ইউটিউব চ্যানেল art বা কভার ফটো কিভাবে তৈরি করে সেট করবেন – YouTube Channel Cover Photo (Art’s)

ইউটিউব কভার ফটো বা চ্যানেল art তৈরি করে সেট করার উপায় ইউটিউব চ্যানেল তৈরি করার পরে চ্যানেল কে প্রফেশনাল লুক দেওয়ার জন্য বা চ্যানেল কে সাজানোর প্রথম ধাপ হল চ্যানেলের জন্য একটি সুন্দর কভার ফটো তৈরি করে ইউটিউব চ্যানেলে আপলোড করা।

তবে নতুন Youtubers রা বিভিন্ন image ব্যবহার করে Channel art বা cover photo set করার চেষ্টা করে কিন্তু তারা যেরকম look আশা করে সে রকম লুক পাই না এবং বারবার একই পদ্ধতিতে try করতে থাকে কিন্তু মনের মতো ইউটিউব কভার ফটো সেট করতে পারেন না।

তার কারন হল YouTube channel art size. কারন ইউটিউব চ্যানেল কভার ফটো সাইজ এর সম্মন্ধে তাদের কোন ধারণা থাকে না। YouTube channel cover photo size 2560×1440 pixels এর মধ্যে রাখা হয় তবে আপনি আপনার পছন্দের কভার ফটো তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারবেন।

অনেক নিউ YouTubers আছে যারা গুগলে সার্চ করে YouTube channel art template download, YouTube cover photo change ইত্যাদি। এই সব নতুন ইউজারস এর সমস্যা সমাধানের জন্য আজকের এই টিউটোরিয়ালে আমরা ইউটিউব চ্যানেল কভার ফটো তৈরি করার নিয়ম এবং কিভাবে ইউটিউব চ্যানেলে কভার ফটো upload দিতে হয়, তা বিস্তারিত আলোচনা করব।

আমি আপনাকে সম্পুর্ণ পোস্ট টি পড়ার জন্য অনুরোধ করবো। কারন এই পোস্টটি সম্পুর্ন পড়ার পরে ইউটিউব চ্যানেল art বা cover photo এর সঙ্গে সম্পর্কিত সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

How to create and upload youtube channel cover photo – কিভাবে ইউটিউবে কভার ফটো তৈরি করে আপলোড করবেন।

যদি আপনার কোন YouTube channel থাকে তবে সেই চ্যানেল কে প্রফেশনাল লুক এবং লোকের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য একটি ইউনিক Channel art cover photo তৈরি করা খুবই প্রয়োজন। তবে কভার ফটো বানানোর আগে আপনাকে YouTube cover photo এর সঙ্গে সম্পর্কিত বেশ কিছু তথ্য জানতে হবে।

আজকের এই টিউটোরিয়ালে যে বিষয় গুলো জানতে পারবেন সেগুলো হল-

  • কভার ফটো কি ( What is cover photo in Bengali)?
  • YouTube Channel Cover Photo size.
  • YouTube channel art বা Cover photo তৈরি করার নিয়ম।
  • কিভাবে ইউটিউব কভার ফটো আপলোড করতে হয়?

YouTube কভার ফটো কি ( What is Channel art or cover photo )?

Cover photo বা আর্ট হ’ল এক ধরণের শিল্পকর্ম যা কোনও প্রকাশিত পণ্যের বাইরের image বা Photo হিসাবে প্রদর্শিত হয়। যেমন একটি বই ম্যাগাজিন, সংবাদপত্র, কমিক বই, ভিডিও গেম, ডিভিডি , সিডি, ভিডিও টেপ ইত্যাদি।কভার ফটো বিশেষ করে পণ্যটির প্রচারের জন্য ব্যবহৃত হয়ে থাকে।

ইউটিউব কভার ফটো ঠিক একেই ভাবে ইউটিউব চ্যানেলের প্রচার এবং প্রফেশনাল লুক দেওয়ার জন্য তৈরি করা হয় থাকে। YouTube channel আর্ট দেখে visitors রা বুঝতে পারে এই চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করা হয়।

YouTube channel art size কত হওয়া উচিত?

ইউটিউবের কথা অনুসারে, একটি আদর্শ YouTube channel cover photo size হল 2560 পিক্সেল প্রশস্ত এবং 1440 পিক্সেল লম্বা। তবে এছাড়া অন্যান্য আকারের প্রয়োজনীয়তা রয়েছে। সেগুলো নিম্নে তুলে ধরা হল –

  • YouTube channel art বা cover photo ফাইলের Dimensions কম করে 2048 x 1152 পিক্সেলের মধ্যে রাখবে।
  • YouTube channel art এ ব্যবহৃত Logo এবং Text 1546 x 423 Pixels জায়গার মধ্যে লিখবে, যদি এর চাইতে বড় মাপের ছবি ব্যবহার করেন তবে কিছু Device বা Display তে খোলার সময় কেটে যাতে পারে।
  • সর্বাধিক প্রস্থ 2560 x 423 পিক্সেলের মধ্যে রাখবে, এর ফলে যে কোন আকারের Display তে logo এবং Text দেখা যাবে।
  • আপনি যে YouTube channel cover photo Template টি Download করে upload করবেন, তার maximum size 6MB এর মধ্যে রাখবে। তবে ফাইলের আকার এর চাইতে ছোট হলেও কোন সমস্যা নেই।

আরও পড়ুন : YouTube Channel verify করার সঠিক নিয়ম।

YouTube Channel art বা Cover Photo তৈরি করার নিয়ম।

YouTube channel art template বা cover photo আপনি Adobe Photoshop এর মাধ্যমে তৈরি করে Download করতে পারবেন কিন্তু যাদের Adobe Photoshop এর ব্যবহার জানা নেই তাদের পক্ষে চ্যানেল art তৈরি করা সম্ভব নয়। তাই আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের কিছু online tool বা websites এর মাধ্যমে Cover photo বানানোর প্রক্রিয়া step by step তুলে ধরব।

YouTube channel art size 2560×1440 pixels এর মধ্যে তৈরি করতে হবে।যদি আপনি এর চাইতে বেশি মাপের কভার ফোটো বানান তবে ভালো ভাবে সেট করতে পারবেন না।আপনারকে এই মাপের কভার ফটো বানাতে হবে।

তবে চিন্তা করার প্রয়োজন নেই কারণ আজকে আমি যে online tolls এর সাহায্যে cover photo বানানোর প্রক্রিয়া বলতে চলেছি, সেখানে automatic channel art size set করাই থাকে। কেবলমাত্র আপনাকে নিজের চ্যানেলের নাম, logo এবং কিছু edit করে YouTube channel art cover তৈরি করতে পারবেন।

অনেক নিউ youtubers মোবাইলের মাধ্যমে ইউটিউব চ্যানেল চালাই।তাই আজকে আমি মোবাইলের মাধ্যমে ইউটিউব চ্যানেল কভার ফটো বানানোর প্রক্রিয়া বলছি।কিন্তু নিম্নে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করে কম্পিউটারের মাধ্যমে ও YouTube cover photo বানাতে পারবেন।

Step 1: Go To Canva Official Website

প্রথমে আপনার মোবাইলে ইন্সটল যেকোনো একটি Browsers open করে Canva এর অফিসিয়াল ওয়েবসাইট canva.com যান।এবং সেখানে “তিনটি বারে” ক্লিক করুন। নিচে দেওয়া ছবির মতো।

How to create youtube channel art

Step 2: Templates অপশনে ক্লিক করুন

তিনটি বারে ক্লিক করার পরে অনেক গুলো অপশন আসবে তার মধ্যে “Templates” অপশনে ক্লিক করুন।

youtube channel art cover photo toiri korun

Step 3: Click on Social media

Template option ক্লিক করার পরে আপনার সামনে বেশ কিছু অপশন আসবে তার মধ্যে “Social Media” অপশনে ক্লিক করুন।

kivabe youtube cover photo toiri korben

Step 4: Select YouTube Channel Art

Social media অপশনে ক্লিক করার পরে বিভিন্ন চ্যানেল কভার photo এর অপশন আসবে। নিচে দেওয়া ছবির মতো। যেহেতু আপনি ইউটিউব কভার ফটো তৈরি করবেন, সেহেতু নিচের দিকে অবস্থিত “YouTube Channel art ” অপশনে ক্লিক করুন।

কিভাবে ইউটিউব চ্যানেল কভার ফটো তৈরি করতে হয়

Step 5: Click on Create Blank

YouTube channel art অপশনে ক্লিক করার পরে নিচে দেওয়া ছবির মতো পেজ খুলবে এখানে অনেক গুলো template দেখতে পাবে, সেগুলোর মধ্যে যেকোনো একটি সিলেক্ট করতে পারেন কিন্তু আমি আপনাকে “Create Blank” অপশনে ক্লিক করতে বলব। তার কারন এখানে ক্লিক করে নিজের Channel Categories অনুযায়ী template search করে সিলেক্ট করতে পারবেন।

কিভাবে ইউটিউব চ্যানেল কভার ফটো তৈরি করতে হয় জানুন

Step 5: Edit and Download

Create Blank অপশনে ক্লিক করার পরে নিচে দেওয়া ছবির মতো পেজ খুলবে। এখানে যে ভাবে দেখানো হয়েছে, সেই অনুযায়ী কাজ করুন-

Youtube channel art download free

  1. প্রথমে যে ➕ icon দেখতে পাছেন, এখানে ক্লিক করে নিজের ক্যাটেগরি অনুযায়ী Template search করে সিলেক্ট করুন। তার পরে plus icon এর পাশে অনেক গুলো অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে Background color change, rotate ইত্যাদি বিষয় গুলো সেটিং করতেবপারবেন।
  2. তারপর Text এর জায়গায় নিজের চ্যানেল নেম এবং স্লোগান লিখে সম্পুর্ণ করুন।
  3. তারপর একেবারে উপরে Download option এ ক্লিক করে png অথবা jpg formats এ Template টি ডাউনলোড করে নিন।

So, উপরে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করে আপনি খুব সহজে নিজের ইউটিউব চ্যানেল এর জন্য চ্যানেল আর্ট তৈরি করতে পারবেন। ক্যানভা ছাড়া ও অনেক গুলো ওয়েবসাইট রয়েছে যে সাইট গুলোর সাহায্যে নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে নিজের চ্যানেলের জন্য ইউটিউব কভার ফটো বানাতে পারবেন।

Canva ছাড়া অন্যান্য ওয়েবসাইট গুলো হল- panzoid.com, fotojet.com, pizap.com ইত্যাদি।

Also Reads:

কিভাবে ইউটিউব চ্যানেল আর্ট আপলোড করতে হয়?

এতক্ষণ আমরা জানলাম কিভাবে ইউটিউব চ্যানেল এর জন্য একটা সুন্দর Channel Cover photo তৈরি করতে হয় এখন আমরা জানব কিভাবে ইউটিউব চ্যানেল কভার ফটো আপলোড করতে হয়।

YouTube mobile app এর সাহায্যে ইউটিউব চ্যানেল আর্ট আপলোড করা সম্ভব নয়। তাই মোবাইলের সাহায্যে আপলোড করতে চাইলে অবশ্যই যেকোনো একটি Browser এর মাধ্যমে করতে হবে। নিচে আমি Chrome Browser এর মাধ্যমে ইউটিউব চ্যানেল আর্ট আপলোড করার প্রক্রিয়া আলোচনা করেছি।

Step – 1. Log in

প্রথমে মোবাইল ক্রম ব্রাউজার ওপেন করে Desktops version করুন এবং youtube.com এ গিয়ে নিজের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

Step 2: GoTo Your Channel

তারপর ডান পাশের উপরের দিকে people icon e ক্লিক করলে অনেক গুলো অপশন দেখতে পাবেন সেখানে “Your Channel” অপশনে ক্লিক করুন।

Step 3: Customize Channel অপশনে ক্লিক করুন।

তারপর দুটো অপশন দেখতে পাবেন Customize channel এবং Manage video. যেহেতু আপনি ইউটিউব চ্যানেল আর্ট upload করবেন সেহেতু “Customize Channel” অপশনে ক্লিক করুন।

Step 4: Click on Branding

Customize channel অপশনে ক্লিক করার পরে আপনার সামনে তিনটি অপশন আসবে। তার মধ্যে আপনি “Branding” অপশনে ক্লিক করুন।

Step 5: Upload Your Channel Art

Branding অপশনে ক্লিক করার পরে যে পেজ টি খুলবে সেখানে Picture, Banner image এবং Video Watermark নামে তিনটি অপশন থাকবে। যেহেতু আপনি Youtube Cover photo upload করবেন, সেহেতু আপনি Banner image অপশনে অবস্থিত “Upload” অপশনে ক্লিক করে নিজের ফাইল সিলেক্ট করে upload করেদিন।

আশাকরি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব চ্যানেল art cover photo তৈরি করে ইউটিউবে আপলোড করতে হয়। এখানে আপলোড করার পদ্ধতি ছোট করে বলা হয়েছে। যদি বিস্তারিত জানতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আরও পড়ুন :

2 thoughts on “ইউটিউব চ্যানেল art বা কভার ফটো কিভাবে তৈরি করে সেট করবেন – YouTube Channel Cover Photo (Art’s)”

Leave a Comment