতে পাবে না কত জন আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছে।

Youtube channel subscriber Hide করার সুবিধা

যদি আপনি ভেবে থাকেন Youtube subscriber hide করা খুবই প্রয়োজন, তবে আমি আপনাদের জানিয়ে রাখি subscribers hide করা অতটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটা সম্পুর্ণ নির্ভর করে আপনার উপরে কি আপনার visitors চ্যানেল subscriber count দেখবে কি দেখবে না।

যদি আপনার ইউটিউব সাবস্ক্রাইবার কম থাকে, তবে আপনার সাবস্ক্রাইবারগুলি লুকিয়ে রাখাই ভালো। যখন কোনও নতুন দর্শক প্রথমবার আপনার চ্যানেলের ভিডিও দেখে, তখন তাদের প্রথম নজর চ্যানেলের সাবস্ক্রাইবার এর দিকে যায়।

যদি চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম থাকে, তখন video content ভালো থাকা সত্তেও channel subscribe করেননা। এই সব মানসিকতার জন্য নিউ ইউটিউব চ্যানেল এর subscriber hide করে রাখা উচিত।

এছাড়াও যদি আপনার channel subscriber hide করা থাকে, তবে আপনার competitors আপনার চ্যানেল এর statistics জানতে পারবেন না।তাই নিউ চ্যানেল এর subscriber hide করে দেওয়ায় ভালো।

Youtube channel Subscriber Hide করার অসুবিধা

Channel subscriber count hide করার সুবিধা এর মতো বেশ কিছু অসুবিধা ও রয়েছে। যদি চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইবার থাকে এবং subscriber hide করা থাকে। তবে আপনি Sponsorship পাবেন না।

কারণ কোন কোম্পানি Sponsorships দেওয়ার আগে চ্যানেলের subscriber এবং view দেখেন। অর্থাৎ Subscriber count এর উপরে নির্ভর করে যে কোন company স্পন্সারশিপ দিয়ে থাকে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হাইড করার নিয়ম

ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব হাইড বা লুকানো অনেক সহজ। যদি আপনি নিউ ইউটিউবার হয়ে থাকেন, তবে আপনার কিছু সমস্যা হতে পারে কিন্তু চিন্তা করার প্রয়োজন নেই। কারণ আজকে আমি আপনাদের সঙ্গে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লুকিয়ে রাখার উপায় গুলো screenshots এর মাধ্যমে খুব সহজ ভাষায় আলোচনা করতে চলেছি।

Youtube channel subscribers hide করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করুন।

Step :1 Log in

প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে Chrome Browser open করে YouTube এর officials websites youtube.com গিয়ে নিজের Gmail id এবং password দিয়ে Sign in করুন।যদি আপনি mobile ব্যবহার করেন,তবে ওয়েবসাইট ওপেন করার পরে Desktop view enable করুন।

Step 2: Click on Profile icon & YouTube Studio

ইউটিউবে লগ ইন করার পর নিচে দেওয়া Screenshots এর মতো পেজ খুলবে। এখানে প্রথমে ডানদিকে উপরে ‘Profile icon‘ অপশনে ক্লিক করলে অনেক গুলো নতুন অপশন আসবে। এর মধ্যে “YouTube Studio” অপশনে click করুন।

Youtube channel hide korar niom

Step 3: Click on Settings

Youtube Studios তে ক্লিক করার পরে যে পেজ খুলবে, সেখানে video, analytics, monetizations options গুলো দেখতে পাবেন কিন্তু আপনি বাম পাশের একেবারে নিচের দিকে “Settings” অপশনে ক্লিক করুন। বুঝতে অসুবিধে হলে নিচে দেওয়া ছবি দেখে নিতে পারেন।

Hide your youtube channel subscriber

Step 4: Go to Channel

Setting অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে Youtube setting page খুলে যাবে, এখানে General, channel, upload defaults, Permission, Community, Agrements নামে অনেক গুলো অপশন থাকবে।এখানে “Channel” অপশনে ক্লিক করুন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হাইড

Step 5: Hide Your YouTube Channel Subscribers

Channel অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেওয়া screenshots এর মতো পেজ খুলবে।

How to hide youtube channel subscribers count

  1. প্রথমে “Channel” অপশনে ক্লিক করুন।
  2. তারপর তিনটি অপশন আসবে Basic info, Advanced Settings and Feature eligibility. এখানে “Advanced Setting” অপশনে ক্লিক করুন।
  3. Finally, একটু নিচের দিকে এসে “Subscriber Count” এর নিচে থাকা বাক্সের টিক সাইন মুছে দিন।

যদি আপনি সাবস্ক্রাইবার দেখাতে চান তবে টিক চিহ্ন থাকতে দিন আর যদি দেখাতে না চান তবে box খালি ছেড়ে দিন।এবং “Save” বাটনে ক্লিক করুন।

Congratualation, আপনার ইউটিউব চ্যানেল এর সাবস্ক্রাইব হাইড বা লুকানো হয়ে গেছে।আশাকরি উপরে youtube channel subscriber hide করার নিয়ম গুলো অনুসরণ করে আপনি খুব সহজে নিজের চ্যানেলের Subscribers count hide করতে পারবেন।

তারপর সেটিং করতে কোন সমস্যা হয় তবে কমেন্ট করে থাকে। আপনার সহযোগিতা করতে পেরে আমরা খুশী হব।

I hope How to hide youtube channel subscribers পোস্ট টি পড়ে আপনি উপক্রিত হয়েছেন। যদি হা তো অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

আরও পড়ুন:


Discover more from HelpWB

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

error: Content is protected !!